1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে কার্নিভাল

ক্লাউস ডয়সে/এসবি৭ ফেব্রুয়ারি ২০১৩

বন, কোলোন, ড্যুসেলডর্ফ মেতে উঠেছে কার্নিভাল উৎসবে৷ চারিদিকে রঙবেরঙের সাজগোজে সঙেদের সমাবেশ, লক্ষ লক্ষ মানুষের ভিড়৷ আর তাদের কারণে চলছে বিশাল অঙ্গের আর্থিক লেনদেন৷

ছবি: Reuters

বারো মাসে তেরো পার্বণের মতো জার্মানির কিছু অংশে কার্নিভাল উৎসবকে বলা হয় পঞ্চম ঋতু৷ অর্থাৎ শীত, গ্রীষ্ম, শরৎ ও বসন্তের বাইরেও আলাদা একটা সময়৷ কোলোন, ড্যুসেলডর্ফ, বন, মাইনৎস শহর ও সংলগ্ন অঞ্চল এবং দক্ষিণের কিছু এলাকায় চল আছে এই উৎসবের৷ কিন্তু উৎসব মানে তো শুধু উৎসব নয়, বিশাল টাকার খেলাও৷ বোখুম বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক হিসেব করে দেখেছেন, জার্মানিতে অন্য কোনো উৎসবে এত বেশি অর্থ ব্যয় করা হয় না৷

Variations of Carnival

03:34

This browser does not support the video element.

জার্মানির কেন্দ্রীয় কার্নিভাল সংগঠনের সূত্র অনুযায়ী বছরে এই উৎসবে প্রায় ২০০ কোটি ইউরোর লেনদেন হয়৷ এই সংগঠনের সদস্যসংখ্যা প্রায় ২৬ লক্ষ৷ তারা প্রায় ৪,৭০০টি সংঘের মাধ্যমে কার্নিভাল পালন করে৷ তবে কার্নিভালের পেছনে সব টাকা যে তারাই ঢালে তা নয়৷ কোলোন, ড্যুসেলডর্ফ বা মাইনৎস-এর মতো শহরে উৎসব দেখতে লক্ষ লক্ষ মানুষ আসে৷ তারা হোটেলে থাকে, রেস্তোরাঁয় খাওয়াদাওয়া করে৷ পর্যটকদের এই আগ্রহের ফলেও স্থানীয় অর্থনীতি উৎসবের দিনগুলিতে ফুলেফেঁপে ওঠে৷ পর্যটকদের থেকে আয়ের আরও সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷

কার্নিভালের সময়ে মানুষ সঙ সাজতে ভালোভাসে৷ কত রকমের পোশাক ও অন্যান্য উপকরণ দিয়ে তারা নিজেদের সাজায়৷ শুধু কোলোন শহরেই এ সব কস্টিউম বা সাজপোশাক ও মেকআপ কিনতে প্রায় সাড়ে আট কোটি ইউরো ব্যয় করে তারা৷ কোলোন ও আশেপাশের অঞ্চলের নগর কর্তৃপক্ষ কার্নিভালের সময়ে কর বাবদ বাড়তি প্রায় ৫০ লক্ষ ইউরো আয় করে৷

কার্নিভালের আকর্ষণে বিশাল ভিড়ছবি: loss mer singe e.V.

আর আছে মিষ্টি৷ উৎসব মানেই রকমারি মিষ্টি কেনার হিড়িক৷ ‘রোজেন মোনটাগ' বা গোলাপি সোমবারের মিছিলে টন টন চকোলেট, টফি ও অন্যান্য মিষ্টি দর্শকদের দিকে লক্ষ্য করে ছুঁড়ে দেওয়া হয়৷ এত বড় কর্মকাণ্ডের জন্য চাই অনেক কর্মী৷ ফলে কর্মসংস্থানেও জোয়ার আসে৷ বছরে প্রায় ৪০,০০০ মানুষের রুজিরুটি এই কার্নিভালের উপর নির্ভরশীল৷ মোটকথা, বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী কার্নিভালের সঙেরা বছরে প্রায় ২০০ কোটি ইউরো অঙ্কের লেনদেনের জন্য দায়ী৷ কারণ শুধু উৎসবের সময়ে নয়, তার আগে ও পরেও ব্যবস্থাপনা, প্রস্তুতি ইত্যাদির কাজেও অনেক মানুষের প্রয়োজন পড়ে৷ অনেক সংস্থা সারা বছর ধরেই কার্নিভালের উপকরণ তৈরি করে, যাতে উৎসবের দিনগুলির বিপুল চাহিদা মেটানো সম্ভব হয়৷

রাজ্য হিসেবে নর্থরাইন ওয়েস্টফেলিয়া কার্নিভাল নিয়ে সবচেয়ে বেশি মেতে ওঠে৷ শুধু কোলোন ও ড্যুসেলডর্ফ শহরের উৎসবের মাত্রাই বাকিদের পিছনে ফেলে দিতে পারে৷ জার্মানির কয়েকটি অঞ্চলে এই উৎসবের জনপ্রিয়তা সীমাবদ্ধ না রেখে আরও মানুষের কাছে কার্নিভালের সঠিক বিপণন করতে পারলে এই উৎসব আরও বড় কর্মযজ্ঞ হয়ে উঠতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন৷ কারণ এই উৎসব ধরাবাঁধা নিয়ম ভাঙার উৎসব৷ ফলে অনেকেই কিছু সময়ের জন্য বাস্তব ভুলে এই জোয়ারে গা ভাসিয়ে দিতে উৎসাহিত হতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ