1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কালো টাকা সাদা করা যাবে পুঁজিবাজারে

২৯ জুন ২০১১

ন্যায্য প্রস্তাব পেলে আবার সংশোধন করা হবে সংবিধান, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এদিকে অর্থমন্ত্রী জানিয়েছেন, কালো টাকা সাদা করা যাবে পুঁজিবাজারে৷ এসব নিয়েই গণমাধ্যমে মূল আলোচনা৷

r. Abul Mal Abdul Muhit is the Finance minister of Bangladesh Government.
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতছবি: Samir Kumar Dey

সংবিধা সংশোধন

সংবিধান সংশোধনের বিষয়ে শিরোনাম করেছে একাধিক পত্রিকা৷ দৈনিক প্রথম আলো লিখেছে, ‘ন্যায্য প্রস্তাব পেলে আবার সংবিধান সংশোধন’৷ বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ্য করে সংসদে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ মঙ্গলবার রাতে তিনি বলেন, ‘‘সংবিধান সংশোধনী বিল এখন পাস হবে৷ তারপরও ন্যায্য কথা বললে বা সঠিক পরামর্শ দিলে পরে আবার সংবিধান সংশোধন করতে পারব৷ কারণ মহাজোট সরকারের তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে৷’’ এছাড়া দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে শক্তিশালী ইসি চান ব্যবসায়ীরা’৷ ভবিষ্যতে একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে ব্যবসায়ীদের বেশ কয়েকটি সংগঠন৷

কালো টাকা সাদা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মূল শিরোনাম, ‘‘কালো টাকা সাদা হবে পুঁজিবাজারেও’’৷ বিভিন্ন মহলের ‘দাবির' মুখে অর্থমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রকাশ৷ সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘‘বিভিন্ন মহলের দাবির কারণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপারিশে শেয়ার বাজারেও ১০ শতাংশ হারে কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হবে’’৷ একই বিষয়ে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, ‘পুঁজিবাজারেও কালো টাকা সাদা করার সুযোগ’৷ পুঁজি বাজারে কালো টাকা বিনিয়োগ ছাড়াও রপ্তানি ও আবাসন উৎসে কর কমছে৷ ২০১১-১২ অর্থবছরের বাজেট অনুমোদন পাবে আজ, বুধবার৷

ক্ষুদ্রঋণ

নোবেল জয়ী অধ্যাপক ইউনূস বলেছেন, ‘‘ক্ষুদ্রঋণ কোন ব্যক্তির সার্টিফিকেটের ওপর নির্ভর করেনা’’৷ ঢাকার একটি হোটেলে মঙ্গলবার ‘সোস্যাল বিজনেস ডে' উদ্বোধনের পর সাংবাদিকদের একথা বলেন তিনি৷ ইউনূস বলেন, ‘‘গ্রামীণ ব্যাংক একটি সামাজিক ব্যবসা৷ কোন সামাজিক ব্যবসা সফল হবে, আর কোনটি বিফল হবে সেটিও ভবিষ্যত নির্ধারণ করবে’’৷ দৈনিক ইত্তেফাক প্রকাশ করেছে এই খবর৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ