1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কালো টাকা বিনিয়োগে কোন সমস্যা নেই: এনবিআর

২২ নভেম্বর ২০১১

আজ বাংলাদেশের শেয়ার বাজারের জন্য আনুষ্ঠানিকভাবে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হবে৷ আর শেয়ার বাজারে কালো টাকা বিনিয়োগে কোন সমস্যা নেই বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড -এনবিআর৷

Bengalische Banknoten von 2 bis 1000 BDT. Datum: 25.10.2011. Eigentumsrecht: A H M Abdul Hai, Bengali Redaktion, DW, Bonn
ছবি: DW

শেয়ার বাজার নিয়ে যখন কিছু ইতিবাচক সিদ্ধান্ত আসছে তখন কিছু ব্রোকারেজ হাউজের কারণে বিনিয়োগকারীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে৷ যারা ব্রোকারেজ হাউজের মাধ্যমে ঋণ নিয়ে শেয়ার কিনেছেন তারা পড়েছেন বিপাকে৷ কারণ ব্রোকারেজ হাউজ তাদের টাকা উশুলের জন্য দাম কমে যাওয়া শেয়ার জোর করে বিক্রি করে দিচ্ছে৷ আর তাতে লাভের আশায় বিনিয়োগকারীরা শেয়ার ধরে রাখতে পারছেননা৷ এমনকি তাদের নিজেদের বিনিয়োগও আর ফিরে আসবেনা৷

এরকম একটি ব্রোকারেজ হাউজের মালিক হামিদ আলি চৌধুরি দাবি করেন, এসইসি থেকে তাদের কাছে এব্যাপারে কোন নির্দেশনা না থাকায় তারা ফোর্সড সেল করছেন৷ তবে এর বিরোধিতা করেছেন শেয়ার বাজার বিশেষজ্ঞ অধ্যাপক শাহজাহান মিনা৷

শেয়ার বাজার নিয়ে সোমবার রাতে এবং দিনে কয়েকদফা বৈঠক হয়েছে৷ এনবিআর বলেছে, শেয়ার বাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেয়া হয়েছে৷ বিনিয়োগ করলে কাউকে কালো টাকা নিয়ে প্রশ্ন করা হবেনা৷ এসইসি'র সদস্য হেলাল উদ্দিন জানিয়েছেন আজ শেয়ার বাজারের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ