1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাবুলে গাড়ি-বোমা বিস্ফোরণ, মৃত নারী, শিশু

২১ ডিসেম্বর ২০২০

কাবুলে আবার গাড়ি-বোমা বিস্ফোরণ। রোববারের এই বিস্ফোরণে মারা গেছেন অন্তত নয় জন। আহত ১৫।

কাবুলে বোমা বিস্ফোরণ
ছবি: Rahmat Gul/AP Photo/picture alliance

কাতারের দোহায় যখন আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি বৈঠক চলছে, তখনও একের পর এক সহিংস ঘটনা ঘটছে আফগানিস্তান জুড়ে। রোববার কাবুলে একটি গাড়িবোমা বিস্ফোরণ হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক অ্যারিয়ান জানিয়েছেন, কাবুলে জঙ্গিরা আবার আঘাত হেনেছে। মৃতদের মধ্যে নারী, শিশু ও বয়স্করাও আছেন।

ঘটনাটা ঘটেছে কাবুলের খোশল খান এলাকায়। পার্লামেন্ট সদস্য খান মোহাম্মদ ওয়ার্দাকের কনভয় যখন ওই জায়গা দিয়ে যাচ্ছিল, তখনই বিস্ফোরণ হয়। প্রচণ্ড বিস্ফোরণে বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, যেগুলি সাধারণ মানুষ চালাচ্ছিলেন। গাড়িগুলিতে আগুন ধরে যায়। কিছু বাড়ি ও দোকানও ক্ষতিগ্রস্ত হয়।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানাচ্ছে, বোমাটি গাড়িতে রাখা ছিল এবং ওই সময় তা সক্রিয় করা হয়। তাই মনে করা হচ্ছে, আফগান পার্লামেন্টের সদস্যকে মারার জন্যই এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

টিভি ফুটেজে দেখা যাচ্ছে, অন্তত দুইটি গাড়িতে আগুন জ্বলছে। কালো ধোঁয়ায় চারপাশ ছেয়ে গেছে।

গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানে বোমা বিস্ফোরণের সংখ্যা খুবই বেড়েছে। দোহায় যখন তালেবানের সঙ্গে আলোচনা চলছে, তখন বিস্ফোরণের সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার উদ্বিগ্ন। গত ২০ বছর ধরে তালেবানের সঙ্গে সেনার লড়াই চলছে।

রোববারই অন্তত চারটি প্রদেশে বিস্ফোরণ হয়েছে। তাতে নিরাপত্তা বাহিনীর কর্মী এবং সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রিক্স-বোমা বিস্ফোরণে ১৫ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গত তিন মাসে তালেবান ৩৫টি আত্মঘাতী হামলা ও ৫০৭টি বিস্পোরণ ঘটিয়েছে। তাতে ৪৮৭ জন মারা গেছেন এবং এক হাজার ৪৯ জন আহত হয়েছেন। সম্প্রতি কাবুলে আইএসআইএল প্রচুর বিস্ফোরণ ঘটিয়েছে, তাতে ৫০ জন মারা গেছেন, যাঁদের অধিকাংশই ছাত্র।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)