1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উড়ে গেল বাংলাদেশ

১৬ মার্চ ২০১৬

ব্যাট হাতে কালবৈশাখি ঝড় শুরু করেছিল পাকিস্তান৷ সেই ঝড়ে ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ২০১ রান৷ জবাবে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৪৬৷ বলছি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা৷

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা
ছবি: Getty Images/AFP/D. Sarkar

কলকাতার ইডেন গার্ডেনে বহু বছর পর খেলতে নামে বাংলাদেশ৷ হয়ত আশা ছিল, বাঙালি সমর্থকদের জোর সমর্থন মিলবে সেখানে৷ তবে ক্রিকেট মাঠে ভারতের সঙ্গে বৈরিতা যে সমর্থকদের মাঝেও ছড়াচ্ছে তা বোঝা গেল পাকিস্তান দলের প্রতি সমর্থন দেখে৷ গ্যালারির দর্শকদের এক বড় অংশ পাকিস্তান দলের আনন্দেই শরিক হয়েছে বেশি৷ কেউ কেউ তো ফেসবুকে লিখেই দিলেন, মনে হচ্ছে পাকিস্তানের কোনো মাঠে খেলা হচ্ছে৷

দর্শকদের আনন্দিত না হয়ে উপায়ই বা কি? বাংলাদেশি বোলারদের যে তুলাধুনা করেছেন আফ্রিদিরা৷ চারটি চার আর চারটি ছয় হাকিয়ে ১৯ বলে ৪৯ করেছেন শহিদ আফ্রিদি৷ তবে দলের জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছেন আহমেদ শাহজাদ আর মোহাম্মদ হাফিজ৷ ওপেনার শাহজাদের সংগ্রহ ৩৯ বল খরচায় ৫২৷ অন্যদিকে, হাফিজ করেছেন ৬৪৷

জেতার পর পাকিস্তান দলের উল্লাসছবি: Getty Images/AFP/D. Sarkar

বাংলাদেশের কোনো বোলারই তেমন একটা চমক দেখাতে পারেননি৷ প্রথম ইনিংসে সেদলের চমক বলতে ছিল সৌম্য সরকারের ধরা হাফিজের ক্যাচটি৷ সীমান্তে দাঁড়িয়ে অসাধারণ নৈপুণ্যে সেটি তালুবন্দি করেন সৌম্য৷ তাসকিন আহমেদ এবং আরফাত সানি দু'টি করে উইকেট নিলেও কোনো বোলারই রান কম দেননি৷

পাহাড় সমান টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ৷ প্রথম ওভারের তৃতীয় বলে সৌম্য সরকারকে বোল্ড করেন মোহাম্মদ আমির৷ এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশ ৬ উইকেটে ১৪৬ রান তুলতে সক্ষম হয়৷ ফলে পাকিস্তান ৫৫ রানের জয় পায়৷ ও হ্যাঁ, এই ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি হচ্ছে সাকিব আল হাসানের অর্ধশতক৷ পাঁচটি চার আর একটি ছয়ের সহায়তায় সে রান তোলেন তিনি, খেলেছেন ৪০ বল৷

বাংলাদেশের পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে, আগামী সোমবার৷ ব্যাঙ্গালুরুর সে ম্যাচে মুস্তাফিজুর রহমান দলে থাকলে বদলে যেতে পারে বাংলাদেশ৷ অন্তত মাশরাফির আশা তেমনটাই৷

এআই/ডিজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ