1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কারখানার জন্য রোবট

ডান হিয়র্শফেল্ড / এসবি২ আগস্ট ২০১৪

কারখানায় রোবটের ব্যবহার বেড়ে চলেছে৷ বড় কোম্পানিদের পেছনে ফেলে জার্মানির একটি সংস্থা রোবট তৈরি ও বিক্রির ক্ষেত্রে অভিনব সাফল্য দেখাচ্ছে৷ বিশেষ করে ছোট ও মাঝারি মাপের শিল্প সংস্থাগুলির কাছে এই মডেল বিশেষভাবে আকর্ষণীয়৷

Japan Roboter Pepper
প্রতীকী ছবিছবি: Reuters

জার্মানির নেওবটিক্স কোম্পানি এক ‘ট্রান্সপোর্ট রোবট' তৈরি করেছে৷ যার চাকার বিশেষত্বই আলাদা৷ এগুলি দিয়ে পরিবহণের কোনো রোবট শুধু সামনে-পিছনে নয় – যে কোনো দিকে চলতে পারে এবং বাধা এড়িয়ে যেতে পারে৷ তার বেশি জায়গার দরকার নেই৷ মাত্র ৪ জন কর্মীর এই সংস্থা সব কিছু নিজেরাই তৈরি করে৷ এমনকি ক্রেতাদের চাহিদা অনুযায়ী সফটওয়্যারও ডেভেলপ করে তারা৷ কোম্পানির প্রধান টিল মাই বলেন, ‘‘একেবারে নতুন রোবট তৈরি করতে প্রায় ৩ মাস সময় লাগে৷ তবে আমরা যেহেতু মডিউলার রোবট তৈরি করি, তাই দুই-তিন সপ্তাহের মধ্যে অর্ডার অনুযায়ী কাজ শেষ করতে পারি৷ তখন কিছু মডিউল বা অংশ বদলে ফেললেই চলে৷''

এই ক্ষেত্রে বড় বড় কোম্পানির তুলনায় ছোট এই সংস্থা অনেক সহজে চাহিদা অনুযায়ী কাজ করতে পারে৷ আজকাল অনেক বড় কোম্পানিও নেওবটিক্স থেকে রোবট কেনে৷ যেমন আউডি কোম্পানির গাড়ির কারখানায় এই রোবট যন্ত্রাংশ কনভেয়ার বেল্টে ঢালে৷ টিল মাই বলেন, ‘‘রোবটিক্স ছোট একটি শিল্পক্ষেত্র৷ এখানে সবাই সবাইকে চেনে৷ মুখে-মুখেই প্রশংসা ছড়িয়ে পড়ে৷ তবে তা সত্ত্বেও নতুন ক্রেতার খোঁজে বাণিজ্য মেলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ৷''

মিউনিখ শহরে ৪ দিনের ‘আউটোমাটিকা'

মেলায় অংশ নিয়েছিলো ছোট এই সংস্থা৷ এর জন্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে৷ তবে ভালোই সাড়া পাওয়া গেছে৷ প্রথম দিনেই কিছু নতুন অর্ডারের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে৷ বড় প্রতিদ্বন্দ্বী কোম্পানির স্টল দেখে নিশ্চিন্ত হওয়ার আরও কারণ ঘটেছে৷ টিল মাই বলেন, ‘‘বড় কোম্পানির তুলনায় আমাদের পণ্যের দাম অনেক কম৷ যেমন কুকা কোম্পানি ৭০ থেকে ৮০ হাজার ইউরো দামে রোবটের হাত বিক্রি করে৷ আমরা প্রায় অর্ধেক দামে সেটা বেচি৷''

আরও একটি বড় সুবিধা রয়েছে৷ বিশেষ করে ছোট ও মাঝারি মাপের কোম্পানিগুলি নেওবটিক্স কোম্পানিকে বেছে নিচ্ছে, কারণ তারা একই সঙ্গে হার্ডওয়্যার ও সফটওয়্যার সরবরাহ করে৷ সঙ্গে রয়েছে দ্রুত পরিষেবার গ্যারেন্টি৷ কারণ উৎপাদনে নিয়োজিত এমন রোবট একবার বিগড়ে গেলে প্রতিটি মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ