1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কার্টুনের মাধ্যমে সংবাদ হল নিউজকাস্টিং’এর ভবিষ্যৎ!

১৪ ফেব্রুয়ারি ২০১১

বিখ্যাত গলফ খেলোয়াড় টাইগার উডসকে তাঁর স্ত্রী লাঠি হাতে তাড়া করছেন৷ বিষয়টা সত্যি না হলেও অ্যানিমেশনের মাধ্যমে এমনটাই দেখা গেছে ইন্টারনেটে৷

ছবি: Fotolia

২০০৯ সালের কথা এটি৷ সেসময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ভিডিও ক্লিপটি৷ কারণ যখন ক্লিপটি ইন্টারনেটে ছাড়া হয় তার কিছুদিন আগে টাইগার উডস গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন৷

পরনারীর সঙ্গে সম্পর্ক থাকার কথা ফাঁস হয়ে যাওয়ায় স্ত্রীর সঙ্গে উডসের বনিবনা হচ্ছিল না৷ তাই বিষাদগ্রস্ত মন নিয়ে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েন তিনি৷ কিন্তু স্ত্রীর সঙ্গে আসলে কী হয়েছিল সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে ভিডিও ক্লিপটিতে৷

এই ঘটনায় উৎসাহিত হন জিমি লাই৷ হংকং এর মিডিয়া মোগল বলা হয় তাঁকে৷ লাই-এর ‘নেক্সট মিডিয়া' গ্রুপের ‘অ্যাপল ডেইলি' সংবাদপত্রটি হং কং-এ বেশ জনপ্রিয়৷

নেক্সট মিডিয়া গ্রুপ থেকে এখন প্রতিদিন গড়ে ৬০টির মত ভিডিও ক্লিপ তৈরি করা হয়৷ সেগুলো www.nma.tv নামক ওয়েবসাইটে দেখা যায়৷ বিভিন্ন চলতি ঘটনা নিয়েই তৈরি হয় এসব ক্লিপ৷ জানা গেছে, প্রতিদিন প্রায় ৫০ লক্ষ ‘হিট' পায় ওয়েবসাইট টি!

তাই লাই মনে করেন ‘কার্টুন নিউজ' মানে কার্টুনের মাধ্যমে দেখানো সংবাদই ভবিষ্যতে জনপ্রিয় হয়ে উঠবে৷

তিনি বলেন কার্টুন নিউজের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, কম সময়ে ক্লিপ বানানো৷ লাই বলেন বর্তমানে তারা মাত্র দুই ঘন্টায় এক মিনিটের একটি ক্লিপ তৈরি করতে পারেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ