কারা পেতে পারে বার্লিন চলচ্চিত্র পুরস্কার
১৮ ফেব্রুয়ারি ২০১১ঐ তিনটি ছবির মধ্যে ইরানের ‘‘নাদের এ্যান্ড সিমিন:এ সেপারেশন'' এবার গোল্ডেন বিয়ার ছিনিয়ে নিতে পারে বলে মনে করা হচ্ছে৷ ২০১১ সালের বার্লিন চলচ্চিত্র উৎসবে হতে পারে এটিই পেতে পারে সেরা ছবির সম্মান৷ সাদা-কালোতে চিত্রায়িত হাঙ্গেরির ‘‘দ্য টুরিন হর্স''এবং জার্মান নগর গেরিলা সংগঠন রেড আর্মি ফ্যাকশনের জন্ম নিয়ে ‘‘ইফ নট আস, হু'', এই দুটি ছবিরই এবারকার বার্লিন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হবার সবচেয়ে বেশি সম্ভবনা রয়েছে৷
ইরানের সামাজিক বিভক্তি এবং ধর্মীয় ঐতিহ্যের সূক্ষ্ম বিশ্লেষণ স্থান পেয়েছে ছবিটিতে৷ শনিবার দশদিন ব্যাপী বার্লিন চলচ্চিত্র উৎসবের পুরস্কার বিতরণ করা হবে৷ উৎসবের শুরুতেই ইরানের পরিচালক জাফর পানাহিকে বার্লিনে আসার এবং জুরি হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেবার আহ্বান জানানো হয় ইরানের প্রতি৷
২০০৯ সালে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে প্ররোচনা দেওয়া এবং বিনা অনুমতিতে ঐ বিক্ষোভ নিয়ে ছবি তৈরি করার অভিযোগে পানাহিকে ছয় বছরের কারাদন্ড দেওয়া হয়েছে এবং ছবি তৈরি নিষিদ্ধ করা ছাড়াও, কুড়ি বছরের জন্যে ইরানের বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে৷ বার্লিন চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সংবাদ সম্মেলনে জুরি বোর্ডের প্রধান ইসাবেলা রোসেলিনির পাশে একটি খালি চেয়ার রেখে পানাহির অনুপস্থিতি নির্দেশ করা হয়৷
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক