1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কালো টাকা প্রতিরোধে আইন

২০ জুলাই ২০১১

নির্বাচনে কালো টাকা প্রতিরোধে আইন করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন জানিয়েছেন একথা৷

নির্বাচনে কালো টাকার খেলা নতুন কিছু নয়৷ছবি: Mustafiz Mamun

এছাড়াও নির্বাচনের সময় প্রতিরক্ষা, স্থানীয় সরকার, স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত কোন নীতিগত সিদ্ধান্ত নিতে হলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচানার বাধ্যবাধকতা বিষয়ক আইনও করা হবে৷

নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন জানান, রাজনৈতিক দলগুলোর সংলাপে বার বারই উঠে এসেছে নির্বাচনে কালো টাকার খেলার কথা৷ আর উঠে এসেছে প্রার্থীদের অনিয়ন্ত্রিত ব্যয়ের অভিযোগ৷ আগের নির্বাচনগুলোতে কমিশন কালো টাকা এবং ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করেও তা পারেনি৷ তাই কমিশন এবার প্রতিটি সংসদীয় এলাকায় উপজেলা পর্যন্ত মনিটরিং টিম গঠনের আইনি বাধ্যবাধকতা তৈরি করা হচ্ছে৷

তিনি বলেন, নির্বাচনের আগে উন্নয়নমূলক কাজ না করার জন্য সরকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি দিয়ে সতর্ক করা হয়৷ কিন্তু আইনি বাধ্যবাধকতা না থাকায় তা অনেক ক্ষেত্রেই কার্যকর হয়না৷ এবার আইন করে তা কার্যকর করার ব্যবস্থা করা হবে৷

গতকাল বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের কথা থাকলেও তারা কমিশনে যায়নি৷ প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা জানান, আজও তারা সংলাপে আসতে পারেন৷ তারা আজ সংলাপে অংশ না নিলে কমিশন তাদের জন্য অপেক্ষা করবেনা৷ এপর্যন্ত যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে তার ভিত্তিতেই কমিশন রিপোর্ট প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহন করবে, জানান তিনি৷

এদিকে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশনের গতকালের নির্ধারিত সংলাপ হয় নি৷ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল কমিশনে গিয়ে তাদের অপরাগতার কথা আনুষ্ঠানিকভাবে জানায়৷ আওয়ামী লীগের সঙ্গে আগষ্টের প্রথম সপ্তাহে সংলাপ করবে কমিশন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ