1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কার্বন নির্গমন কমাতে সমন্বয়ের পথে

১৯ মে ২০২১

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ দূত কেরি ইউরোপের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গোটা বিশ্বে কার্বন নির্গমন কমানোর একাধিক উদ্যোগ নিতে চান৷ জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আগেই অগ্রগতি চান তিনি৷

Deutschland | Besuch US-Klimaschutzbeauftragter John Kerry in Berlin | mit Heiko Maas
ছবি: Odd Andersen/AFP/dpa/picture alliance

বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনা সংকট মোকাবিলা যতই জরুরি হোক না কেন, জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব রুখতে উদ্যোগে ঢিলেমির পরিণতি মারাত্মক হতে পারে৷ ওয়াশিংটনে পালাবদলের পর অ্যামেরিকা আবার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে৷ প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু সংক্রান্ত বিশেষ দূত ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয়ের চেষ্টা চালাচ্ছেন৷ মঙ্গলবার বার্লিনে তিনি জার্মানির নেতাদের সঙ্গে চলমান ও প্রস্তাবিত উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন৷ প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার, পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস এবং তিন দলের চ্যান্সেলর পদপ্রার্থীদের সঙ্গে কথা বলেন তিনি৷

জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টাকে কেন্দ্র করে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে৷ বিশেষ করে ‘কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকলানিজম' নামের উদ্যোগের আওতায় ইইউ নিজস্ব প্রভাব কাজে লাগিয়ে বাকি বিশ্বের উপর পরিবেশবান্ধব প্রযুক্তি কাজে লাগানোর জন্য চাপ সৃষ্টি করতে চায়৷ অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় একক বাজারে নিজস্ব পণ্য বিক্রি করতে হলে অন্যান্য দেশকে কার্বন নির্গমন কমাতে হবে৷ আগামী মাসেই সেই পরিকল্পনা জনসমক্ষে পেশ করা হবে৷ চীন, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দেশ এমন চাপের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে৷

ওয়াশিংটনেও এমন প্রচেষ্টা নিয়ে কিছু সংশয় দেখা যাচ্ছে৷ যে সব দেশ বড় দূষণকারী সংস্থাগুলির উপর কর চাপায় না, সে সব দেশ থেকে আমদানির উপর আর্থিক জরিমানা চাপানোর সুবিধা-অসুবিধা খতিয়ে দেখছে৷ ইইউ-র সঙ্গে তাল মিলিয়ে এমন শাস্তিমূলক পদক্ষেপ চালু করার ঝুঁকি সম্পর্কে ভালোভাবে ভাবনাচিন্তা করার পক্ষে সওয়াল করেছেন জন কেরি৷ এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন রয়েছে বলে দুই পক্ষই মনে করে৷ নভেম্বর মাসে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আগে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে আন্তর্জাতিক স্তরে আরও উদ্যোগ নিতে ওয়াশিংটন ও ব্রাসেলসের মধ্যে সমন্বয় দেখা যাবে বলে মনে করেন কেরি৷

জন কেরির মতে, কোনও দেশই ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠানের অসুবিধা চায় না৷ শুধু নিজের দেশের কোম্পানিগুলির উপর কার্বন কর চাপালে আখেরে লাভ হয় না৷ বরং সব দেশ সম্মিলিতভাবে এমন উদ্যোগ নিলে কার্বন নির্গমন কমানো সহজ হবে বলে তিনি মনে করেন৷ সেই লক্ষ্যে তিনি অনেক দেশ সফর করে ঐকমত্য অর্জনের চেষ্টা চালাচ্ছেন৷ কার্বন নির্গমন আরও কমাতে বিশেষ করে চীনের মতো দেশে কয়লার ব্যাপক ব্যবহার কমানো জরুরি বলে তিনি মনে করেন৷ অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলিকে এই উদ্যোগে সামিল করতে ১০ হাজার কোটি ডলার অংকের বাৎসরিক তহবিলের পক্ষেও সমর্থন প্রকাশ করেছে বাইডেন প্রশাসন৷ উল্লেখ্য, পূর্বসূরি ডনাল্ড ট্রাম্প অ্যামেরিকার চাঁদা আটকে রাখায় ২০২০ সালে সেই লক্ষ্য পূরণ করা সম্ভব হয় নি৷

বিভিন্ন দেশে জীবাশ্মভিত্তিক জ্বালানির ব্যবহার কমাতে সহায়তা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার একটি তহবিল গঠনের সিদ্ধান্ত অনুমোদন করেছে৷ ১,৭৫০ কোটি ইউরো অংকের সেই ‘জাস্ট ট্রানজিশন ফান্ড' কয়লাসহ অন্যান্য ক্ষতিকর জ্বালানির ব্যবহার কমাতে সাহায্য করবে৷ ইইউ ২০৫০ সালের মধ্যেই জীবাশ্মভিত্তিক জ্বালানি ব্যবহার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে৷

এসবি/কেএম (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ