1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০১২

১৫ মে ২০১২

১৫ বছরের ইয়ানেক একজন ফুটবল ফ্যান৷ অনেক ভাগ্যবানদের মধ্যে ইয়ানেক একজন৷ কারণ, সে ২০১২ সালের ইউরো কাপের কোয়ার্টার ফাইনালের টিকিট হাতে পেয়েছে৷

ছবি: picture-alliance/dpa

কোয়ার্টার ফাইনালে কে কে খেলবে? ইয়ানেক আশা করছে পোল্যান্ড এবং জার্মানিকে সে মাঠে পাবে৷ পোল্যান্ডে ইউরো কাপের টিকিট ছেড়ে দেয়া হয়েছিল লটারির মাধ্যমে৷ অনেকেই আশা করেছিল, হয়তো তাদের কপালে একটি করে হলেও টিকিট উঠবে৷ তবে সেটা হয়নি৷

যারা টিকিট পায়নি তাদের হয়তো বাড়িতে বা বারে বসে বড় স্ক্রিনে খেলা দেখতে হবে৷ কারণ মাত্র ৪১ শতাংশ টিকিট ছাড়া হয়েছিল সাধারণ মানুষের জন্য৷

এদিকে অনেক টিকিটই ধরে রেখেছে পোল্যান্ডের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন৷ আর বেশিরভাগ টিকিটই ভিআইপি এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের জন্য রেখে দেয়া হয়েছে৷ এর মধ্যে স্পনসর এবং বিভিন্ন শহর পরিষদের ব্যক্তিরাও রয়েছেন৷ এছাড়া, বহু টিকিট নাকি বিক্রি করা হয়েছে সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য৷

পোসনান'এর সিটি কাউন্সিলর টোমাস লেওয়ানডন্সকি অবশ্য দৈনিক পত্রিকা গাজেটা ভিবরসাকে জানান, ‘‘সবাইকে যদি অর্থের বিনিময়ে টিকিট কিনতে হয়, তাহলে তা যথার্থ হবে৷ তবে আমি বিনামূল্যে টিকিট পেয়েছি কারণ কাউন্সিলের পক্ষ হয়ে অনেক ধরণের দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি৷ টুর্নামেন্টের আয়োজনে আমাদের অনেক কাজ করতে হয়েছে, খাটতে হয়েছে৷ তাই আমাদের হাতে কয়েকটি টিকিট এসেছে বিনামূল্যে৷''

এই মুহূর্তে টিকিটের দাম প্রায় আড়াই হাজার স্লটি অর্থাৎ সাড়ে সাতশো ডলার৷ এবং খেলা যত এগিয়ে আসছে টিকিটের দাম ততই বেড়ে চলেছে৷ ইউক্রেনের অনেক ফুটবল ফ্যানই হতাশ এই অবস্থা দেখে৷ তাদের টিকিটের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল৷ কিন্তু বেশিরভাগের ভাগ্যেই কোন টিকিট জোটে নি৷

খেলার টিকিট পাওয়া যাচ্ছে না – এই খবর ছড়িয়ে পড়ার পরই কালো বাজারে টিকিট ছাড়া হয়৷ টিকিটের মূল্য হয় যায় প্রায় দশগুন বেশি৷ অথচ একমাস আগেও ইন্টারনেটে টিকিট বিক্রি হয়েছে স্বাভাবিক মূল্যেই৷

তাই অনেক ফুটবল ফ্যানই এ নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে৷ দূর্নীতির অভিযোগও আনা হয়েছে অনেকের বিরুদ্ধে৷ কালো বাজারে বেশি অর্থের লোভে টিকিট ছাড়া হয়েছে – এমন অভিযোগ এসেছে৷ যে টিকিটের নির্ধারিত মূল্য ছিল ৪০ ডলার, সেসব টিকিট কালো বাজারে সাতশো থেকে সাড়ে সাতশো ডলারে বিক্রি হচ্ছে৷ এবং তা নিয়ে কর্তৃপক্ষের কোন মাথাব্যথা নেই৷

ইউক্রেনে সাধারণত একটি পরিবারের আয় তিনশো থেকে তিনশো ষাট ডলার৷ তাই চল্লিশ ডলার দিয়ে টিকিট কেনাও তাদের সামর্থ্যের বাইরে, বলছে অনেকেই৷

আসল কথা হল, কালো বাজারে ইউরো কাপের টিকিট বিক্রি করা নিষিদ্ধ করতে হবে৷ পোলিশ অর্গানাইজিং কমিটির ইউলিউস গ্লুস্কি জানান, ‘‘আমরা প্রতিটি অকশান সাইটে জানিয়েছি যে এ ধরণের কেনা-বেচা পুরোপুরি বন্ধ করতে, এসব কর্মকাণ্ড ব্লক করে দিতে৷''

তারপরও টিকিট বিক্রি হচ্ছে৷ সর্বোচ্চ টিকিটের দাম উঠেছে আট হাজার স্লটি৷ এবং তা করা হচ্ছে বেশ নাটকীয়ভাবে৷ বাস্তবে টিকিট ‘বিক্রি' করা হচ্ছে না৷ তা দেয়া হচ্ছে ‘বিনামূল্যে'৷ একটি শার্ট, টি শার্ট বা স্কার্ফ কিনলে খেলার টিকিট পাওয়া যাচ্ছে টাকা ছাড়াই৷ বলা বাহুল্য, সেই শার্ট বা স্কার্ফের দামই হচ্ছে আট হাজার স্লটি অর্থাৎ দুই হাজার তিনশো তিরাশি ডলার৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার (ডিপিএ)

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ