1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাবুলে হিলারি

৭ জুলাই ২০১২

অঘোষিত সফরে কাবুল গেলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন৷ সেখানে তিনি আফগানিস্তানকে অ্যামেরিকার বড় মাপের মিত্র দেশ হিসেবে ঘোষণা দেন৷ এদিকে, দেশটিতে একাধিক হামলায় অন্তত ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে৷

U.S. Secretary of State Hillary Rodham Clinton, second from right, speaks as Afghan President Hamid Karzai, right, listens during a press conference at the Presidential Palace Saturday, July 7, 2012 in Kabul, Afghanistan. Clinton arrived earlier in the day on an unannounced visit to meet Karzai ahead of the Tokyo conference on Afghanistan's reconstruction. (Foto:Brendan Smialowski, Pool/AP/dapd)
ছবি: AP

আফগানিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাটোর সদস্য নয় এমন বড়মাপের মিত্র দেশ হিসেবে ঘোষণা দিতে কাবুল উড়ে গেলেন হিলারি ক্লিন্টন৷ তিনি সেখানে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এর সাথে যৌথ সাংবাদিক সম্মেলনে আফগানিস্তানকে মিত্র দেশের মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করেন৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রী সেখানে বলেন, ‘‘আফগানিস্তানের ভবিষ্যতের জন্য এটিকে আমরা একটি শক্তিশালী প্রতিশ্রুতি হিসেবে বিবেচনা করছি৷ আফগানিস্তানকে আমরা কোনভাবেই একা ছেড়ে যাচ্ছি না৷''

আফগানিস্তানের অবস্থার উন্নতি হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘‘এখন নিরাপত্তা পরিস্থিতি আরো বেশি স্থিতিশীল৷ আফগান নিরাপত্তা বাহিনী তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াচ্ছে৷'' ন্যাটো'র বাইরেও অ্যামেরিকার মিত্র দেশ হিসেবে আফগানিস্তানের সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ এবং সহযোগিতা পাবে৷ এদিকে ইঙ্গিত করে ক্লিন্টন বলেন, ‘‘এটা এমন এক বিশেষ পর্যায়ের সম্পর্ক যা যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার অন্তবর্তী সময়ে বিশেষভাবে লাভজনক হবে৷ এটা আফগান নিরাপত্তা বাহিনীর দক্ষতা বৃদ্ধি করবে এবং যুক্তরাষ্ট্রের সাথে বৃহত্তর সম্পর্ক সৃষ্টি করবে৷''

ন্যাটোর সদস্য দেশ না হয়েও, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫তম মিত্র দেশে পরিণত হলো আফগানিস্তান৷ যুক্তরাষ্ট্রের সাথে এই মর্যাদাপূর্ণ সম্পর্ক রয়েছে আরো যেসব দেশের সেগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, মিশর, ইসরায়েল এবং জাপান৷ আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তান এই মর্যাদা পাওয়ার কথা রয়েছে ২০১৪ সালে৷

ফ্রান্সের রাজধানী প্যারিসে সিরিয়া বিষয়ে ১০০ টি দেশের সম্মেলন শেষে সোজা কাবুল যান হিলারি ক্লিন্টন৷ আর কাবুলে সংক্ষিপ্ত সফর শেষে তিনি এবং হামিদ কারজাই জাপান গেছেন সেখানে আফগানিস্তান বিষয়ক সম্মেলনে যোগ দিতে৷ টোকিও বৈঠক থেকে আফগানিস্তানের জন্য ১৬ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি পাওয়া যাবে বলে জানিয়েছেন জাপানের পররাষ্ট্র মন্ত্রী কোইচিরো গেমবা৷ এই অর্থ সহায়তা ২০১৫ সাল পর্যন্ত চার বছরে আফগানিস্তানকে দেওয়া হবে৷ জাপান একা আফগানিস্তানকে দেবে তিন বিলিয়ন ডলার৷

এদিকে, আফগানিস্তানে পৃথক কয়েকটি বোমা ও রকেট হামলায় অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে৷ উরুজগান প্রদেশের পুলিশের মুখপাত্র জাওয়েদ ফয়সাল জানান, চোরা জেলায় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ছয় জন৷ এছাড়া গেরেশক এবং ফারাহ জেলায় বোমা ও রকেট হামলা হয়েছে বলে সরকারি সূত্রের খবর৷

এএইচ / জেডএইচ (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ