1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কার্ডবোর্ড দিয়ে তৈরি করা যায় সবকিছু!

আনা ফাইস্ট/এআই১৫ ফেব্রুয়ারি ২০১৪

কার্ডবোর্ড দিয়ে কখনো কিছু গড়ার কথা কি ভেবেছেন? বার্লিনের এক শিল্পী কিন্তু বিভিন্ন ডিজাইন তৈরি করে চমকে দিচ্ছেন সবাইকে৷ করাত থেকে শুরু করে ক্যামেরা – সবকিছুই তিনি বানাচ্ছেন বাদামি রংয়ের মোটা কাগজ দিয়েছে৷

কার্ডবোর্ডের তৈরি সাইকেলছবি: Cardboardtech

বার্টেক এল্সনার বার্লিনের একজন গ্রাফিক ডিজাইনার৷ তিন বছর আগে বাদামি কার্ডবোর্ড বাক্সের দিকে বাড়তি নজর দিতে শুরু করেন তিনি৷ বার্টেক বলেন, ‘‘একটা পর্যায়ে গ্রাফিক ডিজাইনে আবারো বাস্তব দুনিয়ায় ফিরে আসার প্রবণতা শুরু হয়৷ যার অর্থ হচ্ছে, ফটোশপে তৈরির চেয়ে বাস্তবে বিভিন্ন উপকরণ দিয়ে ডিজাইন করা৷ তবে আমি কেন কার্ডবোর্ড দিয়ে সেটা শুরু করলাম, ঠিক জানি না৷ সম্ভবত তখন বাসায় অন্য কোনো কাগজ ছিল না৷''

এই শিল্পী তাঁর নিজের বাড়ি সাজাতেও বেছে নিয়েছেন কার্ডবোর্ডে তৈরি বিভিন্ন বস্তু৷ তাঁর একটি কার্ডবোর্ড করাত রয়েছে, রয়েছে কার্ডবোর্ড মেশিনগ্যান, এমনকি আছে কার্ডবোর্ড ফুলদানিও৷

তবে তিনি এগুলো তৈরি করেন অন্য জায়গায়৷....শিল্পীদের কারখানায়৷ সেখানে তিনি আঁকাআঁকি করেন এবং প্রয়োজনমত কার্ডবোর্ড কেটে বিভিন্ন ডিজাইন তৈরি করেন৷ তাঁর এসব কাজের বিশেষ চাহিদাও রয়েছে৷ শুধু শিল্পপ্রেমীরাই নয়, আরো অনেকে এগুলো পছন্দ করেন৷

গ্রাফিক ডিজাইনার বার্টেক এল্সনার এই বিষয়ে বলেন, ‘‘আমার প্রথম খদ্দের ছিলেন একজন গাড়ি নির্মাতা৷ আমরা তাঁর জন্য বিশাল সাইজের কার্ডবোর্ড স্পিকার তৈরি করেছিলাম, যা একটি মিনি গাড়ির চারপাশে জোড়া হয়েছিল৷ এরপর গাড়িটি অনেক জোরে মিউজিক বাজিয়ে জুরিখের রাস্তায় ঘুরেছিল৷ সেটা ছিল আন্তর্জাতিক রেডিও উৎসবের প্রচারণার অংশ৷''

এরপর কার্ডবোর্ডের ফায়ার প্লেস তৈরির অর্ডার পান তিনি৷ একটি কমিউনিকেশন ফার্মের জন্য স্লট মেশিনও তৈরি করেন এল্সনার৷ এরকম ডিজাইন পেতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে তাঁর সঙ্গে যোগাযোগ করছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ