1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

কারাগারে মারা গেলেন রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি

১৬ ফেব্রুয়ারি ২০২৪

কারাবন্দি অবস্থায় মারা গেছেন রাশিয়ায় বিরোধী দলের নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনি ৷ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে রুশ কর্তৃপক্ষ৷

নাভালনি
রুশ গণমাধ্যম বলছে, কারাগারে হাঁটাহাঁটির পর নাভালনি অসুস্থ বোধ করেন ও এক পর্যায়ে অজ্ঞান হয়ে যান৷ এরপর তার জ্ঞান ফেরানোর সকল চেষ্টা করা হলেও তাতে কোনো ফল আসেনি৷ছবি: Gonzalo Fuentes/REUTERS

রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, কারাগারে হাঁটাহাঁটির পর নাভালনি অসুস্থ বোধ করেন ও এক পর্যায়ে অজ্ঞান হয়ে যান৷ এরপর তার জ্ঞান ফেরানোর সকল চেষ্টা করা হলেও তাতে কোনো ফল আসেনি৷

২০২৩ সালের আগস্টে অ্যালেক্সি নাভালনিকে উগ্রপন্থায় উস্কানি, অর্থায়ন ও একটি উগ্রপন্থি সংগঠন প্রতিষ্ঠার অভিযোগে নতুন করে ১৯ বছরের জেল দেওয়া হয়েছিল৷  নাভালনিকে সাইবেরিয়ার একটি কারাগারে বন্দি রাখা হয়েছিল৷ সেখানেই তার মৃত্যু হয়েছে৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন অ্যালেক্সি নাভালনি ৷ পুটিনের প্রতিদ্বন্দ্বীও মনে করা হতো তাকে৷

নাভালনি ২০২১ সাল থেকে কারাবন্দা৷ তার মৃত্যুর বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, নাভালনির মৃত্যু কীভাবে হয়েছে তা জানার চেষ্টা করবেন চিকিৎসকেরা৷

এসএইচ/এসিবি (প্রথম আলো)

  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ