বার্টেক এল্সনার বার্লিনের একজন গ্রাফিক ডিজাইনার৷ তিন বছর আগে বাদামি কার্ডবোর্ড বাক্সের দিকে বাড়তি নজর দিতে শুরু করেন তিনি৷ বার্টেক বলেন, ‘‘একটা পর্যায়ে গ্রাফিক ডিজাইনে আবারো বাস্তব দুনিয়ায় ফিরে আসার প্রবণতা শুরু হয়৷ যার অর্থ হচ্ছে, ফটোশপে তৈরির চেয়ে বাস্তবে বিভিন্ন উপকরণ দিয়ে ডিজাইন করা৷ তবে আমি কেন কার্ডবোর্ড দিয়ে সেটা শুরু করলাম, ঠিক জানি না৷ সম্ভবত তখন বাসায় অন্য কোনো কাগজ ছিল না৷''
এই শিল্পী তাঁর নিজের বাড়ি সাজাতেও বেছে নিয়েছেন কার্ডবোর্ডে তৈরি বিভিন্ন বস্তু৷ তাঁর একটি কার্ডবোর্ড করাত রয়েছে, রয়েছে কার্ডবোর্ড মেশিনগ্যান, এমনকি আছে কার্ডবোর্ড ফুলদানিও৷
প্রতি বছরের মতো এবারও জার্মানির কোলন শহরে বসেছে ইন্টারনাৎসোনালে ম্যোবেল মেসে (আইএমএম) বা আন্তর্জাতিক ফার্নিচার মেলা৷ ছবিঘরে দেখে নিন এই মেলায় প্রদর্শিত কিছু অভিনব ডিজাইন৷
ছবি: DW/B. Görtzদূরের কোনো দেশের কথা মনে করিয়ে দেয়া, কোনো ইচ্ছে পূরণের প্রতীক, কোনো স্বপ্ন, কোনো সংস্কৃতিকে তুলে ধরে – এমন তাঁবুতে বাস করা মন্দ কী! আলেকসান্ডার সাইফ্রাইড অসম্ভব সুন্দর এই ‘কারগাহ তাঁবু’ তৈরি করেছেন উত্তর আফগানিস্তানের এক ধরণের ঘরের আদলে৷ জার্মান কোম্পানি রিচার্ড লাম্প্যার্টের জন্য নির্মাণ করা এই অভিনব ঘরটির পেছনের ভাবনাটা হলো, যেখানে তাঁবু ফেলা যায়, সেখানেই বাস করতে পারেন আপনি৷
ছবি: DW/B. Görtzজেন ভরথিংটন ডাচ নির্মাণ প্রতিষ্ঠান লেওলুক্সের জন্য তৈরি করেছেন সোফার মতো এই দোলনাটি৷ তাঁর এই ডিজাইন কোলনের আন্তর্জাতিক ফার্নিচার মেলায় ‘ইন্টেরিয়র ইনোভেশন’ অ্যাওয়ার্ড জিতেছে৷ মেলায় পুরো জানুয়ারি মাস জেনের এই স্বপ্নের ঘোর লাগানো সোফা প্রদর্শিত হবে৷
ছবি: DW/B. Görtzএমন চেয়ারের আদি ডিজাইনার চার্লস এমেস এবং তাঁর স্ত্রী রে৷ ডিজাইন কবে করা হয়েছিল ৬০ বছরেরও বেশি আগে! পরবর্তীতে অন্য ডিজাইনাররা নিজেদের কল্পনার তুলির আঁচড়ে চার্লস আর রে দম্পতির সৃষ্টিকে নতুন জীবন দিয়েছেন বহুবার৷ তার দিয়ে তৈরি ছবির এই চেয়ারগুলোও চার্লস-রে দম্পতির কাজ থেকে প্রেরণা নিয়েই করা৷ ফার্নিচার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিত্রা-র জন্য দেখতে সহজ অথচ চমৎকার ডিজাইনটি করেছেন ডিটার থীল৷
ছবি: DW/B. Görtzমেলার গত আসরে তাঁরা ছিলেন না৷ সবাই খুব মিস করেছেন তাঁদের৷ তবে এবার স্ক্যান্ডিনেভিয়ান ডিজাইন নিয়ে পূর্ণ মহিমায় ফিরে এসেছেন গুবি, মুটো, নরমান কোপেনহাগেনের মতো অনেকে৷ ওসব দেশের ফার্নিচারের বিশেষ একটা বিশেষত্ত হলো, সাধারণভাবে খুব সুন্দর আসবাবগুলো ছোট কোনো ঘরেও ব্যবহার করা যায়৷ এই সোফাগুলোই দেখুন, কাঠ আর অন্য কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা সোফাগুলোকে আকারে একেবারেই বড় বলা যাবে না৷
ছবি: DW/B. Görtzঘটনাক্রমে এই আসবাবপত্রের ডিজাইনারও ডেনিশ এবং এটিও খুব পুরোনো৷ ডিজাইনারের নাম ভ্যার্নার পান্টন৷ গত প্রায় ৫০ বছর ধরে কোলন আন্তর্জাতিক ফার্নিচার মেলায় বেশ নাম করেছেন তিনি৷ তাঁর ডিজাইন করা ‘ফান’ বা ‘মজা’ নামের ল্যাম্পটি আজও ‘বেস্ট সেলার’৷
ছবি: DW/B. Görtzলতানো গাছের আদলে বাতি৷ সবুজ লতা-পাতার পাশে সাদা ফুল, ফল হয়ে জ্বলন্ত এই বাতি এবারের আন্তর্জাতিক ফার্নিচার মেলার আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে৷ আলোর সঙ্গে ক্যানাডিয়ান নির্মাণ প্রতিষ্ঠান বোচির নামও ছড়িয়ে পড়েছে সর্বত্র৷
ছবি: DW/B. Görtzইটালিয়ান ডিজাইনার কাপো ডি’অপেরার ডিজাইন করা এই বিছানা দেখলে কি মনে হয়, প্রচুর টাকা খরচ করে চোখধাঁধানো কোনো শয্যা তৈরির কোনো মানে আছে? কাপো আসলে বুনো পরিবেশের ছিমছাম একটা শয্যাও যে মুগ্ধ করতে পারে, তা-ই দেখাতে চেয়েছেন৷ বিছানার চাদর এলোমেলো৷ দেখে মনে হয় এই বুঝি কেউ কয়েক মুহূর্তের জন্য বিছানা ছেড়ে গেলেন, এক্ষুনি আবার ফিরে আসবেন৷
ছবি: DW/B. Görtzসার্বিয়ার ডিজাইনাররা এলইডি প্রযুক্তিকে আরেকটু এগিয়ে নিয়ে এমন এক লাইট তৈরি করেছেন যার অভাব মেটাতে গেলে হয়ত একই ঘরে অনেকগুলো লাইট ব্যবহার করতে হবে৷ এই বাতির উৎস একটাই৷ এক জায়গা থেকেই বেরিয়েছে অনেকগুলো বাতি৷ দামও কিন্তু অনেক৷ ৫০ হাজার ইউরো!
ছবি: DW/B. Görtzএবারও মেলায় এক তরুণ ডিজাইনারকে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ তাঁর কাজ ছিল একটি পূর্ণাঙ্গ ঘরের ইন্টেরিয়র ডিজাইন করে দেখানো৷ ডেনিশ-ইংলিশ ডিজাইনার লুইস ক্যাম্পবেল দারুণ কাজ দেখিয়েছেন৷ আইডিয়াটা চমৎকার৷ একটই বিশাল ঘর৷ এক ঘরেই শোবার ঘর, খাবার ঘর, রান্নাঘর – সব৷ একেক ঘরের ডিজাইন এমনভাবে করা যাতে একই ঘর অন্য ঘরের মতোও ব্যবহার করা যায়৷ এই রান্নাঘরটাই দেখুন৷ দেখে কেমন ওয়ার্কশপ ওয়ার্কশপ মনে হয় না!
ছবি: DW/B. Görtz তবে তিনি এগুলো তৈরি করেন অন্য জায়গায়৷....শিল্পীদের কারখানায়৷ সেখানে তিনি আঁকাআঁকি করেন এবং প্রয়োজনমত কার্ডবোর্ড কেটে বিভিন্ন ডিজাইন তৈরি করেন৷ তাঁর এসব কাজের বিশেষ চাহিদাও রয়েছে৷ শুধু শিল্পপ্রেমীরাই নয়, আরো অনেকে এগুলো পছন্দ করেন৷
গ্রাফিক ডিজাইনার বার্টেক এল্সনার এই বিষয়ে বলেন, ‘‘আমার প্রথম খদ্দের ছিলেন একজন গাড়ি নির্মাতা৷ আমরা তাঁর জন্য বিশাল সাইজের কার্ডবোর্ড স্পিকার তৈরি করেছিলাম, যা একটি মিনি গাড়ির চারপাশে জোড়া হয়েছিল৷ এরপর গাড়িটি অনেক জোরে মিউজিক বাজিয়ে জুরিখের রাস্তায় ঘুরেছিল৷ সেটা ছিল আন্তর্জাতিক রেডিও উৎসবের প্রচারণার অংশ৷''
এরপর কার্ডবোর্ডের ফায়ার প্লেস তৈরির অর্ডার পান তিনি৷ একটি কমিউনিকেশন ফার্মের জন্য স্লট মেশিনও তৈরি করেন এল্সনার৷ এরকম ডিজাইন পেতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে তাঁর সঙ্গে যোগাযোগ করছেন৷