1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাবুলে গুলিতে নিহত ১৭

৪ সেপ্টেম্বর ২০২১

আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকের গুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন অন্তত ৪১ জন৷

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বাজারের দৃশ্যছবি: WANA/REUTERS

এছাড়া, কাবুলের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে বন্দুকের গুলিতে ১৪জন আহত হয়েছেন বলে জানা গেছে৷

এসব ঘটনায় কারা সংশ্লিষ্ট সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি৷ তবে বার্তাসংস্থাগুলো জানায়, আকাশে গুলি ছুঁড়ে উদযাপন করতে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে৷ 

গুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে তালেবান৷ ইসলামী মৌলবাদী সংগঠনটির মুখপাত্র যাবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় উদযাপনের জন্য আকাশে গুলি না ছুঁড়ে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়ার আহ্বান জানান৷

‘‘বন্দুকের গুলির কারণে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে৷ আপ্রয়োজনে এমনভাবে গুলি করবেন না,’’ লিখেছেন তিনি৷

তিন সপ্তাহ আগে অনেকটা আকস্মিকভাবেই কাবুল দখল করে তালেবান৷ তারপর থেকে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে৷ তালেবান কাবুলে প্রবেশের পর হাজার হাজার মানুষ দেশত্যাগের উদ্দেশে বিমানবন্দরে জড়ো হয়৷ যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ পশ্চিমা দেশগুলো গত ৩১ আগস্ট পর্যন্ত তাদের নাগরিক ও আফগানদের সরিয়ে নেয়৷

এদিকে, তালেবানের কাবুল দখলের পর দেশটিতে মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে নারী অধিকার হুমকির মুখে বলে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়৷ 

এরই মাঝে গত শুক্রবার একদল নারী আফগানিস্তানের নতুন সরকার ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণের দাবিতে কাবুলে এক ব়্যালির আয়োজন করে৷

তাদের দাবি, সরকার ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে নারীদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে৷

আরআর/এআই (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ