1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীরে জঙ্গি-সেনাবাহিনী সংঘর্ষে ভারতীয় সেনা নিহত

১৮ ফেব্রুয়ারি ২০১৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি-সেনাবাহিনী সংঘর্ষে চার ভারতীয় সেনা নিহত হয়েছে৷ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার মাত্র কয়েকদিনের মধ্যেই এই ঘটনা ঘটলো৷ ঐ হামলায় ৪২ আধাসামরিক জওয়ান নিহত হন৷

Indien Kaschmir Grenze zu Pakistan
ছবি: Getty Images/AFP/T. Mustafa

 সোমবার কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটে৷ এ সময় নিহত হন চার ভারতীয় সেনা৷ পাকিস্তানভিত্তিক ইসলামি জঙ্গি দল জেইশ-ই-মোহাম্মদের সদস্যের খোঁজে ঐ এলাকায় অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনারা৷ ঠিক সে সময় জঙ্গিরা অতর্কিতে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি শুরু করে৷ হামলায় এক সেনা ও একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন৷ হামলার পর জঙ্গিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে৷

গত বৃহস্পতিবার পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ৪১ জওয়ান নিহত হওয়ার পর সরকারি বাহিনীগুলো কাশ্মীরের ঐ এলাকায় জোরদার অভিযান শুরু করে৷ ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে৷

কাশ্মীরের ইতিহাসে সরকারি বাহিনীর উপর এমন ভয়াবহ হামলা এর আগে আর হয়নি৷ তাই সাধারণ মানুষও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে৷

ভারতে আগামী এপ্রিল ও মে মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ নির্বাচনকে সামনে রেখে এই হামলার জবাব দিতে যে-কোনো পদক্ষেপ নেয়ার ব্যাপারে সরকার নিরাপত্তাবাহিনীকে ‘সবধরণের স্বাধীনতা' দিয়েছে৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ