‘রোজেনমোনটাগ’
২০ ফেব্রুয়ারি ২০১২কোলনের বিশালাকার ক্যাথিড্রালের সামনে অজস্র মানুষ জড়ো হয়েছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে৷ শিশু থেকে বৃদ্ধ সববয়সি এবং সব শ্রেণির মানুষ এসেছে উৎসবের সাজে৷ অনেকেরই মুখে ও শরীরে রং দিয়ে বিভিন্ন কিছু আঁকা৷ তারা যেসব পোশাক পরে আছে তার মধ্যেও নানা বাহার৷ এগুলোর মধ্যে অনেকে ফুটিয়ে তুলেছে নানা পৌরাণিক চরিত্র একিলিস থেকে শুরু করে এখনকার আধুনিক বিজ্ঞানের যেসব আবিষ্কার সবকিছুরই নমুনা৷ একটি গ্রুপে দেখা যাচ্ছে, ‘অবতার' ছবির বেশ কিছু চরিত্র সেজেছে তারা৷
আবার কিছু ছেলে-মেয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা'র সদস্য সেজে ঘোরাফেরা করছে৷ আরো একটি জটলার মধ্যে অনেকগুলো ছেলে-মেয়ে গান ও নাচ করছে৷ চিৎকার, হৈ-হুল্লোড় করছে৷ কিন্তু তারা সেজেছে গ্ল্যাডিয়েটর৷ এর রকম অনেকগুলো ছোট ছোট দল দেখা যাচ্ছে৷ আবার কেউ দু'এক জন বন্ধু-বান্ধবকে সাথে নিয়ে এসেছে৷ আবার এমনটিও রয়েছে যে, গোটা পরিবারই নানা সাজে সেজে এখানে উৎসবে যোগ দিচ্ছে৷
তবে এতো মানুষের ভিড়ে যেন কোন ধরণের বিশৃঙ্খলা কিংবা দুর্ঘটনা না ঘটে, সেজন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে৷ রয়েছে সিটি কর্পোরেশনের বিশেষ স্বেচ্ছাসেবী ও শৃঙ্খলা দপ্তরের লোকজনও৷ ফলে আজ সারাদিনই মহা উৎসবের মধ্য দিয়ে রোজেনমোনটাগ পালন করছে কোলন ও এর আশপাশের শহরগুলোর মানুষ৷
প্রতিবেদন: আফরোজা সোমা
সম্পাদনা: সঞ্জীব বর্মন