1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কার্বন নির্গমনে রেকর্ড

৩০ এপ্রিল ২০১৩

আইপিসিসি-র সূত্র অনুযায়ী পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা রেকর্ড ৪০০ পিপিএম ছুঁতে চলেছে৷ ফলে তাপমাত্রা বাড়ার গড় হারও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা৷ যার পরিণাম হতে পারে ভয়ঙ্কর৷

ছবি: Reuters

পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা যে বেড়ে চলেছে, এ নিয়ে আর কোনো সন্দেহ নেই৷ তবে তার পরিমাণ যে এবার এক ভয়ঙ্কর মাত্রা ছুঁতে চলেছে, তা জানা ছিল না৷

সোমবার জাতিসংঘের জলবায়ু সংগঠন আইপিসিসি-র প্রধান ক্রিস্টিনা ফিগেরেস বলেন, সর্বশেষ হিসাব অনুযায়ী বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের ঘনত্ব ৩৯৯.৭২ পিপিএম, অর্থাৎ পার্টস পার মিলিয়ন৷ গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে মওনা লোয়া অবজারভেটরিতে এই পরিমাপ করা হয়েছে৷ অর্থাৎ শীঘ্রই তা ৪০০ পিপিএম অতিক্রম করবে৷ মনে রাখতে হবে, ১৯৫৮ সালের মার্চ মাসে সেখানে যখন প্রথম বারের মতো পরিমাপের সময় কার্বন-ডাই-অক্সাইডের ঘনত্ব ছিল ৩১৬ পিপিএম৷

আইপিসিসি-র প্রধান ক্রিস্টিনা ফিগেরেসছবি: picture-alliance/dpa

৪০০ পিপিএম – এই সংখ্যার একটা বিশেষ তাৎপর্য রয়েছে৷ পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ার হার ২ থেকে ২,৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে হলে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা ৪০০ পিপিএম-এর মধ্যে রাখতে হবে বলে বিজ্ঞানীরা মনে করেন৷ আইপিসিসি গোটা বিশ্বের নীতি নির্ধারকদের এই সতর্কতাবাণী দিয়ে আসছে৷ কিন্তু তাতে যে কাজ হয় নি, কার্বন-ডাই-অক্সাইডের সাম্প্রতিক প্রায় রেকর্ড-ছোঁয়া মাত্রাই তা দেখিয়ে দিচ্ছে৷ এই অবস্থায় আবার সরকার ও প্রশাসনকে নড়েচড়ে বসা উচিত বলে মনে করেন ফিগেরেস৷ বন শহরে সোমবার এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে৷

গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্রা কমিয়ে আনতে গত বছর ডিসেম্বর মাসে কাতারে এক দফা আলোচনায় কোনো ফল পাওয়া যায় নি৷ তারপর বন শহরে বসেছে পরবর্তী বৈঠক৷ ২০১৫ সালের মধ্যে নতুন এক জলবায়ু চুক্তি সংক্রান্ত আলোচনা শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, যা ২০২০ সালের মধ্যে কার্যকর হওয়ার কথা৷ তারই প্রস্তুতি হিসেবে কার্বন-ডাই-অস্কাইডের মাত্রা নিয়ে আলোচনা করতে হবে৷ একদিকে কার্বন নির্গমনের মাত্রা, অন্যদিকে কড়া বিধিনিয়ম – দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করেই গড় তাপমাত্রা বাড়ার হার দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে – এমনটাই বিশেষজ্ঞরা মনে করছেন৷

এসবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ