1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কারাগারে মৃত্যু হলো বন্দি লেখক মুশতাকের

২৫ ফেব্রুয়ারি ২০২১

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিচারের মুখে কারাবন্দি অবস্থায় মারা গেছেন লেখক মুশতাক আহমেদ৷ ‘সরকারবিরোধী প্রচার ও গুজব ছড়ানোর' অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে৷

Indien, Dhaka: Journalisten halten Banner und Plakate, während sie vor dem Presseclub gegen das kürzlich verabschiedete Gesetz zur digitalen Sicherheit protestieren
প্রতীকী ছবিছবি: Reuters/M. Ponir Hossain

বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সেখানকার জ্যেষ্ঠ জেল সুপার মো. গিয়াস উদ্দিন৷ ৫৩ বছর বয়সি মুশতাকের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কারা কর্মকর্তা গিয়াস বলেন, ‘‘রাত ৮টা ২০ মিনিটের দিকে হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন৷ দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন মেডিকেলে নেয়া হলে ডাক্তার মৃত বলে জানান৷''

মুশতাক আহমেদ অনলাইনে লেখালেখি করতেন৷ সম্প্রতি এসব লেখার কারণে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পড়েন৷

গেল বছর ৬ মে র‌্যাব তাকে ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে গ্রেপ্তার করে৷

পরদিন ‘সরকারবিরোধী প্রচার ও গুজব ছড়ানোর’ অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়৷

পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়, কার্টুনিস্ট কিশোর তার ‘আমি কিশোর’ নামের ফেসবুক  অ্যাকাউন্টে করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনামূলক কার্টুন-পোস্টার পোস্ট করতেন৷ আর মুশতাক তার ফেসবুক অ্যাকাউন্টে কিশোরের সেসব পোস্টের কয়েকটি শেয়ার করেন৷

র‌্যাব-৩-এর ডিএডি আবু বকর সিদ্দিকের করা এই মামলায় রাষ্ট্রচিন্তার সংগঠন দিদারুল ভূইয়া এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নানকেও গ্রেপ্তার করা হয়েছিল৷ পরে এ দুজন জামিনে মুক্তি পান৷

তবে মুশতাক ও কিশোরের পক্ষে বেশ কয়েকবার জামিনের আবেদন করা হলেও তা আদালতে নামঞ্জুর হয়৷

মুশতাককে গ্রেপ্তারের পর পাঠানো হয়েছিল ঢাকার কেন্দ্রীয় কারাগারে; সেখানে থেকে ওই বছরের ২৪ আগস্ট তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়৷ সেখানেই তার মৃত্যু হলো৷

জেডএ/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ