1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কালো টাকা সাদা করার পথ খুলে দিল পুঁজিবাজার

৯ জুলাই ২০১১

ছাত্রলীগের সদস্যপদ না থাকলেও সেসব প্রার্থীরা নির্বাচনে লড়ছেন৷ কালো টাকা সাদা করার পথ খুলে দিল পুঁজিবাজার আর দাফন সম্পন্ন হল চিত্রশিল্পী আমিনুল ইসলামের৷ আজকের সংবাদপত্র আর গণমাধ্যমের প্রধান খবর৷

ছবি: DW

ছাত্রলীগের সদস্য না হয়েও নির্বাচনে লড়ছেন প্রার্থীরা

বিডিনিউজ টোয়েন্টিফোরের খবর, ছাত্রলীগের প্রাথমিক সদস্য পদের ফর্ম শেষবার বিতরণ করা হয়েছিল ১১ বছর আগে৷ শপথপত্রে সই করে সদস্য হওয়ার বিধান গঠনতন্ত্রে লেখা থাকলেও দেশের সবচেয়ে পুরনো এই ছাত্র সংঠনে গুরুত্ব পায় না সেই নিয়ম৷ ফলে প্রাথমিক সদস্য নন- এমন প্রার্থীদের নিয়েই আগামী রবি ও সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্রলীগের সম্মেলন৷ দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর ডাকা এই কাউন্সিলের নির্বাচন কমিশনার মিজানুর রহমান শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার সভাপতি পদে ৬৪ জন এবং সাধারণ সম্পাদক পদের জন্য ১৬৩ জন মনোয়নপত্র জমা দিয়েছেন৷

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এই প্রার্থীদের অধিকাংশেরই প্রাথমিক সদস্য পদ নেই, যোগ করেন আরেক নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ৷ তিনিই জানান, সর্বশেষ ১৯৯৯-২০০০ সেশনে শেষবার ছাত্রলীগের প্রাথমিক সদস্য পদের ফরম বিতরণ করা হয়৷ এরপর আর কখনো সদস্য ফরম ছাপাও হয়নি, বিতরণও হয়নি৷ ফলে নিয়ম অনুযায়ী ফরম পূরণ করে সদস্য হওয়ার সুযোগ হয়নি সংগঠনের বর্তমান নেতাদের অনেকেরই৷

কালোটাকা সাদা করার পথ খুলে গেল পুঁজিবাজারে

পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের বিষয়ে 'বহুপ্রতীক্ষিত' আদেশটি জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড৷ এই আদেশ অনুযায়ী ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ ১ জুলাই থেকেই কার্যকর হয়েছে৷ এই সুবিধার ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে, বাজারে বিনিয়োগ করা কালো টাকা দুই বছরের মধ্যে তোলা যাবে না৷ তবে নির্ধারিত সময়ের আগে বিনিয়োগের ওপর থেকে লাভ তুলতে পারবেন বিনিয়োগকারী৷ বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে 'অপ্রদর্শিত আয়' বিনিয়োগের এই সুবিধা প্রযোজ্য হবে না৷

আমিনুল ইসলামের দাফন সম্পন্ন

খ্যাতিমান চিত্রশিল্পী আমিনুল ইসলামকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে৷ এর আগে বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষক আমিনুল ইসলাম শুক্রবার ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে মারা যান৷ তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর৷ শিল্পীর মরদেহ শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে চারুকলা অনুষদ প্রঙ্গণে আনা হয়৷ সেখানে চারুকলার শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানায়৷

সংকলন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ