1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কালো টাকা সাদা করার যুক্তি গ্রহণযোগ্য নয়: সিপিডি

১০ জুন ২০১১

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কালো টাকাকে বিনিয়োগে আনার জন্য মন্দের ভাল হিসেবে সাদা করার সুযোগ দিয়েছেন বলে জানিয়েছেন৷ তবে সিপিডি বলেছে, কালো টাকা সাদা কারার কোন যুক্তিই নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়৷

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতছবি: DW/Kumar Dey

এর আগের বার বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কালো টাকা সাদা করার সুযোগ দিতে গিয়ে বলেছিলেন, তিনি ব্যক্তিগতভাবে এর বিরোধী৷ তবে এটি একটি রাজনৈতিক সমঝোতা৷ তাই সুযোগ দিতে হচ্ছে৷ এবারো বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখায় সংবাদ সম্মেলনে সংবাদিকরা তার যুক্তি জানতে চান৷ আর নতুন যুক্তি দেখিয়ে তিনি বললেন, এটি বিনিয়োগে টাকা আনার জন্য এটা মন্দের ভাল৷

এদিকে সিপিডির অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেছেন, কালো টাকা সাদা করার কোন যুক্তিই গ্রহণযোগ্য নয়৷ আর সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বাজেটকে অভিনন্দন জানিয়ে বলেন, বিনিয়োগ এবং রফতানি বাণিজ্য এতে চাঙ্গা হয়েছে৷

তবে বিদ্যুৎ ও খাদ্যসহ কয়েকটি খাতে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন নেই বাজেটে, বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ