1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিআফগানিস্তান

কাবুলের শহরতলীতে প্রাণঘাতি বিস্ফোরণ

১২ আগস্ট ২০২৪

আফগানিস্তানের রাজধানী কাবুলের শিয়া অধ্যুষিত এক শহরতলীতে মাইক্রোবাসের মধ্যে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় পুলিশ৷ শিয়া মুসলমানরা দেশটিতে সংখ্যালঘু হিসেবে দীর্ঘদিন ধরেই নির্যাতনের শিকার হচ্ছেন৷

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিস্ফোরণে অন্তত এক ব্যক্তি নিহত হয়েছেন৷
কাবুলের পশ্চিমে শহরতলীতে বিস্ফোরণছবি: WAKIL KOHSAR/AFP

আফগানিস্তানের রাজধানী কাবুলে রোববার মিনিবাস বিস্ফোরণে অন্তত এক ব্যক্তি নিহত এবং এগারোজন আহত হয়েছেন৷

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাবরান এই বিষয়ে বলেন, ‘‘দাশত-ই-বারছি এলাকায় একটি মিনিবাসের মধ্যে আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বসানো ছিল৷'' এই ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি৷

এদিকে স্থানীয় সময় রোববার বিকেল চারটার দিকের এই বিস্ফোরণের দায় স্বীকার করেঠছে তথাকথিত ‘ইসলামিক স্টেট' সন্ত্রাসী গোষ্ঠী৷ টেলিগ্রামে এই দাবি করেছে গোষ্ঠীটি৷

যেখানে বিস্ফোরণ ঘটেছে সেটি শিয়া মুসলমানদের এলাকা৷ আফগানিস্তানে সংখ্যালঘু এই গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার৷ বিভিন্ন জিহাদি গোষ্ঠী তাদেরকে ‘ধর্মবিরোধী' আখ্যা দিয়ে তাদের উপর হামলা চালায়৷

২০২১ সালে তালেবান আবারও আফগানিস্তানের ক্ষমতা দখল করে নিলে বোমা এবং অন্যান্য হামলা কমে যায়৷ তবে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিচ্ছিন্নভাবে ‘ইসলামিক স্টেটের' তৎপরতা এখনো রয়ে গেছে৷

এআই/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ