1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাবুলে পদদলিত হয়ে নিহত ৭

২২ আগস্ট ২০২১

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের বাইরে শনিবার সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে সাধারণ মানুষের ভিড় ছবি: Sayed Khodaiberdi Sadat/AA/picture alliance

তালেবান ক্ষমতা দখলের পর হাজার হাজার সাধারণ মানুষ দেশত্যাগের চেষ্টায় বিমানবন্দরে জড়ো হচ্ছিলেন। সংবাদ সংস্থাগুলোর দাবি, বিমানবন্দরে ভিড়ের কারণে পদদলিত হয়ে নিহতের ঘটনা ঘটেছে। 

এক বিবৃতিতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে, ‘‘কাবুলে সাধারণ মানুষের ভিড়ে নিহতদের প্রতি আমাদের শ্রদ্ধা। সেখানকার পরিস্থিতি অত্যন্ত কঠিন। বর্তমান পরিস্থিতি সামলাতে আমরা আমাদের সামর্থ্যের সবটুকু করার চেষ্টা করছি।"  

গত সপ্তাহে আশরাফ গনি সরকারকে হটিয়ে রাজধানী কাবুল দখলে নেয় ইসলামী মৌলবাদী সংগঠন তালেবান। রাজধানী দখলের পর সেখানে বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি হয়। প্রাণের ভয়ে হাজার হাজার মানুষ দেশত্যাগের চেষ্টায় কাবুল বিমানবন্দরের দিকে ছুটতে থাকেন। জার্মানি ও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ সাধারণ মানুষদের সরিয়ে নেওয়ার কাজ করছে।  

নিখোঁজ অনেক শিশু

এদিকে, বিমানবন্দরে হাজার হাজার মানুষের ভিড়ে অনেক শিশু হারিয়ে গেছে বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা।

কাবুলে কর্মরত সাংবাদিকরা জানান, অনেক পরিবার বিমানবন্দরে ছবি সাঁটিয়ে হারিয়ে যাওয়া শিশুদের সন্ধান করছে। 

কাবুলের একটি পরিবার ছয় বছরের একটি হারিয়ে যাওয়া শিশুকে আশ্রয় দিয়েছে। শিশুটি বিমানবন্দরের কাঁটা তারের বেড়ায় আটকে ছিল বলে জানিয়েছে পরিবারটি।

শিশুটি জানায়, সে তার বাবার সাথে বিমানবন্দরে এসেছিল এবং ভিড়ের মাঝে বাবাকে হারিয়ে ফেলেছে।  

আরআর/এআই (এএফপি, রয়র্টাস, এপি, ডিপিএ) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ