1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কারফিউ-এ বের হতে কুকুরের সঙ্গ চায় ডাচরা

২৩ জানুয়ারি ২০২১

শনিবার থেকে নেদারল্যান্ডসে দেশব্যাপী কারফিউ জারি হচ্ছে৷ ঘরবন্দি থাকার আতঙ্ক থেকে বের হতে ডাচরা কুকুরকে সঙ্গী করতে চায়৷ কারফিউ ঘোষণার পর কুকুর ভাড়া করার ওয়েবসাইটে আগ্রহীদের উপচে পড়ার ভিড় সেকথা বলছে৷

Amsterdam Einkaufsstraße Lockdown
লকডাইনে আমস্টারডাম শহরের ফাঁকা রাস্তা৷ ছবিটি গত ডিসেম্বরের৷ ছবি: Robin van Lonkhuijsen/ANP/AFP/Getty Images

দেশে জরুরি অবস্থা চলাকালীন সময়ে সবকিছু বন্ধ থাকলেও ব্যতিক্রম হিসেবে খাবার ডেলিভারি, কুরিয়ার সার্ভিস ও যাদের কুকুর বা পোষা প্রাণী রয়েছে তাদের বাইরে বেড়াতে নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে৷ এই পরিস্থিতিতে ডাচরা কুকুরকে সঙ্গী করে বাইরে বের হওয়ার এক নতুন উপায় বের করেছে৷

দেশটিতে করোনা মহামারি ঠেকাতে শনিবার রাত ৯টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত কারফিউ জারি করা হবে আর এটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশব্যাপী প্রথম কারফিউ জারি৷

যাদের পোষা প্রাণী রয়েছে এবং তাদের বাইরে নিয়ে যাওয়ার জন্য যাদের সাহায্যকারী প্রয়োজন কিংবা কুকুর বা পোষা প্রাণীকে স্বেচ্ছায় বাইরে নিয়ে যেতে আগ্রহী তাদের জন্য রয়েছে একটি ওয়েবসাইট৷ অলাভজনক এই ওয়েবসাইটের মালিক জোস ফন প্রুজিন বলেন, ‘‘অন্যের কুকুরকে বাইরে হাঁটাতে নিয়ে যেতে আগ্রহী আগে এমন অফার সপ্তাহে মাত্র ১০টি পেতাম ৷ তবে মঙ্গলবার কারফিউ পরিকল্পনা ঘোষণা করার পরে ৩০০ অফার পেয়েছি আমরা৷’’

এনএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ