1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাল আবার বাকের ভাইয়ের ‘ফাঁসি দেখব’

৬ মে ২০২০

এই মুহূর্তে মনে পড়ছে কিছু শ্লোগান৷ ‘বাকের ভাইয়ের ফাঁসি হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’; ‘বাকের ভাইয়ের ফাঁসি কেন, জবাব চাই’; ‘বদি তুমি সাক্ষী দিলে ভাসবে তুমি খালে বিলে’৷

ফাইল ছবিছবি: Getty Images/AFP/M. Uz Zaman

নব্বইয়ের দশকে বাংলাদেশ টেলিভিশন বা বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকের একটি চরিত্র বাকের ভাই৷ আর তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল বদি৷

শেষ পর্বে বাকের ভাইয়ের ফাঁসি হবে, এই খবর জানাজানি হলে সারা দেশে প্রতিবাদ শুরু হয়েছিল৷ মনে আছে, তখন পত্রিকায় গুরুত্ব দিয়ে সেসব বিক্ষোভের খবর বেরিয়েছিল৷ হুমায়ূন আহমেদকে তাঁর সিদ্ধান্ত বদলের আহ্বানও জানানো হয়েছিল৷ কিন্তু তিনি তা করবেন না বললে তাঁকে হুমকিও দেয়া হয়৷ পরে নিজের নিরাপত্তায় পুলিশের সহায়তা নিতে হয়েছিল হুমায়ূন আহমেদকে৷

এরপর যখন বাকের ভাইয়ের ফাঁসি হয় তখন দেশের বিভিন্ন স্থানে কুলখানিও হয়েছে৷ সেই খবরও সংবাদপত্রে পড়েছি৷

সবকিছু ঠিক থাকলে কাল বৃহস্পতিবার আবারও বিটিভিতে ‘কোথাও কেউ নেই’ এর শেষ পর্বটি প্রচারিত হবে৷ করোনার কারণে ঘরে বসে থাকা মানুষের একঘেয়েমি কাটাতে ৬ এপ্রিল থেকে প্রতিদিন রাত সাড়ে আটটায় ‘কোথাও কেউ নেই’ দেখাচ্ছে বিটিভি৷

এর সঙ্গে হুমায়ূন আহমেদের লেখা আরেক ধারাবাহিক ‘বহুব্রীহি’ও দেখানো হয়েছে৷ সেটির প্রচার শেষ হওয়ার পর এখন চলছে একই লেখকের লেখা আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘এইসব দিনরাত্রি’৷ এই নাটকটি শেষ হয়েছিল টুনি নামের ছোট্ট এক মেয়ের মৃত্যুর মধ্য দিয়ে৷ সে লিউকেমিয়ায় আক্রান্ত ছিল৷ আবেগী বাঙালি সেই মেয়েটিকে বাঁচাতেও হুমায়ূন আহমেদের প্রতি অনুরোধ জানিয়েছিল৷

করোনার কারণে পুরনো জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলো দেখানোর বিটিভির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক ফেসবুক ব্যবহারকারী৷ এসব দেখে তাদের অনেকে নস্টালজিয়ায় ভুগছেন৷ কারও মনে পড়ে যাচ্ছে এসব নাটক দেখার সময়কার বিভিন্ন স্মৃতি৷ এ যেন এক ধাক্কায় ত্রিশ বছর আগে ফিরে যাওয়া!

জাহিদুল হক, ডয়চে ভেলেছবি: DW/Matthias Müller

নব্বইয়ের দশকের কিশোর-কিশোরীদের কাছে আসাদুজ্জামান নূর এখনও বাকের ভাই৷ সুবর্ণা মুস্তাফা এখনও মুনা আপা৷

পুরনো নাটকগুলো দেখতে গিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের একটা কথা মনে পড়ছে৷ সম্ভবত তিনিই কোনো একসময় বলেছিলেন, তাঁরা যখন লেখাপড়া করেছেন তখন স্কুল ঘরগুলো ছিল কাঁচা, কিন্তু বেশিরভাগ শিক্ষকই ছিলেন পাকা৷ আর এখন স্কুল ঘরগুলোর বেশিরভাগই হয়েছে পাকা, কিন্তু এখন শিক্ষকেরা কাঁচা৷

প্রিয় পাঠক, বর্তমান আর পুরনো সময়ে নির্মিত নাটক দেখলে আপনারও কি এমন মনে হয়?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ