কাল থেকে আবারও টানা হরতাল
৯ জুলাই ২০১১১২টি সমমনা ইসলামী রাজনৈতিক দলের কাল থেকে শুরু হওয়া ৩০ ঘন্টার হরতালে সমর্থন দিয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামী৷ ফলে টানা ৪৮ ঘন্টার হরতালের দু'দিন পর এই হরতাল গুরুত্ব পেয়েছে৷ যদিও ইসলামী দলগুলো আজ এক সংবাদ সম্মেলনে বলেছে তাদের এই হরতাল রাজনৈতিক নয়৷ সংবিধান থেকে ‘‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা'' শব্দগুলো তুলে দেয়ার প্রতিবাদে তারা এ হরতাল ডেকেছেন৷ কিন্তু এই হরতালে বাধা দিলে তারা আরো কঠোর কর্মসূচী দেবেন৷ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলান আব্দুর রব ইউসুফী৷ তিনি বলেন তাদের ওপর যেমন কোন জুলুম নির্যাতন তারা সহ্য করবেন না৷ তেমনি তারা জোর করে কাউকে হরতাল পালনে বাধ্য করবেন না৷ তারা হরতাল আহ্বান করে জনগণের ওপর ছেড়ে দিয়েছেন৷ যাদের খুশি স্বেচ্ছায় হরতাল পালন করবেন৷
অন্যদিকে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে অনশন কর্মসূচী পালন করবে বিএনপি৷ এতে নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া৷ আজ কর্মসূচী নিয়ে এক বৈঠক শেষে একথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর৷ আর বিএনপি নেতা এমকে আনোয়ার বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোন বিকল্প নাই৷
এদিকে কালকের হরতালকে সামনে রেখে পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ৷ তিনি বলেছেন সাধানরন মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং জানমালের নিরাপত্তা দিতে তারা দায়িত্ব পালন করবেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম