1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড় উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র

২ জুন ২০১৪

প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে কার্বন নির্গমন কমানোয় বিশেষ আগ্রহ দেখিয়েছিলেন ওবামা৷ কিন্তু রিপাবলিকানদের বাধার মুখে তা সম্ভব হয়নি৷ এবার তাঁর নেতৃত্বে আগের তুলনায় এক তৃতীয়াংশ বেশি কার্বন নিঃসরণ কমানোর পথে যুক্তরাষ্ট্র৷

US-Präsident Barack Obama in Georgetown
ছবি: Getty Images

যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সোমবারই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওবামা সরকারের এমন সাহসী উদ্যোগের বিষয়টি প্রকাশ করা হবে৷ বিদ্যুৎ কেন্দ্র থেকে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের অপেক্ষাকৃত কঠোর নীতি অবলম্বনের সিদ্ধান্ত প্রকাশ করবে পরিবেশ সংরক্ষণ সংস্থা, ইপিএ৷

শনিবার যুক্তরাষ্ট্রের বেতারে প্রচারিত এক ভাষণে উষ্ণায়নের ফলে বিশ্ব যে ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে সে বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেন বারাক ওবামা৷ তিনি বলেন, কোনো পরিবর্তনই রাতারাতি সম্ভব নয়, পরিবর্তন আনতে হলে বিছু কঠোর পদক্ষেপও নিতে হয়৷

তবে ইপিএ-র প্রতিবেদনে কী কী থাকতে পারে সে বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউইয়র্ক টাইমস বিস্তারিত কিছু বলেনি৷ প্রতিবেদনে শুধু বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমিয়ে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য এখন থেকে কঠোর নীতিমালা অবলম্বন করবে যুক্তরাষ্ট্র৷ ২০০৫ সাল পর্যন্ত যে মাত্রা স্থির করা হয়েছিল, পরবর্তী ১৫ বছরে তার চেয়ে এক তৃতীয়াংশ বেশি হারে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা স্থির করবে যুক্তরাষ্ট্র৷

বারাক ওবামা প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই জলবায়ু পরিবর্তন রোধে কার্বন নিঃসরণ কমানোয় আরো কঠোর নীতি অবলম্বনের চেষ্টা করে আসছেন৷ কিন্তু রিপাবলিকানদের বিরোধিতার মুখে তা এতদিন সফল হয়নি৷ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা দ্বিতীয় দফা নির্বাচিত হওয়ার পর সম্ভবত এ উদ্যোগে সফল হতে চলেছেন৷

এসিবি/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ