1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাল থেকে আবারও টানা হরতাল

৯ জুলাই ২০১১

রবিবার সকাল থেকে শুরু হচ্ছে ১২টি সমমনা ইসলামী রাজনৈতিক দলের টানা ৩০ ঘন্টার হরতাল৷ তবে তারা বলেছে এই হরতাল রাজনৈতিক নয়৷ আর বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে অনশন কর্মসূচি পালন করবে বুধবার৷

Protesting Bangladeshi garments workers burn tires and furniture to block traffic, at Chittagong, 215 kilometers (135 miles) southeast of Dhaka, Bangladesh, Sunday, Dec. 12, 2010. Garment workers demanding the implementation of a new minimum wage clashed with police at an industrial zone in southeastern Bangladesh on Sunday, leaving up to three people dead and 100 hurt, police and news reports said. (AP Photo/ Alauddin Hossain Dulall)
আবারও উত্তপ্ত বাংলাদেশছবি: AP

১২টি সমমনা ইসলামী রাজনৈতিক দলের কাল থেকে শুরু হওয়া ৩০ ঘন্টার হরতালে সমর্থন দিয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামী৷ ফলে টানা ৪৮ ঘন্টার হরতালের দু'দিন পর এই হরতাল গুরুত্ব পেয়েছে৷ যদিও ইসলামী দলগুলো আজ এক সংবাদ সম্মেলনে বলেছে তাদের এই হরতাল রাজনৈতিক নয়৷ সংবিধান থেকে ‘‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা'' শব্দগুলো তুলে দেয়ার প্রতিবাদে তারা এ হরতাল ডেকেছেন৷ কিন্তু এই হরতালে বাধা দিলে তারা আরো কঠোর কর্মসূচী দেবেন৷ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলান আব্দুর রব ইউসুফী৷ তিনি বলেন তাদের ওপর যেমন কোন জুলুম নির্যাতন তারা সহ্য করবেন না৷ তেমনি তারা জোর করে কাউকে হরতাল পালনে বাধ্য করবেন না৷ তারা হরতাল আহ্বান করে জনগণের ওপর ছেড়ে দিয়েছেন৷ যাদের খুশি স্বেচ্ছায় হরতাল পালন করবেন৷

অন্যদিকে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে অনশন কর্মসূচী পালন করবে বিএনপি৷ এতে নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া৷ আজ কর্মসূচী নিয়ে এক বৈঠক শেষে একথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর৷ আর বিএনপি নেতা এমকে আনোয়ার বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোন বিকল্প নাই৷

এদিকে কালকের হরতালকে সামনে রেখে পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ৷ তিনি বলেছেন সাধানরন মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং জানমালের নিরাপত্তা দিতে তারা দায়িত্ব পালন করবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ