একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র
২১ সেপ্টেম্বর ২০১৩তবে কাপ্তাই লেকের পানির স্তরের ওপর নির্ভর করে এর বিদ্যুৎ উৎপাদন৷ চট্টগ্রামের দৈনিক পত্রিকা ‘সুপ্রভাত বাংলাদেশ' তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি মাসের ৮ তারিখে বিদ্যুৎ কেন্দ্রটিতে ১৭৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে৷ অথচ মাত্র এক সপ্তাহ আগেও বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র ১১৪ মেগাওয়াট৷ বৃষ্টিপাতের ফলে উজান থেকে পানি নেমে এসে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷
এদিকে, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে নতুন দুটি ইউনিট স্থাপনের মাধ্যমে অতিরিক্ত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সব ব্যয় ও প্রযুক্তি সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকা৷ তবে এই অতিরিক্ত উৎপাদনের ২০ শতাংশ বিদ্যুৎ বাধ্যতামূলকভাবে স্থানীয় আদিবাসীদের মধ্যে সরবরাহের শর্ত দিয়েছে সংস্থাটি৷
জাপানের এই প্রস্তাব ছাড়াও ভারত ও ভুটানের সঙ্গে মিলে একটি জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে চায় বাংলাদেশ৷ এর সম্ভাব্যতা যাচাইয়ে চলতি বছরের শুরুর দিকে ঢাকায় একটি বৈঠকও হয়েছে৷ আলোচনার পরবর্তী পর্বটি হওয়ার কথা নতুন দিল্লিতে৷