বাংলাদেশের ত্রুটিপূর্ণ পোশাক কারখানা পরিদর্শনের প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ৷ গার্মেন্টস শ্রমিক নেতারাও মনে করেন, পরিদর্শনে কি তথ্য পাওয়া গেছে তা সবার জানা উচিত৷
বিজ্ঞাপন
এক বছর আগে বাংলাদেশের সাভারে রানা প্লাজা ধসে ১,১৩৪ জন শ্রমিক নিহত হওয়ার পর বাংলাদেশের পোশাক কারখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে৷ প্রশ্ন ওঠে এর অবকাঠামো এবং বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে৷ এরপর বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও-র উদ্যোগে বাংলাদেশের ৩,৫০০ পোশাক কারখানার ভবন, বিদ্যুৎ ও অগ্নিসহ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের উদ্যোগ নেয়া হয়৷ এর মধ্যে একই ভবনে যৌথভাবে স্থাপিত ১,৫০০ কারখানা পরিদর্শনের দায়িত্ব পড়ে বাংলাদেশ সরকারের ওপর৷
হিউম্যান রাইটস ওয়াচ, সংক্ষেপে এইচআরডাব্লিউ বলছে ‘‘গত এক বছরে ৪০টিরও কম কারখানার ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে৷ বাকি কারখানাগুলোর ব্যাপারে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না৷’’ আর বাংলাদেশ সরকার এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো তথ্যই প্রকাশ করেনি৷ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারখানা পরিদর্শকরা এরই মধ্যে ২৫০টি কারখানা পরিদর্শন করেছেন৷ কিন্তু তাঁরা কোনো প্রতিবেদনই প্রকাশ করেননি৷ উত্তর অ্যামেরিকার ক্রেতাদের একটি গ্রুপ ৬৮০টি কারখানা পরিদর্শনের কাজ করছেন৷ তারা এরই মধ্যে ২৭টি কারখানার প্রতিবেদন প্রকাশ করেছেন ছবিসহ৷ তাদের প্রতিবেদন অনুযায়ী এসব কারখানার ভবন, বিদ্যুৎ এবং অগ্নিনিরাপত্তা পুরোটাই ত্রটিপূর্ণ৷
ইউরোপীয় ইউনিয়নের ক্রেতাদের জোট ১,৫৪৫টি কারখানা পরিদর্শন শেষ করে ১০টি কারাখানার ওপর ছবিসহ প্রতিবেদন প্রকাশ করেছে৷ তা থেকে স্পষ্ট যে প্রতিটি কারখানারই ভবনসহ নিরাপত্তা ব্যবস্থা ত্রুটিপূর্ণ৷ এসব কারখানা সংস্কার করা প্রয়োজন৷
ফিল রবার্টসন তাঁর বিবৃতিতে বলেন, পরিদর্শনে যেসব ত্রুটি পাওয়া গেছে তার বিস্তারিত বাংলা এবং ইংরেজি ভাষায় ছবিসহ প্রকাশ করতে হবে৷ কারণ এ সব তথ্য জানা শ্রমিকদের অধিকার৷
বার্লিন ফ্যাশান উইক ২০১৪
আগামী হেমন্তে জার্মানরা কি পোশাক পড়বেন, তারই প্রভাব পড়েছে এবারের বার্লিন ফ্যাশান উইকে৷ সব পোশাক যে নিত্যদিনের ব্যবহার্য নয় তা বলাই বাহুল্য৷ কিন্তু পোশাকের সাধারণত্ব আর সৌন্দর্য্য আপনাকে আকর্ষণ করবে৷
ছবি: Getty Images
আভিজাত্য ও বিশুদ্ধ
বার্লিন ফ্যাশান উইকের উদ্দেশ্যই থাকে আগামী হেমন্তে বাজারে কোন পোশাক গ্রহণযোগ্যতা পাবে সেটাকে উপস্থাপন করা৷ বার্লিনের ডিজাইনার হিয়েন লি-র ট্রেন্ড হলো বেল্ট ও বোতাম ছাড়া ছিমছাম পোশাক নয়ে হাজির হয়েছেন, যা একইসাথে আভিজাত্য ও মনে পবিত্রতা এনে দেয়৷
ছবি: Timur Emek/Getty Images for IMG
সব সময়ের গ্ল্যামার
অস্ট্রিয়ান বংশোদ্ভূত ডিজাইনার লেনা হোশেকের পোশাকের ধরণটা অনেকটা হিয়েন লি-র মতোই৷ তবে তাঁর কাপড়ের নকশায় ৪০ এবং ৫০-এর দশকের স্টাইলের কথা আপনাকে মনে করিয়ে দেবে৷ অনেক লেস, ঘের দেয়া স্কার্ট এবং ফুলেল নকশার পোশাক যে কোনো বয়সের মানুষের জন্যই উপযোগী৷
ছবি: Andreas Rentz/Getty Images for IMG
সর্বকালের সেরা জিন্স
যে কোনো মেয়েরই পছন্দের পোশাকের তালিকায় আজকাল রয়েছে জিন্স৷ এই মডেলরা নিশ্চয়ই এই পোশাকে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন৷ উত্তর-পশ্চিম জার্মানির মডেল লুইসা হার্তেমাকে দেখা যাচ্ছে এখানে৷ তাঁর পরনের শার্ট আর কালো হ্যাট দেখে মনে হতে পারে যে, নিজের আলমাড়ি থেকে নিয়ে এগুলো গায়ে চড়িয়েছেন তিনি৷
ছবি: Frazer Harrison/Getty Images for Mercedes Benz
ফ্যাশান মঞ্চে ট্যাট্যু
সারা শরীরে ট্যাটু বা উল্কি আঁকা এই মডেলের নাম লেক্সি হেল৷ ডিজাইনার মার্ক স্টোনের পোশাক পড়েছেন তিনি৷ তাঁর এই ট্যাটু সেইসব মানুষদের জন্য যাঁরা ফ্যাশান উইকে এসেছেন শুধুই দেখতে, ফ্যাশানের সাথে যাঁদের কোনো সম্পর্ক নেই৷
ছবি: picture-alliance/dpa
দেখানো এবং দেখা
ফ্যাশান উইকে পোশাকের মতো দর্শকরাও বেশ গুরুত্বপূর্ণ৷ এখানে জার্মান ডিজাইনার লাবেল রিয়ানি দর্শককে নিয়ে গেছেন একেবারে আর্কটিকে৷ মডেলদের পোশাকে তাই অফ হোয়াইটের সাথে রূপালি এবং ধূসর রঙের উপস্থিতি৷
ছবি: Clemens Bilan/Getty Images for IMG
ডিজাইনারের হাসি
নিজের ডিজাইন করা পোশাক পড়ে মডেলরা যখন মঞ্চে হাঁটেন, তা যে কোনো ডিজাইনারের জন্য গর্বের৷ এখানেও সেই গর্বের হাসিই হাসছেন এক পোশাক ডিজাইনার৷
ছবি: Getty Images
ফ্যাশান উইক মানেই সুন্দরীদের ছড়াছড়ি
ফ্যাশান উইক মানেই সুন্দরী মডেলদের ছড়াছড়ি৷ মঞ্চে এসব মডেলদের উপস্থিতি কিন্তু ডিজাইনারদের পোশাককে সুন্দরভাবে উপস্থাপন করে৷
ছবি: Peter Michael Dills/Getty Images for IMG
বার্লিনের পোশাকে বাংলাদেশের রানা প্লাজা
উঠতি মডেল আর ডিজাইনারদের মিলনমেলা বার্লিন ফ্যাশন উইকে এবার বাংলাদেশের পোশাক শ্রমিকদের দুর্দশার চিত্রও ফুটে উঠেছে৷ গত বছর সেরা তরুণ ডিজাইনারের পুরস্কার জেতা ববি কোলাড এবারের বার্লিন ফ্যাশন উইকে পোশাকে ফুটিয়ে তুলেছেন রানা প্লাজা ধসের ছবি৷ যা নজর কেড়েছে সবার৷
ছবি: William Minke
ফ্যাশান শো-তে মার্সেডিজ
এবারের বার্লিন ফ্যাশান উইকের স্পন্সর মার্সেডিজ৷ এ কারণে ফ্যাশান উইক আয়োজনে এর লোগো প্রায়ই আপনার চোখে পড়বে৷ আর সেই লোগোর সাথে ছবি তুলতে ভোলেননি অনেক মডেল৷
ছবি: Ian Gavan/Getty Images for IMG
আয়োজনে ব্যয় ২৫০ কোটি ইউরো
১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে বার্লিন ফ্যাশন সপ্তাহ৷ ফ্যাশনের এই বার্ষিক উৎসবকে সফল করতে জার্মান সরকারও বেশ উদ্যোগী৷ প্রতি বছর এই ফ্যাশন সপ্তাহকে কেন্দ্র করে আয় হয় প্রায় ২৫০ কোটি ইউরো৷
ছবি: Getty Images
10 ছবি1 | 10
শ্রমিকদের জন্য নিরাপত্তা এবং কাজের পরিবেশ নিশ্চিত করতে হলে এর কোনো বিকল্প নেই৷ তিনি মনে করেন এর মাধ্যমে শ্রমিকরা যেমন লাভবান হবেন তেমনি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পও উপকৃত হবে৷
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম রনি ডয়চে ভেলেকে জানান, ‘‘আমরাও পরিদর্শন প্রতিবেদন সম্পর্কে জানতে আগ্রহী৷ আমরা চাই এটা শ্রমিকদের জন্য উন্মুক্ত করে দেয়া হোক৷ এতে শ্রমিকরা তাদের কর্মস্থলের নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন৷’’
তিনি বলেন, ‘‘কিছু কিছু মালিক পোশাক কারখানার নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন না ঘটিয়ে কারখানা বন্ধ করে দিচ্ছে৷ সরকার এবং বিজিএমইএ-র সেদিকে নজর দেয়া উচিত৷’’ শেয়ার্ড গার্মেন্টসগুলোতেই এই সমস্যা বেশি বলে জানান তিনি৷
এইচআরডাব্লিউ বলেছে, শেয়ার্ড ভবনের কারখানাগুলো সাবকন্ট্রাক্ট-এ কাজ করে এবং এই ভবনগুলো সর্বাধিক ঝুঁকির মধ্যে রয়েছে৷ সেখানকার অগ্নি এবং বিদ্যুৎ ব্যবস্থাও নাজুক৷ এ ধরণের কারখানার সংখ্যা প্রায় দেড় হাজার৷