1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাবুল হামলার পরিকল্পনাকারী ড্রোন হামলায় নিহত: যুক্তরাষ্ট্র

২৮ আগস্ট ২০২১

আফগানিস্তানে ড্রোন হামলা চালিয়ে আইএস-কের দুই সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনী৷ পেন্টাগনের বলছে, তাদের একজন কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবারের হামলার পরিকল্পনাকারী৷

আফগানিস্তানে ড্রোন হামলা চালিয়ে আইএস-কের এক সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনী৷ পেন্টাগনের বলছে, ঐ ব্যক্তি কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবারের হামলার পরিকল্পনাকারী৷ 
ছবি: picture-alliance/dpa/AP Photo/File/Lt. Col.. Leslie Pratt, US Air Force

শনিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলের প্রদেশ নানগরহরে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র৷ পেন্টাগন থেকে ব্রিফিংয়ে দাবি করা হয়েছে হামলায় আইএস-কে (ইসলামিক স্টেট-খোরসান) জঙ্গী গোষ্ঠীর উচ্চ পর্যায়ের দুই সদস্যকে হত্যা করা হয়েছে৷ আহত হয়েছেন আরো একজন৷

পেন্টাগনের আঞ্চলিক অপারেশনের ডেপুটি ডিরেক্টর মেজর জেনারেল হাঙ্ক টেইলর সাংবাদিকদের বলেন, কোন বেসামরিক নাগরিক এই হামলায় ক্ষতিগ্রস্ত হননি৷

তবে যাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে তারা কেউ কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবারের বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত কিনা তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি৷

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি হতাহতদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান৷ তবে বলেন ,আইএস-কে 'একজন পরিকল্পনাকারী এবং একজন সহায়তাকারীকে হারিয়েছে'৷ এর আগে কাবুলে হামলার একজন পরিকল্পনাকারীর মৃত্যুর কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর৷ কিরবি এর ব্যাখ্যা দিয়ে বলেন, একই হামলায় একজন সহযোগীও নিহত হয়েছেন৷

কাবুল বিমানবন্দরের বাইরে বৃহস্পতিবার এক বোমা হামলায় ১৬৯ জন আফগান নাগরিক ও ১৩ মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন৷

এই ঘটনার পর কাবুল হামলায় জড়িতদের বের করে বদলা নেয়ার অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট৷ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আঘাত হানবে মার্কিন সেনা৷ তাদের চরম জবাব দেওয়া হবে৷ তিনি আইএস-কের স্থাপনা ও নেতাদের উপর হামলা চালানোরও নির্দেশ দেন৷

তার আগে বোমা হামলার পর আইএস-কে ঘটনার দায় স্বীকার করে৷ তারা হামলা চালাতে পারে এমন আশঙ্কা করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আগেই সতর্ক করেছিল

মার্কিন নাগরিকদের বিমানবন্দর এড়ানোর পরামর্শ

এদিকে কাবুল বিমানবন্দরে নতুন হামলার আশঙ্কা প্রকাশ করে শনিবার আবারও সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জারি করা সতর্কবার্তায় নাগরিকদের বিমানবন্দরে না আসার পরামর্শ দেয়া হয়েছে৷ যারা বিমানবন্দরে আছেন তাদেরও অবিলম্বে চলে যেতে বলা হয়েছে৷

বিবৃতিতে বলা হয়, ‘‘কাবুল বিমানবন্দরে নিরাপত্তা হুমকির কারণে আমরা যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিমানবন্দরে ভ্রমণ ও বিমানবন্দরের ফটক এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি৷’’

এফএস/আরআর (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ