1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কারাগার থেকে ম্যাকাফির মৃতদেহ উদ্ধার

২৪ জুন ২০২১

তথ্যপ্রযুক্তি বিষয়ক নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফির প্রতিষ্ঠাতা জন ম্যাকাফি মারা গেছেন৷ বার্সেলোনার কারাগার থেকে বুধবার তার মৃতদেহ উদ্ধার করা হয়৷ তার আইনজীবী ও স্পেনের গণমাধ্যমের আশঙ্কা তিনি আত্মহত্যা করেছেন৷ তদন্ত চলছে৷

জন ম্যাকাফি
জন ম্যাকাফিছবি: LiPo Ching/Bay Area News Group/MCT/abaca/picture alliance

৭৫ বছর বয়সি ম্যাকাফি ২০২০ সাল থেকে বার্সেলোনার ওই জেলে ছিলেন৷ যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে কাতালান রাজধানী শহরের এল প্রাত বিমানবন্দর থেকে সে বছরের অক্টোবরে তাকে গ্রেপ্তার করে বার্সেলোনা থেকে ৩০ কিলোমিটার দূরের কারাগারটির ব্রায়ান্স টু প্রিজন সেলে রাখা হয়৷ যুক্তরাষ্ট্র সরকার ম্যাকাফিকে ফিরিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছিল৷ বুধবার স্পেনের একটি আদালত প্রত্যর্পণের অনুমতি দেয়৷ ম্যাকাফি এ কারণে আত্মহননের পথ বেছে নিয়ে থাকতে পারেন বলে তার আইনজীবীর আশঙ্কা৷

‘অ্যান্টিভাইরাস গুরু’ হিসেবে পরিচিত ম্যাকাফির জীবনে বিতর্ক ফিরে ফিরে এসেছে বারবার৷ ২০১২ সালে বেলিজে এক প্রতিবেশীকে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে৷ গ্রেপ্তার এড়াতে তখন লুকিয়ে দেশ ছাড়লেও ২০১৬ সালে আবার যুক্তরাষ্ট্রে ফিরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য প্রচার শুরু করেন৷ আয়কর ফাঁকি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে মামলা হলে আবার তিনি দেশ ছাড়েন৷

এসিবি/ কেএম (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ