1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীরে তুষারঝড়ে দুই পোলিশ পর্যটকের মৃত্যু

২ ফেব্রুয়ারি ২০২৩

গুলমার্গের কাছে স্কি করতে গিয়েছিলেন পোল্যান্ডের দুই পর্যটক। হঠাৎ সেখানে তুষারঝড় আসে। দুজনে বরফে চাপা পড়ে যান।

ছবি: AFP

পুলিশ জানিয়েছে, সেখানে আরো বিদেশি ছিলেন। তুষারঝড়ের পরে ১৯ জন বিদেশি ও দুই জন স্থানীয় মানুষকে উদ্ধার করা হয়েছে। কিন্তু মৃত দুইজনকে প্রাথমিকভাবে উদ্ধার করা যায়নি। পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

জনপ্রিয় পর্যটক কেন্দ্র

পশ্চিম হিমালয়ের পিরপাঞ্জালে অত্যন্ত জনপ্রিয় পর্যটকস্থল হলো গুলমার্গ। সারা বছরই এখানে পর্যটক যান।

ভারত-পাক সীমান্তের কাছের এলাকা গুলমার্গ। তাই এখানে প্রচুর সেনা মোতায়েন করা আছে।

তুষারঝড় হয়

এই অঞ্চলে তুষারঝড় হয়। বিবাদিত সীমান্তের দুই পারে থাকা ভারত ও পাকিস্তানের সেনারাও এর জন্য বেকায়দায় পড়ে।

২০১৭ সালে গুলমার্গে প্রশিক্ষণ নেয়ার সময় তুষারঝড়ে ১৭ জন ভারতীয় সেনা জওয়ান মারা যান। 

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ