1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীরের মানবাধিকার কর্মী আটক

১৬ সেপ্টেম্বর ২০১৬

আগের দিন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে যোগ দিতে জেনেভায় যেতে দেয়া হয়নি তাঁকে৷ তারপর গ্রেপ্তারই হলেন কাশ্মীরের মানবাধিকার কর্মী খুররম পারভেজ৷ বৃহস্পতিবার রাতে শ্রীনগর থেকে আটক করা হয় তাঁকে৷

ছবি: picture-alliance/Pacific Press/F. Khan

বুধবার জেনেভাগামী বিমানে উঠতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন কাশ্মীরের মানবাধিকার কর্মী খুররম পারভেজ৷ ইমিগ্রেশন অফিসাররা তাঁকে বিমানে উঠতে দেননি৷ খুররম পারভেজের কাছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে যোগ দিতে যাবার আমন্ত্রণপত্র ছিল৷ যথাযথ ভিসাও ছিল তাঁর৷ অথচ তারপরও তাঁকে যেতে দেয়া হয়নি৷

জেনেভায় যেতে ব্যর্থ হয়ে শ্রীনগরে নিজের বাড়িতে ফিরে গিয়েছিলেন খুররম পারভেজ৷ বৃহস্পতিবার রাতে বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয় বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে৷ নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তাও বার্তাসংস্থা এপি-কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন৷ তবে গ্রেপ্তারের কারণ তিনি জানাননি৷

ভারতের মানবাধিকারকর্মী কবিতা কৃষ্ণনও কাশ্মীরের প্রথম সারির মানবাধিকার কর্মী খুররম পারভেজের গ্রেপ্তার হওয়ার খবরটি টুইটার ও ফেসবুকে শেয়ার করেছেন৷

তাঁর ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা খবরটির নীচে একজনের মন্তব্য, ‘‘৩০ সেপ্টেম্বর, অর্থাৎ জাতিসংঘের অধিবেশনটি শেষ হওয়া পর্যন্ত সম্ভবত আটকে রাখা হবে তাঁকে৷''

জানা যায়, খুররম পারভেজ ও তাঁর মানবাধিকার সংস্থা ‘কোয়ালিশন অফ সিভিল সোসাইটি' অনেকদিন ধরেই কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরছিল৷ গত ৩ সেপ্টেম্বরও টুইটারে পুলিশের গুলিতে দুই তরুণের মৃত্যুর খবর জানান৷

সাম্প্রতিক সময়ে কাশ্মীরে সরকারি বাহিনীর হামলায় অন্তত ৮০ জন নিহত এবং শহস্রাধিক মানুষ আহত হয়েছে৷

এসিবি/ডিজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ