1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীরে নির্বাচনে লড়ছেন ১০ সাবেক ‘বিচ্ছিন্নতাবাদী’

১৮ সেপ্টেম্বর ২০২৪

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে বুধবার বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে৷ তিন দফা ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হবে ৮ অক্টোবর৷ নির্বাচনে ১০ জন সাবেক ‘বিচ্ছিন্নতাবাদী' প্রার্থী হয়েছেন৷

বুধবার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে৷
তিন দফা ভোটগ্রহণ শেষে ৮ অক্টোবর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে৷ ছবি: AB Rauoof Ganie/DW

এই প্রার্থীরা কাশ্মীরের আধা-স্বায়ত্তশাসনের মর্যাদা ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন৷

ভারতের কেন্দ্রীয় সরকার ২০১৯ সালে এই মর্যাদা প্রত্যাহার করে কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে৷ এরপর এই প্রথমবার কাশ্মীরে বিধানসভা নির্বাচন হচ্ছে৷

নির্বাচনে প্রার্থী হওয়া ১০ ‘বিচ্ছিন্নতাবাদী'র একজন হাফিজ মোহাম্মদ সিকান্দার মালিক৷ ৩৭ বছর বয়সি মালিক বর্তমানে জামিনে আছেন৷ যেদিন মনোনয়ন দাখিল করতে গিয়েছিলেন, সেদিনও তার পায়ের গোড়ালিতে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল৷

২০১৯ সালে ‘সন্ত্রাসবাদের' দায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল৷ সিকান্দার মালিকসহ কয়েক ডজন ‘বিচ্ছিন্নতাবাদী'কে সেই সময় গ্রেপ্তার করা হয়েছিল৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছিল৷

সাবেক ‘বিচ্ছিন্নতাবাদী'রা বলছেন, তারা নির্বাচিত হবে জম্মু ও কাশ্মীরের আধা-স্বায়ত্তশাসন মর্যাদা ফিরিয়ে আনবেন৷ তবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি মাসেই বলেছেন, ঐ মর্যাদা ‘এখন ইতিহাস এবং কেউ এটি ফিরিয়ে আনতে পারবে না'৷

মালিক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, কারণ তার দল জামাত-ই-ইসলামীকে ২০১৯ সালে নিষিদ্ধ করা হয়েছে৷ দলটি জঙ্গিবাদের সমর্থন করে বলে নতুন দিল্লির অভিযোগ৷

রয়টার্সকে মালিক বলেন, তার প্রধান লক্ষ্য তার দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যবস্থা করা এবং বিভিন্ন অভিযোগে বন্দি করে রাখা ব্যক্তিদের মুক্ত করা৷ ‘‘অন্য দলগুলো যেহেতু এসব নিয়ে কথা বলবে না, তাই আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই৷ নির্বাচিত হলে মানুষের ভালোর জন্য কাজ করবো,'' রয়টার্সকে বলেন তিনি৷

কাশ্মীরে নির্বাচন: ভোটারদের চাওয়া-পাওয়া

02:44

This browser does not support the video element.

কাশ্মীরের প্রধান দুটি দল হলো ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টি৷ ১৯৪৭ সাল থেকে মূলত এই দুটি দলই পালা করে কাশ্মীর শাসন করে আসছে৷

দুটি দলই জম্মু ও কাশ্মীরের আধা-স্বায়ত্তশাসন মর্যাদা ফিরিয়ে আনার বিষয়ে অঙ্গীকার করেছে৷

ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ, যিনি তার দাদা ও বাবার মতোই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি সম্প্রতি বলেছেন, ২০১৯ সালে মোদী সরকারের নেওয়া সিদ্ধান্ত বদলে কাশ্মীরের ‘নিজের পরিচয় ফিরিয়ে আনা প্রয়োজন'৷

কাশ্মীরের রাজনীতিতে মোদীর বিজেপি দলের উল্লেখযোগ্য অবস্থান নেই৷ তাই ১৯৯৬ সালের পর এবারই প্রথম ভারতের সাধারণ নির্বাচনে বিজেপি কাশ্মীরে কোনো প্রার্থী দেয়নি৷ তবে বিধানসভা নির্বাচনে ৯০ আসনের মধ্যে ৬২টিতে প্রার্থী দিয়েছে দলটি৷

কেন্দ্রে বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস আধা-স্বায়ত্তশাসন মর্যাদা ইস্যুতে নিশ্চুপ৷ তবে বিধানসভা নির্বাচনে তারা ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট গঠন করেছে৷

কাশ্মীরের মূল দুই দলের বাইরে সংগঠিত হলে স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী ইত্তেহাদ পার্টির সঙ্গে হাত মিলিয়েছেন৷ সাবেক ‘বিচ্ছিন্নতাবাদী' নেতা আব্দুল রশিদ শেখ এই দলের নেতা৷ গত সাধারণ নির্বাচনে তিনি হেভিওয়েট প্রার্থী কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহকে হারিয়েছেন৷

আরেক সাবেক জামাত নেতা ও স্বতন্ত্র প্রার্থী সায়ার আহমাদ রেশি বলেছেন, ন্যায়বিচারের জন্য লড়ার একমাত্র উপায় নির্বাচন৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ