কার্ডিফে আগের রাতে বৃষ্টি হয়েছে, সকালে দেখা গেছে মেঘ-রোদের লুকোচুরি খেলা, সঙ্গে ছিল তীব্র বাতাস৷ এমন পরিস্থিতিতে টসে জিতলে যে -কোনো দলই বোলিং বেছে নিতো৷ মাশরাফিও তাই করেছেন৷
বিজ্ঞাপন
কিন্তু বোলাররা কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে পারেননি৷ ফলে কার্ডিফে ১০৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল৷ আর এই হারের পেছনে দায়ী করা হচ্ছে টাইগারদের দুর্বল বোলিং এবং ফিল্ডিংকে৷ শুরুতে ব্যাট করে ইংলিশরা ৩৮৬ রানের যে পাহাড় গড়েছিল, তা ব্যাটসম্যানদের পক্ষে টপকানো ছিল কার্যত অসম্ভব৷ তা সত্ত্বেও সাকিব-মুশফিকের বড় জুটি এবং সাকিবের সেঞ্চুরি খানিকটা আশা জাগিয়েছিল৷ কিন্তু ইংলিশদের নিয়ন্ত্রিত বোলিং দ্রুতই সেই আশা মিইয়ে দিয়েছে৷
ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে জেসন রয় ১৫৩, জস বাটলার ৬৪ ও জনি বেয়ারস্টো ৫১ রান করেছেন৷ সাইফুদ্দিন ও মিরাজ দু’টি করে উইকেট নিয়েছেন৷
শনিবার সকালে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি৷ কারণ হিসেবে বলেন যে, গেল দু’দিন উইকেট ছিল ঢাকা৷ তাই বোলাররা প্রথম ঘন্টায় সুবিধা পাবেন৷
ম্যুভমেন্টের সুবিধা পেতে তাই দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তিটির হাতেই বল তুলে দেন তিনি৷ সাকিব আল হাসানও প্রথম ওভারে মাত্র এক রান দিয়ে অধিনায়কের আস্থার জবাব দিলেন৷
বিশ্বকাপের অধিনায়কেরা কে কেমন?
দশটি দেশ নিয়ে ইংল্যান্ডে শুরু হয়েছে ক্রিকেটের বিশ্বকাপ৷ ছবিঘরে দশ অধিনায়কের সাফল্য-ব্যর্থতার তথ্য তুলে ধরা হলো৷
ছবি: AFP/Getty Images/Yui Mok
গুলবাদিন নাইব, আফগানিস্তান
মাত্রই এপ্রিলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন৷ ইতিমধ্যে পাঁচটি ওডিআইতে দলের নেতৃত্ব দিয়েছেন৷ জিতেছেন দুটিতে৷ এছাড়া পাকিস্তানের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচেও জয় পেয়েছে তাঁর দল৷ নাইবের ব্যক্তিগত রেকর্ড: ৫৯ ম্যাচে ৮৯৩ রান, উইকেট পেয়েছেন ৫২টি৷
ছবি: Getty Images/AFP/I.S. Kodikara
অ্যারন ফিঞ্চ, অস্ট্রেলিয়া
গতবছরের অক্টোবরে অসিদের নেতৃত্ব পান তিনি৷ এখন পর্যন্ত ২৫টি ম্যাচে অধিনায়কত্ব করে ১৬টিতে জয় পেয়েছেন৷ ১৬ জয়ের ১৫টি এসেছে এ বছর৷ অধিনায়ক হওয়ার পর ব্যাট হাতে শুরুতে রান খরায় ভুগছিলেন তিনি৷ তবে এখন তিনি দুর্দান্ত ফর্মে৷
ছবি: Getty Images/AFP/S. Khan
মাশরাফি বিন মোর্তজা, বাংলাদেশ
২০১৫ বিশ্বকাপে বাংলাদেশকে প্রথমবারের মতো নকআউট পর্বে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন ম্যাশ৷ ইংল্যান্ডের বিপক্ষে উত্তেজনাকর এক ম্যাচে ১৫ রানের জয় সেটি সম্ভব করেছিল৷ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগ পর্যন্ত টাইগারদের ৮৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪৬টিতে জয় ছিনিয়ে এনেছেন৷
ছবি: picture-alliance/A. Boyers
ইওয়িন মরগ্যান, ইংল্যান্ড
২০১৪ সালের ১৯ ডিসেম্বর অধিনায়কত্ব পান মরগ্যান৷ ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে নকআউট পর্বে যেতে পারেনি তাঁর দল৷ তবে এবারের বিশ্বকাপে অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে ইংল্যান্ড৷ আইসিসির ব়্যাংকিংয়েও এক নম্বর দল তারা৷ বলা হচ্ছে, বিশ্বকাপ ইতিহাসে এটি সবচেয়ে শক্তিশালী ইংল্যান্ড দল৷ মরগ্যানের নেতৃত্বে বিশ্বকাপে প্রথম চারম্যাচসহ ৯৬ ম্যাচের ৬১টিতে জিতেছে ইংলিশরা৷
ছবি: Getty Images/D. Mullan
বিরাট কোহলি, ভারত
ইংল্যান্ডের মতো ভারতও শিরোপার অন্যতম দাবিদার৷ এবারের বিশ্বকাপ শুরুর আগেক কোহলির নেতৃত্বে তাদের জয়ের শতকরা হারও (৭২.৪৬) ছিল দারুণ৷ পাকিস্তানের বিপক্ষের ম্যাচ শেশে মোট ৫৩ জয়৷ কোহলির নেতৃত্বেই ভারত ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছিল৷ তবে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল তারা৷এবারের বিশ্বকাপের প্রথম পর্বে পাকিস্তানকে হারিয়েছে তাঁর দল৷
ছবি: Reuters/AAP/M. Dadswell
কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ড
২০১৫ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা নিউজিল্যান্ড দলে ছিলেন তিনি৷ সেই সময় দলের নেতৃত্বে ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম৷ পরবর্তীতে ২০১৬ সালে কিউইদের অধিনায়ক হন দুর্দান্ত ব্যাটসম্যান উইলিয়ামসন৷ বিশ্বকাপ শুরুর আগে শান্ত বুদ্ধির উইলিয়ামসনের অধিনায়ক হিসেবে জয়ের হার ছিল ৫৩.৯৬ শতাংশ৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
সরফরাজ আহমেদ, পাকিস্তান
তাঁর নেতৃত্বেই ২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল পাকিস্তান৷ বিশ্বকাপে ভারতের বিপক্ষের ম্যাচ পর্যন্ত অধিনায়ক হিসেবে ৪৬ ম্যাচের ২৩টিতে জিতেছে পাকিস্তান৷
ছবি: Getty Images/AFP/R. Tabassum
ফাফ ডু প্লেসিস, দক্ষিণ আফ্রিকা
এবারের বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত সব অধিনায়কের মধ্যে তাঁর রেকর্ড ছিল সবচেয়ে ভালো৷ ৩৩টি ওডিআই-এর মধ্যে মাত্র আটটিতে হারায় (জয়ের হার ছিল ৭৫.৭৫ শতাংশ৷ ২০১৮ সালের শুরু থেকে খেলা ছয়টি দ্বিপাক্ষিক সিরিজের পাঁচটিই জিতেছে ডু প্লেসিসের দল৷
ছবি: AFP/Getty Images/D. Sarkar
দিমুথ করুনারত্নে, শ্রীলঙ্কা
বিশ্বকাপে শ্রীলঙ্কার পাঁচ ম্যাচ পর্যন্ত মাত্র আটটি ওডিআই-তে নেতৃত্ব দিয়েছেন৷ জিতেছেন তিনটি ম্যাচ৷ তবে চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে প্রথমবারের মতো ঐ দেশে ২-০তে টেস্ট সিরিজ জেতে শ্রীলঙ্কা৷
ছবি: Getty Images/D. Mullan
জেসন হোল্ডার, ওয়েস্ট ইন্ডিজ
এবারের বিশ্বকাপে সর্বকনিষ্ঠ অধিনায়ক তিনি৷ গত বিশ্বকাপে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন৷ ২০১৪ সাল থেকে দ্বিপক্ষীয় কোনো সিরিজ জিততে না পারলেও গত ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ড্র করে করে ওয়েস্ট ইন্ডিজ৷
ছবি: Reuters/A. Phelps
10 ছবি1 | 10
পরের ওভারে মাশরাফি নিজেই এলেন৷ তিনিও করলেন মোটামুটি একটি ওভার৷ কিন্তু যতই সময় গড়াতে লাগল, দুই ইংলিশ ওপেনিং ব্যাটসম্যান জেসন রয় ও জনি বেয়ারস্টো মারমুখি হতে লাগলেন৷ বিশেষ করে রয় কাউকেই ছেড়ে কথা বললেন না৷ আর ফ্ল্যাট উইকেটটিও শুনছিল না বোলারদের কথা৷
১৫ ওভারেই স্বাগতিক দেশটির সংগ্রহ শতরান পেরোয়৷ দলীয় সংগ্রহ ১২৮ রানের মাথায় এই জুটি ভাঙ্গেন মাশরাফি৷ সাজঘরে ফেরান বেয়ারস্টোকে ব্যক্তিগত ৫১ রানে৷ কিন্তু তাতে রানের চাকা থামেনি আয়োজকদের৷ ৯২ বলে ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেন রয়৷ ৫টি ছয় ও ১৪টি চারে সাজানো ১২১ বলে ১৫৩ রানের ইনিংসটি থামে মিরাজের বলে৷ সে ওভারের প্রথম তিনটি বলে তিনটি ছয় মেরে চতুর্থ বলে ক্যাচ দেন রয়৷
এরপর শুরু হয় জস বাটলারের ঝড়৷ ৪৪ বলে ৬৪ রান করে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন তিনি৷ বোলার ছিলেন সাইফুদ্দিন৷ এই ডানহাতি পেসার এর আগে জো রুটকেও ফিরিয়েছেন৷
উইকেট ব্যাটসম্যানদের পক্ষে থাকায় লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে ইংলিশরা এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের গতি সচল রাখেন৷ শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩৮৬ রানের বিরাট সংগ্রহ দাঁড় করান তারা৷
শুধু এই বিশ্বকাপই নয়, ইংলিশদের জন্য এটি যে কোনো বিশ্বকাপেই সবচেয়ে বড় ইনিংস৷ এছাড়া টানা সাত ওয়ানডেতে তিনশ’র ওপরে রান করে বিশ্বরেকর্ডই করে ফেলেছে তারা৷