1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশিমপুর কারাগারে বাদী-আসামির বিয়ে

২ অক্টোবর ২০২১

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আদালতের নির্দেশে নারী ও শিশুনির্যাতন দমন আইনে দায়ের করা এক মামলার বাদী ও আসামির বিয়ে হয়েছে৷

ফাইল ফটো৷ছবি: picture-alliance/AP Photo/Yarthur

জ্যেষ্ঠ জেল সুপার মো. গিয়াস উদ্দিন ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার কারাগারের দপ্তর কক্ষে ২০ লাখ এক টাকা দেনমোহরে এই বিয়ে হয়েছে৷

তিনি বলেন, চট্টগ্রামের সাতকানিয়া থানার পূর্ব খাটিয়া এলাকার আব্দুল হামিদের ৪০ বছর বয়সী ছেলে কেএম আক্কাসের সঙ্গে ৩৫ বয়সী সাজেদা আক্তারের বিয়ে হয়৷

বাদী সাজেদা আক্তার নারী ও শিশুনির্যাতন দমন আইনে কেএম আক্কাসের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন৷

চলতি বছর মার্চ মাসে মামলায় গ্রেপ্তারের পর আক্কাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত৷

পরে উচ্চ আদালতের নির্দেশে এবং দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে বলে জানান কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার জাহান৷

বিয়েতে দুই পক্ষের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ