1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কামারুজ্জামানের ছেলে ‘পাগলের প্রলাপ' বকছেন: অ্যাটর্নি জেনারেল

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১০ নভেম্বর ২০১৪

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ছেলে দাবি করেছেন, তাঁর বাবা রাজনৈতিক প্রতিহিংসার শিকার৷ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এই বক্তব্যকে ‘পাগলের প্রলাপ' বলে অভিহিত করেছেন৷

Mohammad Kamaruzzaman
ছবি: Reuters

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ কামারুজ্জামানের বিচার প্রক্রিয়াকে ‘ত্রুটিপূর্ণ' দাবি করে মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জানিয়েছে৷

ময়মনসিংহের শেরপুরের নালিতাবাড়ি এলাকার সোহাগপুরে একাত্তরে গণহত্যার ঘটনায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কামারুজ্জামানের ফাঁসির দণ্ড বহাল রেখেছেন৷ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল বলেন, ‘‘আমি চ্যালেঞ্জ করে বলছি, সোহাগপুরের ঘটনার সঙ্গে আমার বাবার দূরতম সম্পর্ক নেই৷ তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার৷''

তিনি বলেন, ‘‘আমার বাবা সম্পূর্ণ নির্দোষ৷ অন্যায়ভাবে সাজানো অভিযোগে তাঁকে ফাঁসির দণ্ড দেয়া হয়েছে৷ আমার বাবা কখনো সোহাগপুরে যাননি৷ এমনকি রাষ্ট্রপক্ষের দাখিল করা ফরমাল চার্জেও সোহাগপুর গণহত্যার সময় সেখানে তিনি উপস্থিত ছিলেন মর্মে কোনো অভিযোগ নেই৷''

কামারুজ্জামানের ছেলের দাবি, ‘‘এই মামলায় মূল সাক্ষীর তালিকায় ৪৬ জনের নাম ছিল৷ তাদের মধ্যে ১০ জন সাক্ষী ট্রাইবুন্যালে সাক্ষ্য দেয়ার পর নতুন করে তিনজন মহিলাকে অতিরিক্ত সাক্ষী করার মাধ্যমে এসব অভিযোগে আনা হয়েছে৷ ২০১১ সালে সোহাগপুরের গণহত্যা নিয়ে সাংবাদিক মামুন-উর রশিদ ওই এলাকা পরিদর্শন করে ‘সোহাগপুরের বিধবা কন্যারা' নামে একটি বইপ্রকাশ করেন৷ সেখানে অনেক সাক্ষীর সাক্ষাৎকার আছে৷ তাতে কেউ একবারের জন্যও বলেননি যে আমার বাবা এ ঘটনায় যুক্ত ছিলেন৷ এ ছাড়া মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদারের ২০১১ সালের অনুপম প্রকাশনী'র ‘মুক্তিযুদ্ধে নালিতাবাড়ী' বইতেও আমার বাবার সম্পৃক্ততার কথা বলা হয়নি৷''

বিচার ‘ত্রুটিপূর্ণ'

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ রবিবার এক বিবৃতিতে কামারুজ্জামানের বিচার প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ অভিহিত করে তাঁর মৃত্যুদণ্ডাদেশ অবিলম্বে স্থগিত করার আহ্বান জানিয়েছে৷

সংস্থাটির এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বিবৃতিতে বলেন, ‘‘মৃত্যুদণ্ড অসংশোধনযোগ্য, মর্যাদাহানিকর এবং নির্মম শাস্তি হওয়ায় হিউম্যান রাইটস ওয়াচ সকল পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধী৷ আর যখন বিচার প্রক্রিয়ায় নিরপেক্ষ বিচারের মানদণ্ড অনুসরণ করা হয় না এবং মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে নিরপেক্ষ আদালতে আপিল করার অধিকার থাকে না, তখন এটা বিশেষভাবে ত্রুটিযুক্ত৷''

হিউম্যান রাইটস ওয়াচ মনে করে, ‘‘কামারুজ্জামানের মামলাটিসহ আইসিটির মামলাগুলো ত্রুটিপূর্ণ৷ কামারুজ্জামানের মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষীদের পূর্ববর্তী ও পরবর্তী সাক্ষ্যগুলোতে থাকা অসামঞ্জস্যতা আদালত প্রত্যাখ্যান করে, আসামিপক্ষকে প্রসিকিউশনের সাক্ষীদের চ্যালেঞ্জ করার সুযোগ দিতে অস্বীকার করে৷''

এইচআরডাব্লিউ-র মতে, ‘‘অন্যান্য মামলায়ও এই ধরনের বিশৃঙ্খলার নজির দেখা গেছে৷ ২০১৩ সালে আবদুল কাদের মোল্লাকে তাড়াহুড়া করে পূর্ববর্তী সময় থেকে কার্যকর বিধানে ফাঁসি দেয়া হয়, যা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ৷ আরেক অভিযুক্ত দেলওয়ার হোসাইন সাঈদীর ক্ষেত্রে দেখা যায়, রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের হাতে এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে অপহরণ করার বিশ্বাসযোগ্য অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি উপেক্ষতি হয়েছে৷''

অ্যাডামস বলেন, ‘‘হিউম্যান রাইটস ওয়াচ ১৯৭১ সালে সংঘটিত নৃশংস অপরাধের বিচার ও জবাবদিহিতাকে সমর্থন করে৷ তবে এসব বিচার অবশ্যই আন্তর্জাতিক মানে নিরপেক্ষভাবে হতে হবে৷''

‘পাগলের প্রলাপ'

কামারুজ্জামানের ছেলের বক্তব্যকে ‘পাগলের প্রলাপ' বলে আখ্যায়িত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম৷ তিনি বলেন, ‘‘কামারুজ্জামানের ছেলে যে কথাগুলো এখন বলেছেন, এসব বক্তব্য তাঁর আইনজীবীরা পুঙ্খানুপুঙ্খভাবে আদালতে উপস্থাপন করেছেন৷ এসব বক্তব্য বিবেচনা করেই আদালত তার সম্পর্কে সিদ্ধান্ত দিয়েছেন৷''

মাহবুবে আলম বলেন, ‘‘অনেক সময় মানুষ পাগলের প্রলাপ বকে৷ সব পাগলকেতো আর আদালতের সামনে নিয়ে যাওয়া যায় না৷ সর্বোচ্চ আদালতের রায়ের ব্যাপারে ক্ষোভ থাকলে তার প্রকাশ এই ধরনের হওয়া উচিত না৷''

তিনি দণ্ড কার্যকরের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘‘মৃত্যু পরোয়ানা হলে সরকারের সিদ্ধান্তে দণ্ড কার্যকর হবে৷ সরকার যেভাবে সময় প্রদান করবে সেইভাবেই কার্যকর হবে৷ রিভিউ যদি কেউ করেও সেই রিভিউ'র জন্য দণ্ড স্থগিত থাকবে না৷ আপিল বিভাগ স্থগিতাদেশ দেয়ার আগ পর্যন্ত দণ্ড কার্যকরের প্রক্রিয়া কারা কর্তৃপক্ষ চলমান রাখবে৷''

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘আমি সবসময় বলেছি, রিভিউ চলবে না৷ সংবিধান পড়ে আমি যা বুঝেছি, এটা আমার বক্তব্য৷''

উল্লেখ্য, দেশের সর্বোচ্চ আদালত ৩ নভেম্বর কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখার পর তা কার্যকরে আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেলের বক্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়৷ তাঁদের কথায় তখন প্রতীয়মান হয় যে সাতদিন পরই রায় কার্যকর হবে৷ কিন্তু সেই বক্তব্য থেকে তাঁরা এখন সরে এসেছেন৷ তাঁরা বলছেন সর্বোচ্চ আদালতের রায় প্রকাশ না হওয়া পর্যন্ত দণ্ড কার্যকরের জন্য অপেক্ষা করতে হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ