1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাপেলো’র প্রস্থান

৯ ফেব্রুয়ারি ২০১২

ফুটবলে নাটকীয়তার অভাব নেই৷ কিন্তু কাপেলো যেভাবে সরে গেলেন তা নাটকীয়তাকে ছাড়িয়ে যায়৷ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ শুরুর মাত্র চার মাস বাকি৷ এই সময় ইংল্যান্ডের কোচ ফাবিও কাপেলো পদত্যাগ করলেন৷ কে হবেন কাপেলো’র উত্তরসূরি?

England manager Fabio Capello stands during the "Gran Gala' del calcio" show, where the best Serie A players are selected, in Milan, Italy, Monday, Jan. 23, 2012. (AP Photo/Antonio Calanni)
ফাবিও কাপেলোছবি: AP

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন'এর সঙ্গে তাঁর কাজিয়ার মূলে যিনি তিনি হলেন জন টেরি৷ খেলার মাঠে প্রতিপক্ষ দলের খেলোয়াড় আন্তন ফার্ডিনান্ড'কে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য ছুঁড়ে দেয়ার অভিযোগে এখন বিপাকে রয়েছেন টেরি৷ আদালতে এ নিয়ে মামলা উঠবে আগামী ৯ জুলাই অর্থাৎ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ শেষ হবার পর৷ ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন'এর ১৪ সদস্যের নির্বাহী কমিটি ইতোমধ্যে সেই অভিযোগের কারণেই টেরি'কে জাতীয় দলের ক্যাপ্টেন পদ থেকে সরিয়ে দিয়েছে৷ এতে নাখোশ হন কাপেলো৷ তিনি টেরি'কে ক্যাপ্টেন রেখেই ইংল্যান্ড দলকে খেলাতে চান ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে৷ কিন্তু কমিটি তার সিদ্ধান্তে অনড়৷ আর তারই ফল - কাপেলোর প্রস্থান৷

নতুন কোচ পদের জন্য যাদের নাম শোনা যাচ্ছে সেই অল্প কয়েকজনের মধ্যে শীর্ষে আছেন প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার্স'এর কোচ হ্যারি রেডন্যাপ৷ অভিজ্ঞ কোচ হিসেবে ৬৪ বছর বয়সি রেডন্যাপের সুনাম আছে৷ ২০১২ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ শেষ হবার পর কাপেলোর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাঁর নাম অবশ্য আগেই আলোচনায় ঠাঁই পেয়েছিল৷ কিন্তু ততদিন বোধহয় আর অপেক্ষা করতে হবে না তাঁকে৷

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ