1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কামোফ্লাজ বডিপেইন্টিং

কিয়রস্টিন শুমান/এসি১৮ সেপ্টেম্বর ২০১৫

মানুষের শরীরকে চিত্রপট হিসেবে ব্যবহার করার প্রবণতা আজকের নয়, যেমন উলকি৷ আবার পেশাদারী বডিপেইন্টাররাও আছেন, যারা মডেলদের শরীরকে রংয়ে ঢেকে আজগুবি ‘এফেক্ট' সৃষ্টি করেন৷

Johannes Stötter Bodypainting
ছবি: picture-alliance/dpa/E.S. Lesser

চ্যালেঞ্জটা হল, দু'ঘণ্টার মধ্যে মডেলকে পুরোপুরি গায়েব করে দেওয়া – শুধুমাত্র রঙ-তুলি ব্যবহার করে!

এ এক বিশেষ ধরনের বডিপেইন্টিং৷ একে বলে ক্যামোফ্লাজ৷ ইয়োহানেস স্ট্যোটার ইটালির দক্ষিণ টিরোল এলাকার মানুষ৷ দশ বছরের বেশি সময় ধরে বডিপেইন্টিং করছেন৷ ক্যামোফ্লাজ পেইন্টিং হল তাঁর বিশেষত্ব৷ স্ট্যোটার বলেন: ‘‘আমার কাছে বডিপেইন্টিং-ই হল সবকিছু: আমার পেশা, আমার নেশা, আমার জীবন, সব কিছু৷''

ইয়োহানেস স্ট্যোটার আজ বডিপেইন্টিং করেই জীবিকা অর্জন করতে পারেন৷ বডিপেইন্টিং-এর ওয়ার্কশপও করে থাকেন৷ একদিনের কোর্সে অংশ নেবার খরচ হল একশো ইউরো৷ এছাড়া ইয়োহানেস তাঁর ক্ষণস্থায়ী শিল্পকর্মকে আলোকচিত্র হিসেবে ধরে রাখেন, বিক্রি করেন পিকচার পোস্টকার্ড অথবা পোস্টার হিসেবে৷ ‘‘দ্য ফ্রগ'' অর্থাৎ ব্যাং তাঁর প্রখ্যাততম শিল্পকর্মগুলির মধ্যে অন্যতম৷ সেজন্য তিনি একসঙ্গে পাঁচজন মডেলকে পেন্ট করেছিলেন – পাঁচজনকে মেলালে মনে হবে যেন একটি কোলাব্যাঙ৷ স্ট্যোটার বলেন: ‘‘ক্যামোফ্লাজ বডিপেন্টিং-এর মুশকিল হল, ছবিটা শুধুমাত্র একটি বিশেষ জায়গা থেকে দেখলে সেটা বোঝা যায়৷ অপরদিকে মানুষের শরীর কিন্তু ত্রিমাত্রিক৷''

ইয়োহানেস স্ট্যোটার আজ বডিপেইন্টিং করেই জীবিকা নির্বাহ করতে পারেনছবি: picture-alliance/EPA/R. Yongrit

মডেলকে পটভূমির সঙ্গে পুরোপুরি মিলিয়ে দেবার নানা পন্থা আছে৷ ইটালির ফিলিপো ইয়োকো মাটি আর রং মিশিয়ে কাজ করেন৷ বুলগেরিয়ার বেলা ভোলেন মডেলের শরীরে রেখা টেনে টেনে তাকে উধাও করে দেন৷ স্ট্যোটার বললেন: ‘‘রংগুলোকে যতদূর সম্ভব বাস্তবের সঙ্গে মিলিয়ে আঁকতে হবে, বিশেষ করে প্রকৃতির ছবিতে৷ তারপর মডেলের শরীরটাকে ত্রিমাত্রিক থেকে দ্বিমাত্রিক পর্যায়ে নিয়ে আসতে হবে৷ যেমন একটা সরলরেখা আঁকার সময় সেটাকে শুধু সোজা করে আঁকলেই চলবে না, শরীরের উপর রেখাটাকে এমনভাবে আঁকতে হবে যাতে সেটা সোজা দেখায়৷''

অস্ট্রিয়ার ওয়ার্ল্ড বডিপেন্টিং ফেস্টিভালে ১৯৯৮ সাল থেকে বডিপেইন্টিং-এর লেটেস্ট ট্রেন্ড প্রদর্শিত হচ্ছে – সেই সঙ্গে বিশ্ব বডিপেন্টিং চ্যাম্পিয়ন নির্বাচন করা হচ্ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ