সাউথ আফ্রিকায় ডেনিম প্রস্তুতকারী একটি কারখানায় শীর্ষ কর্মকর্তারা নারী শ্রমিকদের যৌন নির্যাতন করেছেন বলে তদন্তে বেরিয়ে এসেছে৷
বিজ্ঞাপন
শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা ওয়ার্কার রাইটস কনসোর্টিয়াম (ডব্লিউআরসি) পোশাক কারখানার নারী শ্রমিকদের যৌন নির্যাতনের বিষয়টি প্রকাশ করে৷
ডব্লিউআরসি বলছে, তাইওয়ানভিত্তিক আন্তর্জাতিক ডেনিম প্রস্তুতকারক নিয়ান হোসিং টেক্সটাইলের মালিকানাধীন তিনটি কারখানায় এই ঘটনা ঘটেছে৷ এই কোম্পানিটি যুক্তরাষ্ট্রের একটি ব্র্যান্ডের ডেনিম তৈরি করে৷
‘‘কারখানার ম্যানেজাররা নারী শ্রমিকদের তাদের সঙ্গে যৌন মিলনে বাধ্য করেন এবং এতে আপত্তি জানালে চাকরিচ্যুত করার হুমকি দেন৷''৷ পোশাক শ্রমিকরা নিয়মিতভাবে যৌন হয়রানির মুখোমুখি হচ্ছেন৷
এক নারী কর্মীর বরাত দিয়ে ডব্লিউআরসি বলছে, "আমার বিভাগের সব নারী তাদের সুপারভাইজারের সাথে যৌনকর্মে বাধ্য হন, এছাড়া তাদের অন্য কোনো উপায় ছিল না৷' ...আপনি যদি না বলেন তবে আপনি কাজ পাবেন না অথবা আপনার চুক্তি নবায়ন হবে না৷''
কেলেঙ্কারিতে বিপর্যস্ত যত ব্যবসায়ী বিগ বস
বছরের পর বছর ধরে নিজের আয়ের তথ্য গোপন করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জাপানের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিসানের প্রধান কার্লোস গোন৷ বড় বড় প্রতিষ্ঠানের এমন অনেক শীর্ষ নির্বাহীকেই ভোগ করতে হয়েছে একইরকম পরিণতি৷
ছবি: picture-alliance/dpa
নিসান-প্রধান গোন
জাপানের অটো প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিসানকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন এই কার্লোস গোনই৷ অভিযোগ আছে, ২০১১ সাল থেকে তিনি বেতন কম দেখিয়ে আসছেন৷ এর পরিমাণ পাঁচ বিলিয়ন ইয়েন বা প্রায় ৩৯ মিলিয়ন ইউরোর সমমানের হতে পারে৷ অভিযোগ প্রমাণ হলে তাঁকে বরখাস্ত বা চাকরিচ্যুত করতে পারে নিসান৷
ছবি: picture-alliance/AP Photo/T. Chea
ফক্সভাগেন সিইও ভিন্টারকোর্ন
ডিজেলগেট কেলেঙ্কারিতে ২০১৫ সালের মাঝামাঝি পদত্যাগ করেন জার্মান গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সভাগেনের প্রধান নির্বাহী মার্টিন ভিন্টারকোর্ন৷ পরিবেশগত পরীক্ষার সময় ডিজেল-চালিত গাড়িতে কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে দেখানোর অভিযোগ প্রমাণ হয় এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে৷ ২৭ বিলিয়ন ইউরো জরিমানা, গাড়ি ফেরত নেয়া ও ক্ষতিপূরণ দিয়ে রক্ষা পায় ফক্সভাগেন৷
ছবি: picture alliance/dpa/U. Zucchi
সিমেন্স প্রধান পিয়েরার
২০০৭ সালে সিমেন্সের চেয়ারম্যান হাইনরিখ ফন পিয়েরার দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেন৷ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী থাকার সময় এ সব দুর্নীতিতে জড়িয়েছিলেন তিনি৷ তদন্তে দেখা যায়, সিমেন্স কিছু কাল্পনিক পরামর্শকের সাথে চুক্তি করেছে, বিদেশি কাজ পেতে বিলিয়ন ইউরো ঘুসও দিয়েছে৷ পিয়েরার পরবর্তীতে প্রতিষ্ঠানটিকে ক্ষতিপূরণস্বরূপ পাঁচ মিলিয়ন ইউরো দিতে রাজি হন৷
ছবি: picture-alliance/dpa/F. Mächler
ওয়াইনস্টিন পতন
হলিউডের ক্ষমতাধর প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে নারীদের যৌন নির্যাতনের অভিযোগ ওঠে৷ হেনস্তা থেকে শুরু করে ধর্ষণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে৷ নিউ ইয়র্কে তিন নারীর দায়ের করা ছয়টি অভিযোগ অস্বীকার করেছেন ওয়াইনস্টিন৷ বর্তমানে আদালত থেকে জামিন নিয়ে মুক্ত রয়েছেন৷ ওয়াইনস্টিনের বিরুদ্ধে আসতে থাকা অভিযোগের পর থেকে বিশ্বব্যাপী শুরু হয়েছে যৌন নিপীড়ণবিরোধী #মিটু আন্দোলন৷
ছবি: picture-alliance/AP/S. Hirsch
উবার-নির্বাহী কালানিক
বিনিয়োগকারীদের চাপের মুখে ২০১৭ সালের জুলাইয়ে পদত্যাগ করেন রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক৷ প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় কালানিকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, অভিযোগ উঠেছিল বৈষম্য ও যৌন নির্যাতনের৷
ছবি: picture-alliance/dpa/B. Pedersen
5 ছবি1 | 5
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার ওই কারখানায় বেশ কিছু বিদেশি উচ্চ পদে কাজ করেন৷ দেশি-বিদেশি উভয় কর্মকর্তারাই নারী শ্রমিকদের যৌন নির্যাতন করেছেন৷ গ্লোবাল ফান্ড ফর উইমেনের তথ্যানুযায়ী, বিশ্বের ৮০ শতাংশ পোশাক প্রস্তুতকারক শ্রমিকই নারী৷
কয়েকজন নারী শ্রমিক ডব্লিউআরসির কাছে তাদের উপর যৌন নির্যাতনের বর্ণনা দিয়েছেন৷ তারা বলছেন, এই যৌন হয়রানি নিয়ে আপত্তি জানালে তাদের প্রতি বৈষম্য এবং নির্যাতন করা হয়৷ সুপারভাইজারদের পাশাপাশি অন্য পুরুষ সহকর্মীরাও তাদের শ্লীলতাহানি করেছেন৷
এই প্রতিবেদন প্রকাশের পর লেভ স্ট্রস অ্যান্ড কো, কন্ডুর ব্র্যান্ডস পাঁচটি কারখানায় যৌন হয়রানির অবসানে একটি চুক্তি স্বাক্ষর করেছে৷
লেভি স্ট্রস অ্যান্ড কো-এর সহ-সভাপতি মাইকেল কোবরি বলেছেন, ডব্লিউআরসির রিপোর্টের বিষয়ে অবহিত হওয়ার পরে তারা তাৎক্ষণিকভাবে তা নিয়ান হোসিং টেক্সটাইলকে জানিয়েছেন এবং বলেছেন, ‘‘এটি সহ্য করা হবে না''৷ এছাড়া কোম্পানিটি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে একটি সংশোধনমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করবে৷