1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাবুল হামলা: আইএস-এর দায় স্বীকার

২৮ ডিসেম্বর ২০১৭

আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন, আর আহত হয়েছেন কয়েক ডজন৷ আইএস এই হামলার দায় স্বীকার করেছে৷

ছবি: Reuters/O. Sobhani

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নাসরাত রাহিমি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে৷

সংখ্যালঘু শিয়াদের একটি সাংস্কৃতিক কেন্দ্র ও একটি সংবাদমাধ্যমের কার্যালয় হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে রাহিমি মনে করছেন, হামলার মূল লক্ষ্য ছিল শিয়া সাংস্কৃতিক কেন্দ্রটি৷ হামলার সময় সেখানে সাবেক সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান দখলের ৩৮তম বার্ষিকী উপলক্ষ্যে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হচ্ছিল, বলে জানান তিনি৷

এদিকে হামলায় আক্রান্ত ‘আফগান ভয়েস’ সংবাদ সংস্থার এক সাংবাদিক সৈয়দ আব্বাস হুসেইনি তাঁর এক সহকর্মীর নিহত হওয়ার খবর জানিয়েছেন৷ হামলাস্থলটি কাবুলের পশ্চিম অবস্থিত৷ ঐ এলাকায় অনেক শিয়া বাস করেন৷

ঘটনার পরপরই তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার সঙ্গে জড়িত না থাকার কথা টুইটারে জানিয়েছেন৷ অন্য কোনো গোষ্ঠী এখনও হামলার দায় স্বীকার করেনি৷

কয়েকদিন আগে কাবুলে গোয়েন্দা সংস্থার কার্যালয়ের কাছে এক আত্মঘাতী বোমা হামলায় ছয়জন সাধারণ নাগরিক প্রাণ হারান৷ তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস এই হামলার দায় স্বীকার করেছিল৷

সাম্প্রতিক সময়ে এই জঙ্গি গোষ্ঠীটি আফগানিস্তানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে৷ ২০১৫ সালে প্রথম তাদের আফগানিস্তানে দেখা গিয়েছিল৷

তালেবানের পাশাপাশি আইএস এর উপস্থিতির কারণে কাবুলে সাধারণ মানুষের জীবন চরম হুমকির মধ্যে পড়েছে৷ মে মাসের ৩১ তারিখে কাবুলের কূটনীতিক এলাকায় এক ট্রাক বোমা হামলায় প্রায় দেড়শ’ জন প্রাণ হারিয়েছিলেন৷ আহত হয়েছিলেন প্রায় চারশ' জন৷ হতাহতদের বেশিরভাগই ছিলেন সাধারণ মানুষ৷

দেশটির গণমাধ্যমের উপর এর আগেও জঙ্গিদের হামলা হয়েছিল৷ নভেম্বরে শামসাদ টিভির কার্যালয়ে চালানো হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছিলেন৷ আইএস ঐ ঘটনায় দায় স্বীকার করেছিল৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

৩১ মে’র হামলা নিয়ে ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ