1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিআফগানিস্তান

কাবুলে ‘মার্কিন ভুলে’ মরেছে সাধারণ মানুষ

১৮ সেপ্টেম্বর ২০২১

কাবুলে মার্কিন ড্রোন হামলায় সাত শিশুসহ দশ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের এক সেনা কর্মকর্তা৷ তিনি বিষয়টিকে ‘ভুল’ হিসেবে আখ্যা দিয়েছেন৷

কাবুলে মার্কিন ড্রোন হামলার পরের ছবিছবি: Khwaja Tawfiq Sediqi/AP Photo/picture alliance

পেন্টাগন শুক্রবার জানিয়েছেন গতমাসে আফগান রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলায় ‘ইসলামিক স্টেটের' জঙ্গিদের বদলে ভুলবশত সাধারণ মানুষের মৃত্যু হয়েছে৷

ড্রোন হামলা নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নিজস্ব পর্যালোচনার পর এই ঘোষণা আসলো৷ 

মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি জানিয়েছেন, হামলায় সাতশিশুসহ দশজন ‘দুঃখজনকভাবে নিহত' হয়েছেন৷ তিনি বলেন, ‘‘এটা একটা ভুল ছিল এবং আমি এজন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি৷''

‘‘হামলা চালানোর সময় আমি বিমানবন্দরে থাকা বাহিনীর উপর আসন্ন হুমকি ঠেকানো সম্ভব হয়েছে বলে আত্মবিশ্বাসী ছিলাম,'' যোগ করেন তিনি৷

ম্যাকেঞ্জি ড্রোন হামলাটির সম্পূর্ণ দায় নিজের উপরে নিয়ে নিয়েছেন৷ তিনি বলেন, ‘‘আমি সেই হামলার এবং তার দুঃখজনক ফলাফলের জন্য দায়ী৷''

মার্কিন বাহিনীর কাবুলত্যাগ করার কয়েকদিন আগের সেই ড্রোন হামলাকে ‘ভয়াবহ ভুল' আখ্যা দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও ক্ষমাপ্রার্থনা করেছেন৷ এজন্য দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ৷ 

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শেষ, তালেবানের শুরু

01:44

This browser does not support the video element.

পেন্টাগন অবশ্য এর আগে জানিয়েছিল যে ২৯ আগস্টের ড্রোন হামলা একটি গাড়িকে লক্ষ্য করে পরিচালনা করা হয়েছিল যেটি আত্মঘাতী বোমারুদের নিয়ে কাবুল বিমানবন্দরের দিকে আসছিল৷ বিমানবন্দরটিতে তার কয়েকদিন আগেই এক আত্মঘাতী হামলায় এক ডজনের বেশি মার্কিন সেনা এবং বেশ কয়েকজন বেসামরিক আফগান প্রাণ হারান৷ ‘ইসলামিক স্টেট' সেই হামলার দায় স্বীকার করে৷

সেসময় মার্কিন কর্তৃপক্ষ এই দাবিও করে যে ড্রোন হামলায় কোনো বেসামরিক প্রাণহানি ঘটেনি, যদিও এক আফগান কর্মকর্তা তখন দাবি করেছিল যে হামলায় শিশুরাও নিহত হয়েছে৷

এআই/জেডএ (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ