1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কারও মুখ বন্ধ করতে হত্যা করা বোকামি'

১৮ মার্চ ২০১৫

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত৷ এই খবরে অনেকেই খুশি, কেন না, তাঁরা সকলেই মনে করেন, সমস্ত হত্যাকাণ্ডেরই বিচার হওয়া অন্তত প্রয়োজনীয়৷

Bagladesch Demo Urteil Abdul Quader Mollah
ছবি: Reuters

টুইটারে অনেকেই ব্লগার রাজীব হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের খবরটি শেয়ার করছেন৷ ডয়চে ভেলের গ্রেহেম লুকাসও আছেন তাঁদের মধ্যে৷

ডয়চে ভেলে বাংলা বিভাগের ফেসবুক পাতায়ও এ খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে৷ সেখানে আব্দুল্লাহেল ফরিদ রাজীব হত্যাকাণ্ডের বিচারের পক্ষে মত জানাতে গিয়ে লিখেছেন, ‘‘কারও মুখ বন্ধ করতে হত্যা করা বোকামি৷ এভাবে চিন্তা বা আদর্শকে অবরুদ্ধ করা যায় না৷ ওই আদর্শ অন্যের হাত ধরে এগিয়ে যাবে৷'' আহসান টিটু মনে করেন নাস্তিক হলেও কাউকে মেরে ফেলাটা প্রকৃত অর্থে ইসলাম ধর্মবিরোধী৷ তাঁর মতে, ‘‘নবী বলেছিলেন, এদের জ্ঞান দাও প্রভু ; এদের ক্ষমা করো৷ আর এ মোল্লারা বলেছে হত্যা কর!''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ