ভারত-শাসিত কাশ্মীরের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে এক অভিনব প্রচারণা চালাচ্ছে পাকিস্তানের একটি ফেসবুক পেজ৷ ভারতের বিখ্যাত ব্যক্তিদের চোখেমুখে ছররা গুলির আঘাত-চিহ্ন এঁকে তাঁদের মর্মস্পর্শী চিঠি জুড়ে দেয়া হয়েছে সেখানে৷
বিজ্ঞাপন
কাশ্মীরে রাজনৈতিক অস্থিরতা চলছে বহুদিন ধরেই৷ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সামরিক ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রায়ই সেখানে ছররা গুলি ব্যবহার করে থাকে৷ তারা এটিকে প্রাণঘাতী নয় বলে দাবি করলেও, গত কয়েকদিনে কাশ্মীরে ঘটে যাওয়া বিক্ষোভ এবং সহিংসতায় অসংখ্য কাশ্মীরবাসী ছররা গুলির আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷ এঁদের মধ্যে শিশু-কিশোররাও রয়েছে, যারা কোনো বিক্ষোভ-স্থলে উপস্থিতই ছিল না৷ ডাক্তাররা বলছেন, এদের মধ্যে অনেকেই চোখে গুলির ক্ষতের কারণে চিরতরে দৃষ্টিশক্তি হারাবেন৷
‘নেভার ফর্গেট পাকিস্তান’ শীর্ষক ফেসবুক পাতায় শেয়ার হওয়া ‘হোয়াট ইফ ইউ নিউ দ্য ভিক্টিম?’ নামের একটি অ্যালবামে ভারতীয় অভিনেতা-অভিনেত্রী শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট, সাইফ আলি খান, কাজল ও ঋত্বিক রোশন ছাড়াও স্থান পেয়েছেন রাজনীতিবিদরা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সোনিয়া গান্ধীকেও এই প্রচারণার অংশ হিসেবে রাখা হয়েছে৷ এমনকি ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিও আছেন একটি ছবিতে; পাশাপাশি একমাত্র অ-ভারতীয় হিসেবে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ (বানানভেদে সাকারবার্গ)৷
কাশ্মীর সমস্যার সমাধান কি সম্ভব?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক সহিংসতা আবারো এই প্রশ্নকে উস্কে দিয়েছে৷ কি চায় কাশ্মীরের জনগণ? আর ভারত সরকার কি সেখানকার পরিস্থিতি সামাল দিতে পারছে? কাশ্মীরের বর্তমান সংকট নিয়েই এই ছবিঘর৷
ছবি: Getty Images/AFP/T.Mustafa
সংঘর্ষের সূত্রপাত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ৮ জুলাই নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথিত সংঘর্ষে স্থানীয় হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে৷ বুরহান নিহত হওয়ার প্রতিবাদে হাজার হাজার ক্ষুব্ধ জনতা সড়কে নেমে নিরাপত্তাবাহিনীর ওপর ইট পাটকেল ছুড়লে পাল্টা গুলি চলে তাদের ওপর৷ সংঘর্ষে এখন পর্যন্ত ৪০ এরও বেশি নিহত হয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo/D. Yasin
কারফিউয়ে জনজীবন অচল
কাশ্মীরি নেতাদের বনধের ডাকে সমগ্র কাশ্মীর উপত্যকার জনজীবন স্তব্ধ হয়ে গেছে৷ কারফিউ জারি করেও নিয়ন্ত্রন করা যাচ্ছে না প্রতিবাদকারীদের৷ অন্যদিকে, খাবার ও ওষুধ সংকট দেখা দিয়েছে৷ মোবাইল ও ইন্টারনেট এবং ট্রেন সার্ভিস বন্ধ রয়েছে৷
ছবি: picture-alliance/dpa/F. Khan
আরো সেনা মোতায়েন
সাম্প্রতিক উত্তেজনার কারণে চলতি সপ্তাহে ওই অঞ্চলে বাড়তি ৮শ’ সেনা মোতায়েন করা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/F. Khan
নিহতদের বেশিরভাগই তরুণ
সাম্প্রতিক সহিংসতার নিহত ৪৪ জনের মধ্যে বেশিরভাগই বয়সে তরুণ৷ তাদের বয়স ১৬ থেকে ২৬ বছরের মধ্যে৷ আহতদের মধ্যে অনেক শিশু ও নারী রয়েছে৷
ছবি: picture-alliance/dpa/F. Khan
দৃষ্টিশক্তি হারাতে পারে শতাধিক মানুষ
চিকিৎসকদের আশঙ্কা, কারফিউয়ের কারণে প্রয়োজনীয় ওষুধ এবং রক্তের অভাবে আরো অনেকের মৃত্যু হতে পারে৷ প্রায় শতাধিক মানুষের চোখে শটগানের গুলি লেগেছে বলে জানিয়েছেন তারা৷ দ্রুত চিকিৎসা না হলে তারা দৃষ্টিশক্তি হারাতে পারেন৷
ছবি: Reuters/D.Ismail
ভারত-পাকিস্তান সম্পর্ক
কাশ্মীরে চলমান সহিংসতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তান অভিযোগ করায় দু’পক্ষের সম্পর্ক আবারো উত্তপ্ত হয়ে উঠেছে৷ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ভারত সরকারের অস্বস্তি বেড়েছে৷ ইসলামাবাদে সার্কভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ যাবেন কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে৷
ছবি: picture-alliance/dpa/Press Information Bureau
চাপে মোদী সরকার
কাশ্মীর পরিস্থিতির কারণে ভারতের প্রধানমন্ত্রী মোদী অভ্যন্তরীণ চাপের মুখেও পড়তে পারেন বলে সরকারের একাংশের আশঙ্কা৷ প্রশ্ন উঠতে পারে, মোদীর পাকিস্তান নীতি নিয়েও৷ নরেন্দ্র মোদী সরকারের শুরুটাই হয়েছিল পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতির বার্তা দিয়ে৷ পাঠানকোট হামলার পর পরিস্থিতি বদলে যায়৷ আর কাশ্মীর ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের নিন্দায় চাপে পড়েছে মোদী সরকার৷
ছবি: DW/J. Akhtar
কাশ্মীর কার ভূখণ্ড?
ভারত ও পাকিস্তান উভয় রাষ্ট্রই কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে৷ দীর্ঘ ৬০ বছর ধরে ওই অঞ্চলটি নিয়ে বিবাদে জড়িয়ে আছে পরমাণু শক্তিধর এই দুই রাষ্ট্র৷ এই সময়ের মাঝে দুটি দেশই দুইবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ে৷
ছবি: picture-alliance/dpa/J. Singh
যে কারণে সহিংসতা
মুসলিম অধ্যুষিত ওই অঞ্চলের বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী কাশ্মীরের স্বাধীনতার লক্ষ্যে অস্ত্র তুলে নেয়৷ এরপর থেকে সেনাবাহিনীর উপস্থিতি এবং সেনাদের সঙ্গে সংঘর্ষে প্রায়ই উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর পরিস্থিতি৷
ছবি: Getty Images/AFP/M. Tauseef
9 ছবি1 | 9
জাকারবার্গের প্রতি কাশ্মীরের তরুণদের নামে লেখা চিঠিতে তুলে ধরা হয়েছে ফেসবুকের কিছু সাম্প্রতিক কর্মকাণ্ড৷ রয়েছে ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড'-এর নামে গুলিবিদ্ধদের ছবি সরিয়ে ফেলার কথা অথবা ভারত সরকার যেভাবে কাশ্মীরে মোবাইল ইন্টারনেট ও পত্রিকা বন্ধ করে দিয়েছে, তার কথা৷
একইভাবে নরেন্দ্র মোদীর কাছে লেখা চিঠিটি কাশ্মীরের একজন ডাক্তারের নাম লেখা, যেখানে দীর্ঘদিন ধরে চলমান এই ছররা গুলির ব্যবহারের বিষয়ে অভিযোগ করা হয়েছে৷
‘বিগ বি' অমিতাভ বচ্চনের কাছে লেখা চিঠিটিতে এক গুলিবিদ্ধ যুবকের বাবা অভিযোগ করছেন যে, এক প্রতিবন্ধীকে সিআরপিএফ বাহিনীর আক্রমণ থেকে বাঁচাতে গিয়ে তাঁর সন্তানকে গুলি খেতে হয়েছে৷
সোনিয়া গান্ধীর কাছে লেখা চিঠিটিতে একজন ডাক্তার জানান যে, তাঁদের সব ডাক্তারদের ঈদের ছুটি বাতিল করে হাসপাতালে ফিরতে হয়েছে, এবং সেখানকার পাঁচ-পাঁচটি অপারেশন টেবিল সারাক্ষণ ব্যস্ত রয়েছে৷
বিরাট কোহলির কাছে লেখা হৃদয়বিদারক চিঠিটি লেখা হয়েছে গুলির আঘাতে দৃষ্টি হারানো এক ক্রিকেটারের নামে৷ ছবিতে দেখানো আহত বিরাটকে সে বলছে ‘হয়ত আমার মতো তুমিও আর বল দেখতে পাবে না৷ অবশ্য আর্মি বলছে, আমরা প্রাণে বেঁচে থাকতে পারবো৷'
এছাড়াও অভিনেতা সাইফ আলি খান ও ঋত্বিক রোশনকে লেখা চিঠিতে ‘ফ্যান্টম' ও ‘মিশন কাশ্মীর' ছবিতে তাঁদের চরিত্রের কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে৷
অভিনেত্রী কাজলের কাছে লেখা চিঠিটি গুলিতে আহত এক ন'বছর বয়সি মেয়ের মায়ের৷ মেয়েটির ওপর যখন গুলি চালানো হয়, তখন সে তার নিজের ঘরে জানালার পাশে দাঁড়িয়ে ছিল৷
বলা বাহুল্য, এমন শক্তিশালী ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে অচিরেই ছড়িয়ে পড়েছে৷ ফেসবুক ও টুইটারে অনেকেই ছবির সেলেব্রিটিদের ট্যাগ করছেন৷ তবে এখনও পর্যন্ত এঁদের কেউ-ই তার জবাব দেননি৷ তবে টুইটকারীরা #ইন্ডিয়া-কান্ট-সি অথবা #লেট-কাশ্মীর-ডিসাইড হ্যাশট্যাগ ব্যবহার করে তাঁদের মতামত জানাচ্ছেন৷
এদিকে ছবিগুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ভারতীয়দের মধ্যে৷ পাকিস্তানি একটি ফেসবুক পেজ থেকে এমন প্রচারণায় ক্ষুব্ধ হচ্ছেন অনেক ভারতীয়৷ অনেকেই পাকিস্তানের সহিংসতা ও অস্থিতিশীলতা নিয়ে সেসব ছবিতে মন্তব্য করছেন৷
সংকলন: ফাহমিম ফেরদৌস
সম্পাদনা: দেবারতি গুহ
অপরূপ কাশ্মীরের আসল রূপ
কাশ্মীরের সৌন্দর্য্য নিয়ে অনেক কবিতা, বহু গান রচিত হয়েছে৷ আমাদের রবীন্দ্রনাথও কাশ্মীরের ঝিলম নদী নিয়ে কবিতা লিখেছেন৷ অপরূপ সেই কাশ্মীর নিয়েই দেখুন ছবিঘর৷
ছবি: M.Davari
সব ধর্মের অবস্থান
নানা সংস্কৃতি আর ভাষার মানুষের বসবাস কাশ্মীরে৷ আছে নানা ধর্মের মানুষও৷ কাশ্মীক উপত্যকার অধিকাংশ মানুষ মুসলমান৷ হিন্দুদের বাস জম্মু এলাকায়৷ আর লাদাখে আছেন বৌদ্ধরা৷
ছবি: picture-alliance/Arcaid
জাফরান
কাশ্মীরের আরেকটি বিখ্যাত জিনিস জাফরান৷ ইরান আর স্পেনের পর ভারত বিশ্বের সবচেয়ে বড় জাফরান রপ্তানিকারক৷
ছবি: imago/Xinhua
‘পুবের সুইজারল্যান্ড’
সুন্দর সব ফুলের বাগান আর বরফে ঢাকা সাদা পাহাড়চূড়ার দেখা পাওয়া যায় কাশ্মীরে৷ তাই অনেকে কাশ্মীরকে পুবের সুইজারল্যান্ড বলে ডাকেন৷ ২০১৪ সালে জম্মু ও কাশ্মীরে প্রায় ১১ লক্ষ পর্যটক গিয়েছিল৷
ছবি: picture-alliance/dpa
বরফ সাদা কাশ্মীর
শীত এলে পুরো কাশ্মীরের রঙ সাদা হয়ে যায়৷ তখন শীতকালীন খেলাধুলার জন্য কাশ্মীর উপযুক্ত হয়ে ওঠে৷ কিন্তু অপর্যাপ্ত অবকাঠামোর কারণে সেটা সম্ভব হয় না৷
ছবি: UNI
নদী
কাশ্মীরের হিমালয় অংশ থেকে ঐ অঞ্চলের প্রায় ২০টি নদী পানি পেয়ে থাকে৷ নদীগুলোর মধ্যে সিন্ধু, চেনাব আর ঝিলম সবচেয়ে বড়৷ এছাড়াও রয়েছে নীলম, রবি, দোদা ইত্যদি বেশ কয়েকটি উল্লেখযোগ্য নদী৷ বেশিরভাগ নদীই ভারত থেকে পাকিস্তানের দিকে প্রবাহিত হয়েছে৷
ছবি: UNI
কাঠ
জাফরানের মতো কাশ্মীরের কাঠও বেশ বিখ্যাত৷ ভালো ক্রিকেট ব্যাটের জন্য কাশ্মীরের কাঠের যেন বিকল্প নেই৷ এই কাঠ দিয়ে নৌকাও তৈরি হয়৷
ছবি: picture alliance/NurPhoto/Y. Nazir
সুফিবাদ
ষোড়শ শতকে কাশ্মীরে সুফিবাদের আগমন ঘটেছিল৷ সেই থেকে সেখানকার মানুষ সুফিবাদের চর্চাকারীদের পছন্দ করেন৷
ছবি: AP
মুভিতে কাশ্মীর
গত শতকের আশির দশকে বলিউডের ছবি নির্মাতাদের কাছে সবচেয়ে প্রিয় ‘লোকেশন’ ছিল কাশ্মীর৷ সেই সময়টা ছিল কাশ্মীরের জন্য স্বর্ণযুগ৷ কিন্তু এখন সেখানে প্রায় প্রতিদিনই সংঘাতের ঘটনা ঘটছে৷ ফলে নির্মাতারাও সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে৷ বর্তমানে সারা বছরে মাত্র এক থেকে দু’টি ছবির শ্যুটিং হয় কাশ্মীরে৷
ছবি: picture-alliance/dpa
সংঘাত কবে থামবে?
১৯৪৮ সাল থেকে কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের মধ্যে সংঘাত চলে আসছে৷ অদূর ভবিষ্যতে সেটার সমাধান হবে কিনা তার কোনো উত্তর কারও জানা নেই৷