1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কারচুপির অভিযোগ তদন্ত করছে কমিশন: মুখপাত্র

৩০ ডিসেম্বর ২০১৮

বাংলাদেশের নির্বাচন কমিশনের মুখপাত্র এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, কারচুপির অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে৷

ছবি: DW/M. M. Rahman

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘‘সারা দেশ থেকে অভিযোগ আসছে এবং সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে৷

‘‘আমরা যদি আমাদের নিজস্ব চ্যানেলে নিশ্চিত হতে পারি, তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে,’’ বলেন কমিশন মুখপাত্র৷

রবিবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে চলেছে বিকাল চারটা পর্যন্ত৷ তবে এজেন্টদের বের করে দেওয়া ও ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই বিরোধী দলের প্রায় অর্ধশত প্রার্থী ভোট বর্জন করেন৷

‘হতাশা, রাগ প্রকাশের শব্দ খুঁজে পাচ্ছি না’

01:13

This browser does not support the video element.

ভোট গ্রহণ শেষের আগে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন বিদেশি সাংবাদিকদের বলেন, ‘‘মানুষকে হত্যা করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, প্রার্থীদেরও গ্রেপ্তার করা হচ্ছে৷ এটা নজিরবিহীন, অতীতে এমনটা শোনা যায়নি, স্বপ্নেও ভাবা যায়নি৷ আমি খারাপ স্বপ্ন, এমনকি দুঃস্বপ্নেও চিন্তা করতে পারিনি যে, স্বাধীনতার ৪৭ বছর পর আমাকে বাংলাদেশে এমনটা দেখতে হবে, শুনতে হবে৷ অবিশ্বাস্য৷’’

নিজের হতাশা, রাগ, যন্ত্রণা প্রকাশের শব্দ তিনি খুঁজে পাচ্ছেন না বলেও মন্তব্য করেন তিনি৷

তবে দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘‘বাংলাদেশের গত ৪৭ বছরের ইতিহাসে, আমি বলতে পারি যে, এবারের নির্বাচন সংঘাতহীন হয়েছে৷’’

বার্তা সংস্থা রয়টার্স বলছে, নির্বাচনি সহিংসতায় বাংলাদেশে ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র সোহেল রানা৷ এর মধ্যে সাতজন শাসক দল ও পাঁচজন বিরোধী জোটের সদস্য বলেও জানান তিনি৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ