ব্যাট হাতে কালবৈশাখি ঝড় শুরু করেছিল পাকিস্তান৷ সেই ঝড়ে ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ২০১ রান৷ জবাবে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৪৬৷ বলছি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা৷
বিজ্ঞাপন
কলকাতার ইডেন গার্ডেনে বহু বছর পর খেলতে নামে বাংলাদেশ৷ হয়ত আশা ছিল, বাঙালি সমর্থকদের জোর সমর্থন মিলবে সেখানে৷ তবে ক্রিকেট মাঠে ভারতের সঙ্গে বৈরিতা যে সমর্থকদের মাঝেও ছড়াচ্ছে তা বোঝা গেল পাকিস্তান দলের প্রতি সমর্থন দেখে৷ গ্যালারির দর্শকদের এক বড় অংশ পাকিস্তান দলের আনন্দেই শরিক হয়েছে বেশি৷ কেউ কেউ তো ফেসবুকে লিখেই দিলেন, মনে হচ্ছে পাকিস্তানের কোনো মাঠে খেলা হচ্ছে৷
দর্শকদের আনন্দিত না হয়ে উপায়ই বা কি? বাংলাদেশি বোলারদের যে তুলাধুনা করেছেন আফ্রিদিরা৷ চারটি চার আর চারটি ছয় হাকিয়ে ১৯ বলে ৪৯ করেছেন শহিদ আফ্রিদি৷ তবে দলের জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছেন আহমেদ শাহজাদ আর মোহাম্মদ হাফিজ৷ ওপেনার শাহজাদের সংগ্রহ ৩৯ বল খরচায় ৫২৷ অন্যদিকে, হাফিজ করেছেন ৬৪৷
বাংলাদেশের কোনো বোলারই তেমন একটা চমক দেখাতে পারেননি৷ প্রথম ইনিংসে সেদলের চমক বলতে ছিল সৌম্য সরকারের ধরা হাফিজের ক্যাচটি৷ সীমান্তে দাঁড়িয়ে অসাধারণ নৈপুণ্যে সেটি তালুবন্দি করেন সৌম্য৷ তাসকিন আহমেদ এবং আরফাত সানি দু'টি করে উইকেট নিলেও কোনো বোলারই রান কম দেননি৷
পাহাড় সমান টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ৷ প্রথম ওভারের তৃতীয় বলে সৌম্য সরকারকে বোল্ড করেন মোহাম্মদ আমির৷ এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশ ৬ উইকেটে ১৪৬ রান তুলতে সক্ষম হয়৷ ফলে পাকিস্তান ৫৫ রানের জয় পায়৷ ও হ্যাঁ, এই ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি হচ্ছে সাকিব আল হাসানের অর্ধশতক৷ পাঁচটি চার আর একটি ছয়ের সহায়তায় সে রান তোলেন তিনি, খেলেছেন ৪০ বল৷
বাংলাদেশের পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে, আগামী সোমবার৷ ব্যাঙ্গালুরুর সে ম্যাচে মুস্তাফিজুর রহমান দলে থাকলে বদলে যেতে পারে বাংলাদেশ৷ অন্তত মাশরাফির আশা তেমনটাই৷
এআই/ডিজি (এপি, রয়টার্স)
টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতাবেন যে ছয় খেলোয়াড়
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে কোন খেলোয়াড় কেমন খেলবেন তা নিয়ে চলছে বিস্তর আলোচনা৷ ক্রিকেটের এই ছোট সংস্করণের তারকাদের একনজর দেখে নেই চলুন:
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিস)
বিশ্বের অন্যতম আলোচিত ব্যাটসম্যান ক্রিস গেইল৷ তবে বিতর্ক যেন পিছু ছাড়ছে না তাঁকে৷ জামাইকান এই তারকাকে সম্প্রতি সাত হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়৷ অপরাধ, টিভিতে লাইভ সাক্ষাৎকার নেয়া এক নারী সাংবাদিককে ‘ডেটিং’-এর প্রস্তাব দেয়া৷ টি-টোয়েন্টিতে ১২ বলে ৫০ রান করার রেকর্ড আছে তাঁর৷
ছবি: dapd
বিরাট কোহলি (ভারত)
বর্তমানে ফর্মের তুঙ্গে আছেন ভারতের সহঅধিনায়ক বিরাট কোহলি৷ সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে তাঁর অপরাজিত ৪১ রান বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয় সহজ করে দিয়েছে৷ বিশ্বকাপে স্বাগতিকদের চূড়ান্ত জয় এনে দিতে বড় ভূমিকা রাখতে পারেন মারকুটে এই ব্যাটসম্যান৷
ছবি: dapd
মোহাম্মদ আমির (পাকিস্তান)
পাঁচবছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরে রীতিমত চমক সৃষ্টি করেছেন মোহাম্মদ আমির (বামে)৷ পাকিস্তানের এই পেসার এশিয়া কাপে চমৎকার খেলেছেন, যদিও বাংলাদেশের কাছে হেরে ফাইনালে আর পৌঁছাতে পারেনি তারা৷ ভারতের মাঠে বড় পরীক্ষা দিতে প্রস্তুত এই পেসার৷
ছবি: picture alliance/AP Photo/A.M. Ahad
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
‘সুপারম্যান’ খ্যাত বিধ্বংসী এই ব্যাটসম্যান এখন দক্ষিণ আফ্রিকার বড় সম্পদ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলে টি-টোয়েন্টিতে হাত পাকানো ভিলিয়ার্সের কাছে তাই ভারতের মাঠ অপরিচিত কোনো স্থান নয়৷
ছবি: picture-alliance/dpa/Richard Wainwright
বেন স্টকস (ইংল্যান্ড)
অনেকে তাঁকে মনে করেন নতুন ইয়ান বোথাম৷ অল রাউন্ডার স্টকস চলতি বছরের শুরুতে টেস্ট ক্রিকেটের দ্বিতীয় দ্রুততম দ্বিশতক করেন দক্ষিণ আফ্রিকায়, ১৬৩ বল খরচ করে৷ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখাতে পারেন তিনি৷
ছবি: Getty Images/G. Copley
তামিম ইকবাল (বাংলাদেশ)
সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে একাধিক দলকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ৷ সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে লড়াই করে হেরেছে দলটি৷ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বড় কিছু করার প্রত্যাশায় থাকা দলটির এক বড় শক্তি অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল৷ পাকিস্তান সুপার লিগে তাঁর সাম্প্রতিক পারফর্মেন্স বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে৷