1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিন্নধরনের সাইকেল

টিনা ক্রেমার / জেডএইচ২১ সেপ্টেম্বর ২০১৩

নিমরোদ এলমিশ যখন তাঁর আকাশি নীল রংয়ের সাইকেলটি নিয়ে তেল আভিভের পুরনো বন্দর এলাকায় ঘোরাঘুরি করেন, তখন আশেপাশের লোকজন অবাক হয়ে তাঁর দিকে তাকিয়ে থাকেন৷ কারণ সাইকেলটা দেখতে-শুনতে বেশ অন্যরকম৷

Bildbeschreibung: Israeli developed a bike made oui of card board.
ছবি: Cardboardtech

এক মহিলার প্রশ্নের উত্তরে এলমিশ জানান যে, সাইকেলটা আসলে কার্ডবোর্ড, প্লাস্টিক আর রাবার দিয়ে তৈরি – যার সবগুলোই রিসাইকল করা৷ তিনি ইসরায়েলের কার্ডবোর্ড টেকনোলজিস কোম্পানির প্রধান নির্বাহী৷ এলমিশ বলেন, ‘‘আমাদের আইডিয়াটা হচ্ছে ময়লা-আবর্জনা থেকে কার্ডবোর্ড, প্লাস্টিক বোতল ও রাবার সংগ্রহ করা এবং সেগুলো দিয়ে কোনো কিছু বানানো৷ কেননা আবর্জনা মানুষের কোনো কাজে লাগে না৷ আমরা প্রথমেই সাইকেল তৈরি করেছি৷ কারণ এটা অত্যন্ত কঠিন৷''

এভাবেই কার্ডবোর্ড টেকনোলজিস কোম্পানি সাইকেলের বাজারে একটা পরিবর্তন আনতে চায়৷ বিশেষ করে উন্নয়নশীল বিশ্বে, কারণ উপকরণের খরচ মাত্র ৮ ইউরো বা ৮০০ টাকার মতো৷

কার্ডবোর্ড দিয়ে অবকাঠামো তৈরি হয়৷ আর চাকাতে ব্যবহৃত হয় পুরনো টায়ার৷ এছাড়া বেয়ারিং তৈরি হয় প্লাস্টিক বোতল দিয়ে৷ এরপর এমনভাবে রং লাগানো হয় যেন পানি বা আগুন সাইকেলের ক্ষতি করতে না পারে৷

এলমিশ বলেন, ‘‘মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমরা বিভিন্ন নীতি অনুসরণ করবো৷ পশ্চিমা বিশ্বে আমরা সাইকেলটা বিক্রি করবো, যেন তৃতীয় বিশ্বের দেশগুলোতে সেটা বিনামূল্যে দিতে পারি৷ সমাজের জন্য এটাই আমাদের কোম্পানির স্বপ্ন৷''

সাইকেলটি এখনো পরীক্ষামূলক স্তরে রয়েছে৷ সেটি দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত কিনা, সাইকেলে একবার বসলে সেই সন্দেহ দূর হয়ে যাবে৷ এর অনুরাগীরা শুধু তেল আভিভ-এই সীমাবদ্ধ নেই৷ দাম রাখা হচ্ছে ৮০ ইউরো বা আট হাজার টাকা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ