1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র

জাহিদুল হক২১ সেপ্টেম্বর ২০১৩

বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত চট্টগ্রামের কাপ্তাইয়ে৷ ১৯৬২ সালে কর্ণফুলী নদীর তীরে ৪৬ মেগাওয়াট করে দুটি ইউনিট নিয়ে কেন্দ্রটির যাত্রা শুরু হয়৷ বর্তমানে এই কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট৷

Bildnummer: 53462836 Datum: 16.01.2009 Copyright: imago/Volker Preußer Kaptai-See Rangamati Reisen Bangladesch kbdig xkg 2009 quer o0 Landschaft Bildnummer 53462836 Date 16 01 2009 Copyright Imago Volker Preußer Kaptai Lake Travel Bangladesh Kbdig xkg 2009 horizontal o0 Landscape
ছবি: imago/Volker Preußer

তবে কাপ্তাই লেকের পানির স্তরের ওপর নির্ভর করে এর বিদ্যুৎ উৎপাদন৷ চট্টগ্রামের দৈনিক পত্রিকা ‘সুপ্রভাত বাংলাদেশ' তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি মাসের ৮ তারিখে বিদ্যুৎ কেন্দ্রটিতে ১৭৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে৷ অথচ মাত্র এক সপ্তাহ আগেও বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র ১১৪ মেগাওয়াট৷ বৃষ্টিপাতের ফলে উজান থেকে পানি নেমে এসে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

এদিকে, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে নতুন দুটি ইউনিট স্থাপনের মাধ্যমে অতিরিক্ত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সব ব্যয় ও প্রযুক্তি সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকা৷ তবে এই অতিরিক্ত উৎপাদনের ২০ শতাংশ বিদ্যুৎ বাধ্যতামূলকভাবে স্থানীয় আদিবাসীদের মধ্যে সরবরাহের শর্ত দিয়েছে সংস্থাটি৷

জাপানের এই প্রস্তাব ছাড়াও ভারত ও ভুটানের সঙ্গে মিলে একটি জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে চায় বাংলাদেশ৷ এর সম্ভাব্যতা যাচাইয়ে চলতি বছরের শুরুর দিকে ঢাকায় একটি বৈঠকও হয়েছে৷ আলোচনার পরবর্তী পর্বটি হওয়ার কথা নতুন দিল্লিতে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ