1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাবুলে দূতাবাস বন্ধ করবে অস্ট্রেলিয়া

২৫ মে ২০২১

আফগানিস্তানে দূতাবাস বন্ধ করে দেবে অস্ট্রেলিয়া। আগামী শুক্রবার থেকে। পরিস্থিতি ভালো হলে আবার তা চালু হবে।

মার্কিন ও ন্যাটো বাহিনী চলে যাচ্ছে, আফগান বাহিনীকেই সুরক্ষার পুরো দায়িত্ব নিতে হবে।ছবি: picture-alliance/dpa/J. Jalali

মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ছে। ন্যাটো বাহিনীও। কাবুলের পরিস্থিতি এখন ভাল নয়। এই অবস্থায় আগামী শুক্রবার থেকে কাবুলে দূতাবাস বন্ধ করে দিচ্ছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, পরিস্থিতি যখন দূতাবাস খোলার অনুকূল হবে, তখন তা আবার খোলা হবে।

অ্যামেরিকা ইতিমধ্যেই সেনা প্রত্যাহারের কাজ শুরু করে দিয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর প্রায় সব সেনাই আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে ফিরবেন। ওই দিন হলো অ্যামেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনের উপর আল কায়দার আক্রমণের ২০ তম বার্ষিকী। 

প্রধানমন্ত্রী মনে করছেন, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়ছে। অ্যামেরিকা ও ন্যাটো বাহিনী পুরোপুরি চলে যাওয়ার পর অনিশ্চয়তা আরো বাড়বে। এই অবস্থায় তিনি কোনো ঝুঁকি নিতে চাইছেন না।

অ্যামেরিকা বেশ কিছুদিন ধরে আফগান সেনাদের প্রশিক্ষণ দিয়েছে।  তারা যাতে তালেবানের মোকাবিলা করতে পারে, তার চেষ্টা করেছে। কিন্তু মার্কিন সেনা দেশে ফিরে যাওয়ার পর আফগান সরকার ও সেনা কীভাবে পরিস্থিতির মোকাবিলা করতে পারবে তা নিয়ে সংশয় আছে।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ