1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাবুলে গুলিতে নিহত ১৭

৪ সেপ্টেম্বর ২০২১

আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকের গুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন অন্তত ৪১ জন৷

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বাজারের দৃশ্যছবি: WANA/REUTERS

এছাড়া, কাবুলের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে বন্দুকের গুলিতে ১৪জন আহত হয়েছেন বলে জানা গেছে৷

এসব ঘটনায় কারা সংশ্লিষ্ট সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি৷ তবে বার্তাসংস্থাগুলো জানায়, আকাশে গুলি ছুঁড়ে উদযাপন করতে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে৷ 

গুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে তালেবান৷ ইসলামী মৌলবাদী সংগঠনটির মুখপাত্র যাবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় উদযাপনের জন্য আকাশে গুলি না ছুঁড়ে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়ার আহ্বান জানান৷

‘‘বন্দুকের গুলির কারণে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে৷ আপ্রয়োজনে এমনভাবে গুলি করবেন না,’’ লিখেছেন তিনি৷

তিন সপ্তাহ আগে অনেকটা আকস্মিকভাবেই কাবুল দখল করে তালেবান৷ তারপর থেকে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে৷ তালেবান কাবুলে প্রবেশের পর হাজার হাজার মানুষ দেশত্যাগের উদ্দেশে বিমানবন্দরে জড়ো হয়৷ যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ পশ্চিমা দেশগুলো গত ৩১ আগস্ট পর্যন্ত তাদের নাগরিক ও আফগানদের সরিয়ে নেয়৷

এদিকে, তালেবানের কাবুল দখলের পর দেশটিতে মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে নারী অধিকার হুমকির মুখে বলে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়৷ 

এরই মাঝে গত শুক্রবার একদল নারী আফগানিস্তানের নতুন সরকার ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণের দাবিতে কাবুলে এক ব়্যালির আয়োজন করে৷

তাদের দাবি, সরকার ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে নারীদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে৷

আরআর/এআই (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ