1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কালো টাকা আর মন্ত্রী-এমপির স্বজনদের দাপট

৭ মে ২০২৪

বুধবার বাংলাদেশে প্রথম ধাপে ১৪০ উপজেলায় নির্বাচন৷ এই নির্বাচনে একদিকে যেমন ধনী প্রার্থীর ছড়াছড়ি অন্যদিকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের স্বজনরাও দলের নিষেধ উপেক্ষা করে নির্বাচনে আছেন৷

বাংলাদেশি টাকার ছবি
মন্ত্রী এমপিদের স্বজনদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ আছে৷ আর টাকার খেলা চলছে বলে অভিযোগ পাওয়া গেছেছবি: MD Mehedi Hasan/ZUMA Press/picture alliance

আছেন বিএনপির তৃণমূলের বহিষ্কৃত নেতারা৷ ফলে এই নির্বাচন ভিন্ন মাত্রা পেয়েছে৷

নির্বাচন কমিশন আর আওয়ামী লীগ যাই বলুক না কেন মন্ত্রী এমপিদের স্বজনদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ আছে৷ আর টাকার খেলা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ কোটিপতি প্রার্থীরা টাকা দিয়ে ফলাফল নিজেদের অনুকূলে আনার চেষ্টা করছেন৷ আর বিএনপির বহিষ্কৃত প্রার্থীরা স্থানীয়ভাবে জনপ্রিয় হওয়ায় তারাও চাইছেন ভোটের ফল ঘরে তুলতে৷

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রধান নির্বাহী ড. ইফতেখারুজ্জামান মনে করেন, ‘‘নির্বাচনগুলোর মতই এই নির্বাচন টাকা আর পেশি শক্তির মহড়ায় পরিণত হয়েছে৷ তৃণমূলে ক্ষমতা আরো কুক্ষিগত করতেই মন্ত্রী এমপিরা দলের নির্দেশ অমান্য করে তাদের স্বজনদের প্রার্থী করেছেন৷''

তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল মঙ্গলবার দাবি করেছেন, ‘‘এমপিদের নিবৃত্ত করা হয়েছে, প্রভাব বিস্তারের কারণে কিছু কিছু ব্যবস্থা নেয়া হয়েছে৷ বিশেষ করে নির্বাচনের দিন কেউ যেন ভোটকেন্দ্রে অনুপ্রবেশ করতে না পারে এবং সেখানে যেন অনিয়ম না হয়, সে বিষয়ে নির্দেশনা রয়েছে৷''


মন্ত্রী এমপিদের স্বজন ও কোটিপতি প্রার্থী:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলছে, প্রথম ধাপের নির্বাচনে প্রার্থীদের ৭০ ভাগই ব্যবসায়ী৷ আবার তাদের মধ্যে ৯০ শতাংশ কোটিপতি৷ প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে তারা এই তথ্য জানিয়েছে৷ তারা আরো জানিয়েছে মন্ত্রী এমপিদের অন্তত ১৩ জন স্বজন চেয়াম্যান পদপ্রার্থী হয়েছেন৷ তাদের মধ্যে তিন জন এমপি পুত্র, তিনজন ভাই এবং একজন জামাতা৷ তার মধ্যে রয়েছেন মাদারীপুর-২ এর এমপি শাজাহান খানের ছেলে আসিবুর রহমান ও চাচাতো ভাই পাভেলুর রহমান৷ ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছোট ভাই আবদুল বাতেন ও ভাইয়ের ছেলে আবদুল কাদের৷ কুষ্টিয়া-৩ এর এমপি মাহবুব-উল-আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান৷ বগুড়া-১ এর এমপি সাহাদারা মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন ও ছোট ভাই মিনহাদুজ্জামান৷ পিরোজপুর-১ এর এমপি শ ম রেজাউল করিমের ছোট ভাই নূর ই আলম৷ টাঙ্গাইল-১ আসনের এমপি ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের খালাতো ভাই হারুন অল রশিদ৷ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার জামাতা বিশ্ব প্রদীপ কারবারী৷ ঠাকুরগাঁও-২ আসনের এমপি মাজহারুল ইসলামের চাচা সফিকুল ইসলাম এবং চাচাতো ভাই আলী আফসার এবং নোয়াখালীর সুবর্ণচরের এমপি একরামুল করিম চোধুরীর ছেলে ইশরাক শাবাব চৌধুরী৷

টিআইবি বলছে, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ৯৪ জন কোটিপতি, যা আগের নির্বাচনের তুলনায় প্রায় তিনগুণ৷ পঞ্চম উপজেলা নির্বাচনে এই সংখ্যা ছিল ৩৭৷ এবার ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ছয়জন কোটিপতি৷ অস্থাবর সম্পদের তালিকার শীর্ষে আছেন গোপালগঞ্জ সদরের কামরুজ্জামান ভূঁইয়া, তার মোট অস্থাবর সম্পদ ২৫.২৪ কোটি টাকার৷ তালিকায় এর পর রয়েছেন কাউনিয়া উপজেলার আনোয়ারুল ইসলাম৷ তার অস্থাবর সম্পদ ২০.৩০ কোটি টাকার  ও সুবর্ণচরের আতাহার ইশরাক শাবাব চৌধুরীর অস্থাবর সম্পদ ১৮.৮৫ কোটি টাকার৷

 কালো টাকা আর মন্ত্রী এমপিদের দাপট :
বগুড়ার সোনাতলা উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী৷ এককজন বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং এমপি সাহাদারা মান্নানের ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন৷ আরেকজন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. জাকির হোসেন বলেন৷ জাকির হোসেন অভিযোগ করেন, ‘‘মিনহাদুজ্জামানের লোকজন প্রতিটি সেন্টার এলাকায় গিয়ে হুমকি দিচ্ছে৷ বলছে আমাকে ভোট দিলে ঠ্যাঙ(পা) ভেঙে দেবে৷ আর বলছে তাদের ভোট না দিলে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই৷ তারা একটি ভোট পেলেও উপজেলা চেয়ারম্যান হবে৷''

‘‘আমাদের বেশ কয়েকটি নির্বাচনী অফিস তিন দিন আগে পুড়িয়ে দিয়েছে৷ তার বোন এমপি হওয়ায় সে নানা ধরনের প্রভাব বিস্তার করছে৷ এখন টাকা ছড়াচ্ছে৷ প্রত্যেক কর্মীকে পাঁচ-সাত হাজার টাকা করে দিচ্ছে৷ আরো খবর পেয়েছি তারা নির্বাচন ম্যানেজ করতেও টাকা নিয়ে নেমেছে৷ আমি নির্বাচন কমিশন থেকে শুরু করে ডিসি, ইউএনও সব জ্য়াগায় অভিযোগ দিয়েছি৷ কিন্তু কোনো কাজ হচ্ছে না,'' বলেন তিনি৷ তার কথা, ‘‘আশঙ্কা করছি তারা জোর খাটিয়ে ভোট কেটে নেবে৷ অনেকগুলো সেন্টারে তারা ভোট কাটার পরিকল্পনা করেছে বলে আমি খবর পেয়েছি৷''

এর জবাবে মিনহাদুজ্জামান লিটন বলেন, ‘‘আমার তো টাকাই নেই ছড়ারো কীভাবে?  নির্বাচনের আগের দিন পর্যন্ত সোনাতলায় খারাপ কিছু হয়নি৷ আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নানা মিথ্য অভিযোগ করে উপজেলার সুনাম ক্ষুন্ন করছেন৷আমি কি ফকিরের সন্তান? আমি এখনো উপজেলা চেয়ারম্যান৷ আমার বোন এমপি হওয়ার আগেই আমি চেয়ারম্যান হয়েছি৷ আমি কারুর উপর নির্ভর করে নির্বাচন করছি না৷ আমার আত্মীয় স্বজন সবাই বড় বড় পদে আছেন এবং ছিলেন৷ এটা কি আমার অপরাধ?''

দেদারসে কালো টাকা ছড়াচ্ছেন: খায়রুল

This browser does not support the audio element.

এদিকে নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য একরামুল কবির চৌধুরীর ছেলে ইশরাক শাবাব চৌধুরী সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৷ তার প্রতিদ্বদ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী৷ তিনি অভিযোগ করেন , ‘‘শাবাব চৌধুরী এখন দেদারসে কালো টাকা ছড়াচ্ছেন৷ এমপি পিতার প্রভাব খাটিয়ে সে প্রশাসনকে নিজের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করছে৷ বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে এনেছে আগামীকাল(বুধবার) ভোট কেন্দ্র দখলের জন্য৷ নির্বাচনে কাজে লাগানোর জন্য জেল থেকে দাগী আসামিদের জামিনে বের করেছে৷''

তিনি বলেন, ‘‘তারা আমাদের লোকজনের ওপর হামলা করছে৷ প্রশাসন তো প্রষসাশন৷ আমরা অভিযোগ দিচ্ছি৷ কিছু কাজ হচ্ছে না৷ কিন্তু এমপি একরাম চৌধুরীর চাপ তো আছে৷ শাবাবের লোকজন ( এমপির ছেলে) এখন সব দলের লোকজনকে ধমক চিচ্ছে৷ বলছে ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নাই৷ তারাই ভোট দিয়ে দেবে৷''

তবে ইশরাক শাবাব চৌধুরী এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘তার কোনো জনপ্রিয়তা নাই বলেই সে মিথ্যা অভিযোগ করছে৷ আর গত ১৫ দিনে আমার বাবাকে(এমপি)  কেউ বাইরে দেখেনি৷ আমি একাই নির্বচানি প্রচার চালিয়েছি৷''

কালো টাকা ছড়ানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমাদের কালো টাকা নেই৷ তার আছে৷ জেলা আওয়ামী লীগের নেতাদের জিজ্ঞেস করেন তারাই বলবে৷''

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘তিনি( প্রতিদ্বন্দ্বী প্রার্থী) তো জেলা আওয়ামী লীগের সভাপতি৷ আমরা বাবা এমপি, দলে কোনো পদ নেই৷ আমরা প্রশাসনকে ব্যবহার করলে তারা কী করছেন?''

এদিকে বিএনপির যারা প্রার্থী আছেন তারা ভালো নির্বাচনের আশায় বসে আছেন৷ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী বিএনপির যুব সংগঠন যুবদলের উপজেলা যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার৷ তিনি বলেন, ‘‘আশা করি সুষ্ঠু নির্বাচন হবে৷ আমরা সেই আশায় প্রার্থী হয়েছি৷ নির্বাচন সুষ্ঠু হলে আমি জিতব৷ তবে আওয়ামী লীগের প্রার্থীরা টাকা ছড়াচ্ছেন৷ আমরা এলাকায় কালো টাকার ছড়াছড়ি৷ আর আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় তারা যে যার মতো গ্রপিং করছে৷ প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছে৷''

মিথ্যা অভিযোগ করছে: শাবাব

This browser does not support the audio element.

এই পরিস্থিতির ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন বলেন, ‘‘সরকার এবং আওয়ামী লীগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়৷ নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন পুরোপুরি স্বাধীন৷ কোনো প্রভাব বিস্তার, কালো টাকা বা বিশৃঙ্খল পরিস্থিতির চেষ্টা কেউ করলে তারা ব্যবস্থা নেবে৷ আর কোনো মন্ত্রী এমপি প্রভাব বিস্তার করলে দলের পক্ষ থেকেও ব্যবস্থা নেয়া হবে৷''

সাবেক নির্বাচন কশিনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘‘এমপি মন্ত্রীর আত্মীয়রা যেহেতু শেষ পর্যন্ত নির্বাচনে আছেন ফলে তারা প্রভাব বিস্তার করবেন এটাই স্বাভাবিক৷ তারা যেহেতু দলের সিদ্ধান্ত উপেক্ষা করার ক্ষমতা দেখিয়েছেন প্রভাব বিস্তারেও তারা সক্ষম৷''

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এখন জনপ্রতিনিধি হওয়া অনেক আর্থিক লাভের৷ ফলে অনেকেই বিনিয়োগ করেন৷ টাকা ছাড়ান৷
আর প্রধান নির্বাচন কমিশনার যা বলছেন সেটা বড় ভাইয়ের মতো কথা৷ আসলে নির্বাচন কমিশন কালো টাকা ও মন্ত্রী এমপিদের প্রভাব ঠেকাতে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি'' ৷

নির্বাচনের প্রস্তুতি:
নির্বাচনে উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে৷ পুলিশের ৮৩ হাজার সদস্য মাঠে নেমেছে৷ থাকছে র‌্যাব৷ এর পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) এক লাখ ৫৯ হাজার ৮৭৪ সদস্য কাজ শুরু করেছে৷ এ ছাড়া প্রথমবারের মতো পুলিশের স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে দুই হাজার ৮২০ জন সশস্ত্র আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে৷ এর বাইরে আরও ২ হাজার ২৮৮ জন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করবে৷ ভ্রাম্যমাণ আদালতও দায়িত্ব পালন করবে৷
এরইমধ্যে মোট আটজন চেয়ারম্যান, ১০ জন ভাইস চেয়ারম্যান ও ১০ মহিলা ভাইস চেয়ারম্যান বিনা ভোটে জয়ী হয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ