কাশ্মীর পরিস্থিতি যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠছে, নিরাপত্তাবাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে হতাহতের সংখ্যা যেভাবে বাড়ছে তা এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনতে না পারলে ভারতের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে৷
বিজ্ঞাপন
তাই বিক্ষোভকারীদের মোকাবিলা করতে নিরাপত্তাবাহিনীকে আরও সংযত থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে পাল্টা চাপে রাখতে তৈরি হচ্ছে মোদী সরকার৷
জ্ম্মু-কাশ্মীরে সাত দিন ধরে লাগাতার কারফিউ চলেছে, স্বাভাবিক জনজীবন প্রায় স্তব্ধ৷ হুরিয়াত ও কট্টর বিচ্ছিন্নতাবাদী নেতারা গৃহবন্দি৷ অবিলম্বে রাজ্যে শান্তি আনতে না পারলে তা কেন্দ্র ও রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আশঙ্কা৷ প্রধানমন্ত্রী মোদী বিদেশ সফর থেকে ফিরেই তড়িঘড়ি মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে কাশ্মীরের বর্তমান পরিস্থিতিতে কিভাবে শান্তি আনা যায়, সে বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন৷ ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনে কাশ্মীর পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকার প্রসঙ্গ তুলে ভারতকে অপদস্থ করতে পাকিস্তানের তত্পরতাকে কিভাবে ভোঁতা করে দেওয়া যায়. কিভাবে পাল্টা চাপ দেওয়া যায়, তার কূটনৈতিক কৌশল নিয়েও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়৷
অপরূপ কাশ্মীরের আসল রূপ
কাশ্মীরের সৌন্দর্য্য নিয়ে অনেক কবিতা, বহু গান রচিত হয়েছে৷ আমাদের রবীন্দ্রনাথও কাশ্মীরের ঝিলম নদী নিয়ে কবিতা লিখেছেন৷ অপরূপ সেই কাশ্মীর নিয়েই দেখুন ছবিঘর৷
ছবি: M.Davari
সব ধর্মের অবস্থান
নানা সংস্কৃতি আর ভাষার মানুষের বসবাস কাশ্মীরে৷ আছে নানা ধর্মের মানুষও৷ কাশ্মীক উপত্যকার অধিকাংশ মানুষ মুসলমান৷ হিন্দুদের বাস জম্মু এলাকায়৷ আর লাদাখে আছেন বৌদ্ধরা৷
ছবি: picture-alliance/Arcaid
জাফরান
কাশ্মীরের আরেকটি বিখ্যাত জিনিস জাফরান৷ ইরান আর স্পেনের পর ভারত বিশ্বের সবচেয়ে বড় জাফরান রপ্তানিকারক৷
ছবি: imago/Xinhua
‘পুবের সুইজারল্যান্ড’
সুন্দর সব ফুলের বাগান আর বরফে ঢাকা সাদা পাহাড়চূড়ার দেখা পাওয়া যায় কাশ্মীরে৷ তাই অনেকে কাশ্মীরকে পুবের সুইজারল্যান্ড বলে ডাকেন৷ ২০১৪ সালে জম্মু ও কাশ্মীরে প্রায় ১১ লক্ষ পর্যটক গিয়েছিল৷
ছবি: picture-alliance/dpa
বরফ সাদা কাশ্মীর
শীত এলে পুরো কাশ্মীরের রঙ সাদা হয়ে যায়৷ তখন শীতকালীন খেলাধুলার জন্য কাশ্মীর উপযুক্ত হয়ে ওঠে৷ কিন্তু অপর্যাপ্ত অবকাঠামোর কারণে সেটা সম্ভব হয় না৷
ছবি: UNI
নদী
কাশ্মীরের হিমালয় অংশ থেকে ঐ অঞ্চলের প্রায় ২০টি নদী পানি পেয়ে থাকে৷ নদীগুলোর মধ্যে সিন্ধু, চেনাব আর ঝিলম সবচেয়ে বড়৷ এছাড়াও রয়েছে নীলম, রবি, দোদা ইত্যদি বেশ কয়েকটি উল্লেখযোগ্য নদী৷ বেশিরভাগ নদীই ভারত থেকে পাকিস্তানের দিকে প্রবাহিত হয়েছে৷
ছবি: UNI
কাঠ
জাফরানের মতো কাশ্মীরের কাঠও বেশ বিখ্যাত৷ ভালো ক্রিকেট ব্যাটের জন্য কাশ্মীরের কাঠের যেন বিকল্প নেই৷ এই কাঠ দিয়ে নৌকাও তৈরি হয়৷
ছবি: picture alliance/NurPhoto/Y. Nazir
সুফিবাদ
ষোড়শ শতকে কাশ্মীরে সুফিবাদের আগমন ঘটেছিল৷ সেই থেকে সেখানকার মানুষ সুফিবাদের চর্চাকারীদের পছন্দ করেন৷
ছবি: AP
মুভিতে কাশ্মীর
গত শতকের আশির দশকে বলিউডের ছবি নির্মাতাদের কাছে সবচেয়ে প্রিয় ‘লোকেশন’ ছিল কাশ্মীর৷ সেই সময়টা ছিল কাশ্মীরের জন্য স্বর্ণযুগ৷ কিন্তু এখন সেখানে প্রায় প্রতিদিনই সংঘাতের ঘটনা ঘটছে৷ ফলে নির্মাতারাও সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে৷ বর্তমানে সারা বছরে মাত্র এক থেকে দু’টি ছবির শ্যুটিং হয় কাশ্মীরে৷
ছবি: picture-alliance/dpa
সংঘাত কবে থামবে?
১৯৪৮ সাল থেকে কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের মধ্যে সংঘাত চলে আসছে৷ অদূর ভবিষ্যতে সেটার সমাধান হবে কিনা তার কোনো উত্তর কারও জানা নেই৷
ছবি: dapd
9 ছবি1 | 9
সেই অনুযায়ী, পাকিস্তানে ঘাঁটি গাড়া জঙ্গি গোষ্ঠীগুলি যে কাশ্মীরে সহিংসতা চালাবার জন্য দায়ী, সেটা জাতিসংঘে নতুন করে তুলে ধরেছে ভারত৷ বলেছে, সন্ত্রাসবাদ যে দেশের রাষ্ট্রীয় নীতি সে দেশের মুখে মানবাধিকার লংঘনের কথা একেবারেই বেমানান৷ পাকিস্তান এর আগে ভারতের বিরুদ্ধে কাশ্মীরে দমন পীড়ন এবং মানবাধিকার লংঘনের অভিযোগ তোলে৷ ইউরোপীয় ইউনিয়ন এবং মুসলিম দেশগুলির রাষ্ট্রদূতদের কাছেও কাশ্মীরের অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসলামাবাদ৷ তবে জাতিসংঘের মহাসচিব বান কি মুন পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতকে অভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে ফেলতে বলায় ভারত খানিকটা স্বস্তিতে, বিশেষ করে ‘অভ্যন্তরীণ' কথাটায়৷
উল্লেখ্য, হিজবুল মুজাহিদিনের জঙ্গি বুরহান ওয়ানি পুলিশের গুলিতে নিহত হলে শুরু হয় এই উত্তেজনা৷ বিচ্ছিন্নতাবাদীরা বুরহানিকে ‘শহিদ' আখ্যা দিলে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়াতে শামিল হয় হাজার হাজার মানুষ৷ কারফিউ অমান্য করে গৃহবন্দি হুরিয়াত নেতারা বিক্ষোভ মিছিলে যোগ দিলে তাঁদের গ্রেপ্তার করা হয়৷ এর প্রতিবাদে ‘কাশ্মীর বনধ' ডাকা হয়৷ সোশ্যাল মিডিয়াতে বিপ্লবী চে গুয়েভারার সঙ্গে তাঁকে তুলনা করা হয়৷ সে ছবি দ্রুত ছড়িয়ে পড়ে৷ সেজন্য ইন্টারনেট যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় সাময়িকভাবে৷ মৌলিক মানবাধিকারের প্রশ্ন তুলে কাশ্মীরিদের একাংশের অভিযোগ, বুরহানকে সাজানো সংঘর্ষে মারা হয়েছে৷
প্রধানমন্ত্রী মোদীর তরফে বলা হয়, শান্তি উদ্যোগের অঙ্গ হিসেবে কাশ্মীর উপত্যকায় বিক্ষোভকারীদের মোকাবিলা করতে আরও সংযত হবার নির্দেশ দেওয়া হয় নিরাপত্তা বাহিনীকে৷ সব পক্ষের কাছে শান্তি ফেরানোর আবেদন জানানো হয়েছে৷ মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গেও কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং৷ জরুরি ওষুধপত্রসহ উপত্যকায় পাঠানো হয়েছে মেডিক্যাল টিম৷
বিশ্বের কয়েকটি বিপজ্জনক সীমান্ত
দুই দেশের মধ্যে সীমানা নিয়ে যুদ্ধ কিংবা উন্নত জীবনের আশায় এক দেশের নাগরিকের প্রতিবেশী দেশে যাওয়া – ইত্যাদি কারণে বিশ্বের কয়েকটি সীমান্ত বিপজ্জনক বলে পরিচিত৷ ছবিঘরে থাকছে সেগুলোর কথা৷
ছবি: picture alliance/AP Photo
ভারত-পাকিস্তান সীমান্ত
এই সীমান্তের ৪০টি ‘স্পর্শকাতর’ অংশে ‘লেজার’-এর বেড়া দেয়া হবে বলে জানিয়েছে ভারত৷ পাকিস্তান থেকে ভারতে অবৈধ প্রবেশ ঠেকাতে এই ব্যবস্থা নেয়া হচ্ছে৷ এর ফলে বেড়ার সংস্পর্শে কিছু আসলে উচ্চস্বরে সাইরেন বেজে উঠবে৷ ২০১১ সালের জুনে ‘ফরেন পলিসি’ ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১৮০০ মাইল দীর্ঘ এই সীমান্তে নিহত হয়েছে এক লক্ষ ১৫ হাজারের বেশি মানুষ৷ প্রতিবেদনটি পড়তে উপরে ‘+’ চিহ্নে ক্লিক করুন৷
ছবি: Arif Ali/AFP/Getty Images
বাংলাদেশ-ভারত সীমান্ত
আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ এর হাতে ৪৬ জন বাংলাদেশি নিহত হয়েছে৷ আহত হয়েছে ৭৩ জন৷ এছাড়া অপহরণ করা হয়েছে ৫৯ জনকে৷ কয়েক সপ্তাহ আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে বাংলাদেশ-ভারত সীমান্ত শিগগিরই বেড়া দেয়ার কাজ শেষ করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান৷
ছবি: Str/AFP/Getty Images
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত
উন্নত জীবনের আশায় মেক্সিকো থেকে প্রতিবছর অনেক মানুষ যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়ার চেষ্টা করেন৷ আর তা করতে গিয়ে প্রাণ যায় অনেকের৷ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর ২০১৪ সালে প্রকাশিত প্রতিবেদন বলছে, গত ১৪ বছরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সীমান্ত পাড়ি দিতে গিয়ে ৬,০০০ এর বেশি লোক নিহত হয়েছে৷ প্রতিবেদনটি পড়তে উপরে ‘+’ চিহ্নে ক্লিক করুন৷
ছবি: Gordon Hyde
ভূমধ্যসাগর
যুদ্ধ আর সংঘাত এড়াতে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে শরণার্থী প্রবেশ করছে৷ এদের একটি বড় অংশ জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইউরোপে ঢোকার চেষ্টা করে৷ এতে প্রাণ যায় অনেকের৷ জার্মান ম্যাগাজিন ‘ডেয়ার স্পিগেল’ গত অক্টোবরে এক প্রতিবেদনে ভূমধ্যসাগরকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত বলে আখ্যা দেয়৷ ২০১৫ সালে ভূমধ্যসাগরে নিহতের সংখ্যা ছিল ৩,৭৭০৷
ছবি: picture-alliance/AP Photo/S. Palacios
আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত
প্রায় দেড় হাজার মাইল দীর্ঘ ‘ডুরান্ড লাইন’ নামে পরিচিত সীমান্ত এখনও মেনে নেয়নি আফগানিস্তান৷ পাকিস্তানের খাইবার-পাখতুনখা রাজ্যের পশতুন অধ্যুষিত এলাকা নিজেদের বলে দাবি করে আফগানিস্তান৷ এই সীমান্তকে ঘিরে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা প্রায়ই ঘটে থাকে৷
ছবি: Reuters
উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
বিশ্বের সবচেয়ে সামরিক সজ্জায় সজ্জিত সীমান্ত বলা হয় একে৷ ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধ শেষ হওয়ার পর প্রায় দেড়শো মাইল দীর্ঘ এই সীমান্তের দুই পাশ থেকে সৈন্যদের সরিয়ে দেয়া হয়৷ তখন থেকেই দুই দেশের সৈন্যরা প্রায় আড়াই মাইল প্রশস্ত এই সীমান্তের দুই পাশে অবস্থান করছে৷
ছবি: picture alliance/AP Photo
6 ছবি1 | 6
প্রধানমন্ত্রী মোদীর এই শান্তি উদ্যোগকে স্বাগত জানিয়েছে ভারতের সব রাজনৈতিক দল৷ খুব শিগগিরই একটা সর্বদলীয় প্রতিনিধিদলকে পাঠানো হবে কাশ্মীরে৷ কিন্তু বিচ্ছিন্নতাবাদীরা প্রধানমন্ত্রীর এই শান্তি উদ্যোগকে ‘অর্থহীন' বলে অভিহিত করলেও রাজ্যের প্রধান বিরোধী দল ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির নিষ্ক্রিয়তার দিকে আঙ্গুল তুলে তাঁর ইস্তফার দাবি তুলেছে৷
ভারতের বুদ্ধিজীবী মহলের একাংশের প্রশ্ন- নিরাপত্তা বাহিনী সংযত হলেই কি সবকিছু ঠাণ্ডা হয়ে যাবে ? কাশ্মীরের তিন দশক ধরে সহিংসার ধারাবাহিকতা কিন্তু সেকথা বলে না৷ কাশ্মীরের বিচ্ছিন্নবাদীরা কোনো-না- কোনো ইস্যু নিয়ে উত্তেজনা, সংঘর্ষ জিইয়ে রাখতে চায়৷ জাতীয় স্বার্থে এর স্থায়ী সমাধান হতে পারে, বিচ্ছিন্নতাবাদীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় শামিল করা ভারতের অখণ্ডতার সঙ্গে কোনো আপোষ না করে৷ ভূমিগত বাস্তবতার নিরিখে মোদী সরকারের উচিত এই ধরণের এক বড় রাজনৈতিক পদক্ষেপ নেওয়া৷ আগামী সোমবার বসছে সংসদের ‘বাদল অধিবেশন'৷ কাশ্মীরের অস্থিরতা নিয়ে মোদীকে রেহাই দেবে না বিপক্ষ দলগুলি৷ জবাবদিহি করতে হবে মোদীকে৷