1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পালিয়ে আবারও আটক কুখ্যাত খুনি

২১ অক্টোবর ২০২০

ডেনমার্কের অন্যতম কুখ্যাত খুনি পেটার ম্যাডসেন কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর আবারও সে পুলিশের হাতে ধরা পড়ে৷ ম্যাডসেনের নিজের তৈরি একটি সাবমেরিনে সুইডিশ সাংবাদিককে খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিল৷

কারাগার থেকে পালানোর পর পুলিশের নজরদারিতে পেটার ম্যাডসেনছবি: Nils Meilvang/Ritzau Scanpix/AP Images/picture-alliance

সুইডিশ সাংবাদিক কিম ওয়ালের খুনি পেটার ম্যাডসেন মঙ্গলবার কারাগার থেকে বেরিয়ে যাওয়ার পর পুলিশ খুব দ্রুত খুনিকে আবার ধরতে সক্ষম হয়েছে৷

পেশাদার উদ্ভাবক পেটার ম্যাডসেন কারাগার থেকে কিভাবে পালিয়ে যেতে সক্ষম হলেন সে সম্পর্কে কারা কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি৷ তবে কারাগারটি পুরোপুরি বদ্ধ এবং পরীক্ষার মাধ্যমে নিরাপত্তা পদ্ধতি নিশ্চিত করা হয় বলে জানিয়েছে৷

২০১৮ সালে সাংবাদিক ওয়ালের খুনের দায়ে ম্যাডসেনের যাবজ্জীবন কারাদণ্ড হয়৷ ২০১৭ সালে সাংবাদিক কিম ওয়াল তার একটি স্টোরির কাজে সাক্ষাতকার নিতে ম্যাডসেনের সাবমেরিনে অবস্থান করছিলেন৷

ম্যাডসেনের সাবমেরিনছবি: Reuters/P. Thompsen

১১ দিন পরে সৈকতে একজন পথচারী কিম ওয়ালের মস্তিষ্কবিহীন শরীরের ওপরের অংশ দেখতে পায় এবং ডুবুরিরা সৈকতের কাছাকাছি কিমের শরীরের অন্যান্য অংশও খুঁজে পায়৷ যদিও ম্যাডসেন সাংবাদিক কিমের মৃত্যুকে প্রাথমিকভাবে একটি দুর্ঘটনা বলেছিলেন৷ কিন্তু আদালত তার দাবি প্রত্যাখান করে সাংবাদিক কিমকে খুনের দায়ে ম্যাডসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়৷

শেষ পর্যন্ত ম্যাডসেন এক সাংবাদিকের কাছে স্বীকার করেছেন যে, নিউইয়র্ক টাইমস এবং গার্ডিয়ানের মতো সংবাদপত্রের রিপোর্টার এবং উঁচুমানের সাংবাদিক কিম ওয়ালকে তিনিই খুন করেছেন৷

এনএস/কেএম (এএফপি, এপি)

২০১৫ সালের জুলাইয়ের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ